Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

হেমন্ত কাল

 

ক্ষেত খামারে রাশি রাশি
দুলছে সোনার ধান,
হেমন্তে আজ কন্ঠে সবার
নবান্নের ঐ গান।
পাকা ধানের সমারোহে
নতুন সাজে মাঠ,
মন জুড়ানো গল্পে ভাসে
সম্ভাবনার পাঠ।
নিজকে উজার করে দেয়াই
হেমন্তেরই রূপ,
অর্হনিশি রূপটি যে তার
চির জাগরূক।
শান্ত স্নিগ্ধ মধুর ক্ষণে
কাজ আর শুধু কাজ,
ফুল ও ফলের উৎসবেতে
প্রকৃতিতে সাজ।

আনন্দ আভাসে আজি
পুলক শিহরণ,
স্নিগ্ধ ধূসর বর্ণে রঙে
জাগছে প্রতিক্ষণ।
প্রভাত আলোয় স্বণার্লী ধান
রূপেতে ঝলমল,
অন্নদাত্রী হেমন্তকাল
শান্তি সুধার জল।
মনভোলানো রূপ পসরায়
হেমন্তে... continue reading

২০০৭

জিয়াউল হক

১০ বছর আগে লিখেছেন

ভোটের ভাষন

নির্বাচনে প্রার্থী হয়ে দিচ্ছে ভাষণ অনেকেই,
দারুন আশায় বক্ষ বেঁধে শুনছে হাজার জনেকেই।
প্রার্থীরা সব বলছে- ‘ভাইসব, আমার কথা শোনেন;
কে ভালো আর কে মন্দ আপনারা তো চেনেন !’
‘তাই, দেখে শুনে ভোটটা দিবেন আমার অমুক মার্কাতে
ভোট দিবেন না রাজাকারে কিংবা চাঁদ-তারকাতে !’
তাছাড়া ভাই আরও যত মার্কা আছে দেশে,
সব শালারাই ভন্ড কিন্তু আছে ছদ্মবেশে।
এদের, ভোট দিলে পর করবে সাবার দেশের অর্থনীতি
দেশটা বেচে খাওয়ারও আছে বড্ড ভীতি !
এরা আমজনতার রক্ত চুষে জোঁকের মতো ফুলছে,
এসিওয়ালা ঘরে শুয়ে সুখের দোলায় দুলছে !
খুন-ত্রাসী, চাঁদাবাজি সবই এরা করে,
আমজনতার ভাগ্য লুটে নিজের থলি ভরে।
তাই ভোটটা এবার দিয়েই দেখেন আমার এই মার্কাতে
ভাতের জন্য... continue reading

৬৫০

এই মেঘ এই রোদ্দুর

১০ বছর আগে লিখেছেন

আসল দোষে দোষি কে?

আসল দোষে দোষি কে?
...........................কাজী ফাতেমা ছবি
=======================
দিন অস্থির রাত অস্থির
নি:শ্বাসটাও হয় না স্বস্থির,
রাত পোরালে দিনে শুনি
অবরোধ এর জয়ধ্বনি...
গাড়ি জ্বলে; মানুষ পুড়ে
লাশের গন্ধ বাতাসে উড়ে।
আতঙ্ক পলে পলে;
কে যে কি করছে তলে তলে!!
কার মনে কি আছে!
ষড়যন্ত্র করে পাছে......
আইন কানুনের বালাইষাট
অবরোধে শুন্য মাঠ,
লাশ গুম; থাকলে শত্রুতার জের
কারা মারছে করবে না কেউ বের;
সুযোগ নাও আসতে পারে ফের
অস্থিতিশীল দেশে এখন সবাই শের ।
রাস্তায় গাছ; রেলে আগুন
আমজনতা খায় পুড়া বেগুন।
ঘরে বসে নেতারা
বাজায় আনন্দের সেতারা;
আঙ্গুল উঁচিয়ে হুকুমনামা
মূর্খরা না বুঝেই গায় সারেগামা।
ক্ষমতার দাপট; জনতা রোবট
হুকুম তামিল; অন্যায়াচারে শামিল।
একে একে... continue reading

১৪ ৪৫০

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

তেলাপোকাও পাখি

 
 
উমা! একি তেলাপোকাও
শুনছি নাকি পাখি
এমন কথা শোনার পরে
লজ্জা কোথায় রাখি।
 
টুনটুনি আর চড়ুইপাখি
হাসল খবর শুনে
তেলাপোকা পাখি নাকি
কেবল পাখার গুণে।
 
তা হলে তো বলবে বিড়াল
আমিই বাঘের মামা
নাই বা থাকুক গায়ে মোদের
ডোরাকাটা জামা।
 
তেলাপোকার দাবি শুনে
পাখিরা সব হাসল
বাদুর শুনে মৃদু স্বরে
একটুখানি কাশল।
continue reading

৪৩৮

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

প্রাপ্তি

যা পেয়েছি হাতের কাছে
হাত বাড়ালে তাও থাকে না
টাকা ছাড়া প্রিয়তমাও
তার আঁচলে মন রাখে না।
এমনতর ভবের পরে
যখন যেথায় পাচ্ছি সুধা
নগদ ভেবে তাতেই আমি
যাই মিটিয়ে মনের ক্ষুধা।
দুঃখ করে কাল কালাটে
কালের বুকে শুনবে না কেউ
আপন বলে ভাববো যাকে
পরক্ষণে পর হবে সেও।
তাই তো আমি ফেলছি ঝেড়ে
কষ্টগুলো ধূলার মতো
সুখের আশা নেইকো বলেই
মন হবে না আশাহত।
যা পেয়েছি এই জীবনে
তাতেই খুশি থাকব ভবে
চিন্তা ছেড়ে মনটা তখন
নিঃসন্দেহে খুশিই রবে।
continue reading

৪২৬

ইসমাইল রফিক

১০ বছর আগে লিখেছেন

অনুকাব্য

অনুকাব্য
ইসমাইল রফিক

ধুতরা পাতা পুত্রা খেলো
এখন পুরো মাতাল
সূত্রাপুরে দেখবে তারে
মাথায় পরা মাথাল।

28-11-13
continue reading

৫৪১

ঘাস ফুল

১০ বছর আগে লিখেছেন

লিমেরিক

অবরোধ না হরতাল বুঝার নাই উপায়
সহিংসতাই আসল কথা, পাবলিক নিরুপায়।
ফোটা ককটেল, ভাঙ গাড়ি
ওপর থেকে নাড়ছে ছড়ি।
ক্ষমতার মোহে তারা শুধু মানুষ কাঁদায়।

 
continue reading

২৩ ৩৪৯

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

সেরা

 
 
জাড়ের জ্বালায় জড়সড়
কাঁপছে দেহ শীতে
এমন দিনে সঙ্গী ছাড়া
মন বসে না গীতে।
ঠোঁটটা ফেটে শুকনো হয়ে
ছুটছে মুখে ধোঁয়া
শীতের রাতে ভালো লাগে
লেপের তলায় শোয়া।
গরম চায়ের কদর বেশি
ডালপুরি আর রুটি
লাগতে পারে অনেক ভালো
দিনটা হলে ছুটি।
পাখপাখালি জবুথবু
কোয়াশাতে ভিজে
সাপ আর ব্যাঙে মগ্ন ঘুমে
আরাম করে কীযে।
বেড়া ভেঙ্গে শীতের হাওয়া
ঘরে যখন ঢোকে
গরীব দুঃখীর সাধ্য কি বা
কষ্টটাকে রোখে।
শীত গরমে উভয়কালে
কষ্ট তাদের সাথী
কষ্ট দিয়েই ভাগ্য গড়া
কষ্ট দিবা-রাতি।
কারো দয়ায় একটু যদি
... continue reading

১৩ ৩৭৩

আহমেদ রব্বানী

১০ বছর আগে লিখেছেন

খোকার ভাবনা

 
সুনীল আকাশ দেখে খোকা
ভাবছে বসে একা
কে বানাল এ রঙমহল
সপ্তবর্ণে লেখা!
কে বানাল চন্দ্র সূর্য
দিবস এবং রাতি
দিনের কালে সূর্য জ্বলে
রাতে চাঁন্দের বাতি।

কেমন করে রংধনু হয়
মেঘ ভেঙে হয় বৃষ্টি
রৌদ্র মেঘের লুকোচুরি
কী অপরূপ সৃষ্টি!
আকাশ গাঙে নিত্য দিবস
চলছে কত খেলা
আদমসুরত উল্কা আরও
গ্রহ-তারার মেলা।

কখনও বা ফুল বাগিচায়
নানান বর্ণের ফুল
ফুলের বনে গুঞ্জরনে
ভ্রমর হয় আকুল।
কখনও বা নীল আকাশে
তারাদের ঝিলমিল
চাঁদ-পূর্ণিমা জোছনা বিলোয়
শান্তি... continue reading

১৪ ৩৫৬

ঘাস ফুল

১০ বছর আগে লিখেছেন

লিমেরিক

থুথু তত্ত্ব চাপা মারছে তেঁতুল তত্ত্বরে
চুল তত্ত্ব বহাল আছে ক্ষমতার জোড়ে।
নতুন তত্ত্বের আমদানী
করবো এবার কে জানি?
আমজনতা ভবিষ্যতে ভাসবো তত্ত্বের জোয়ারে।

continue reading

১৮ ৩৮৪