Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

তোর চেতনার চিহ্ন

 
 
তুই তো আমায় প্রেম শিখিয়ে
সব নিয়েছিস কেড়ে
তারপরে ক্যান চলে গেলি
প্রেমের মায়া ছেড়ে।
 
তোর বিহনে শূন্য আমি
শূন্য সকল আশা
তোর বিহনে শূন্য আমার
সকল ভালবাসা।
 
তোকে ছাড়া রাতে দিনে
জ্বলছি যখন শোকে
কেউ বোঝে না কষ্ট আমার
পাগল বলে লোকে।
 
কেউ না বুঝুক তুই তো বুঝিস
আমি কি আর ভিন্ন
এই চেয়ে দ্যাখ অশ্রু আমার
তোর চেতনার চিহ্ন।
continue reading

১৪ ৪৬৬

লিপু রহমান

১০ বছর আগে লিখেছেন

পতাকা

পতাকা
সবুজ রঙে মাঠ হাসে
লাল সূর্য মধ্যে ভাসে
বাংলাদেশের পতাকা
তাকে নিয়ে স্বপ্ন আঁকা ।
 
যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা
জীবন দিয়েছে কত বোদ্ধা
সেই লাল সবুজ পতাকার
ছবি এঁকেছে খোকা এবার ।
continue reading

৪৩০

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

সবাই চিন্তাবিদ

শহীদুল ইসলাম প্রামানিক
দেশ নিয়ে ভাই চিন্তা করতো
রাজনীতিবিদ যারা
মুজিবসহ হক, ভাসানী,
সোহরাওয়ার্দী তারা।
কিন্তু এখন উল্টে গেছে
সবাই দেশের নেতা
টোকাই মোকাই রিক্সাওয়ালা
চোর-চোট্টারা সেথা।
আগের নেতা চিন্তা করতো
দেশ-জনতা নিয়ে
সেই চিন্তাটা নাই তো এখন
পরছে উল্টে গিয়ে।
চোর চোট্টারাও নেতা এখন
তারাও চিন্তাবিদ
ওদের জ্বালায় যায় না থাকা
হয় না ঘরে নিদ।
চোর নেতারা চিন্তা করে
কেমনে করবে চুরি
অসৎ নেতায় টাকা কামাবে
কেমনে ভুরি ভুরি?
ডাকাত নেতা চিন্তা করে
কেমনে ডাকাতি করবে
ছিনতাইকারীও চিন্তা করে
কেমনে কাকে ধরবে?
টোকাই নেতা চিন্তা করে
কেমনে করবে বাড়ি
ড্রাইভার নেতা চিন্তা করে
কেমনে কিনবে গাড়ি?
ধীবর নেতা চিন্তা করে
মৎস কেমনে ধরবে
মাস্তান নেতা চিন্তা করে
কেমনে মাস্তানী করবে। continue reading

১৭ ৪০৪

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

সাম্প্রতিক সময়ের দুটি ছড়া

(১)
চুপচাপ বসে থাক
কোন কথা বলবি না
চোখে শুধু দেখবি
ভুলেও কিছু লিখবি না।
কান দিয়ে শুনলেও
কানাকানি করবি না
যদি আমি টের পাই
হাড্ডিগুলো দেহে থাকবে না।
মুখে আজ টেপ লাগা
প্রতিবাদ করবি না
বোবা হয়ে বসে থাক
শুধু শুধু মরে যাওয়া ভাল না।
 
      (২)
এসোবন্ধু এক হই
জোট করি মহাজোট
সর্বদলীয়, নির্দলীয় কিংবা ঐক্যজোট।
এসো পচে যাওয়া রাজনীতির গায়ে
কষে মারি চপেটাঘাত,
এসো আওয়াজ তুলি
মানুষ মারার রাজনীতি কে 
আমরা সবে ঘৃণা করি।
continue reading

১৫ ৪০৩

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

আর কতটুক রক্ত দিলে

শহীদুল ইসলাম প্রামানিক
আর কতটুক রক্ত দিলে
গণতন্ত্র আসবে
আর কতটুক রক্ত দিলে
প্রাণ খুলে সব হাসবে।
আর কতটুক রক্ত দিলে
হবে দেশের সুখ
আর কতটুক রক্ত দিলে
কাঁপবে না আর বুক
আর কতটুক রক্ত দিলে
পাবো অধিকার
আর কতটুক রক্ত দিলে
মরবে না কেউ আর।
আর কতটুক রক্ত দিলে
স্বাধীন হয়ে চলবো
আর কতটুক রক্ত দিলে
নির্ভয়ে কথা বলবো।
আর কতটুক রক্ত দিলে
হাসবে মানুষ সুখে
আর কতটুক রক্ত দিলে
অন্যায় দিবে রুখে।
আর কতটুক রক্ত দিলে
জ্বলবে না আর গাড়ি
আর কতটুক রক্ত দিলে
পুড়বে না আর বাড়ি।
আর কতটুক রক্ত দিলে
হবে না হরতাল
আর কতটুক রক্ত দিলে
পথ হবে না লাল।
আর কতটুক রক্ত দিলে
পরবে না আর লাশ
আর কতটুক... continue reading

১২ ৫০০

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

কাস্তেওয়ালা মুক্তিযোদ্ধা

শহীদুল ইসলাম প্রামানিক

চেঙটু মিয়া সহজ সরল
গায় গতরে খাটে
রাজাকাররা এলো একদিন
তার-ই গাঁয়ের বাটে।

নতুন জামাই আসছে বাড়ি
উঠানে ছিল বসা
শালা-শালিরা আদর করে
খেতে দিয়েছে শশা।

হঠাৎ করে রাজাকারে
করল তাকে গুলি
মুহূর্তেতে উড়িয়ে গেল
আস্ত মাথার খুলি

এসব দেখে চেঙটু মিয়া
উঠল ভীষণ ক্ষেপে
কাস্তে হাতে তাদের ওপর
পরল সে যে ঝেঁপে।

কাস্তে দিয়ে রাজাকারের
গলায় দিল টান
মুহুর্তেতে কল্লা কেটে
হলো যে দু’খান।

চেঙটু মিয়ার ভয়ে এবার
দৌড়ায় রাজাকার
পিছন থেকে দৌড়ে গিয়ে
কাটছে... continue reading

১৩ ৪১৮

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

গনতন্ত্র মেলুক আবার ডানা

  আলোচনার আলোর প্রদীপ
নিভবে হয়তো ত্বরা,
অন্ধকারের ঘোর কি আবার
নাড়ছে দোরে কড়া ?
’নেতার চেয়ে দেশটা বড়’
সোনার বাংলাদেশে,
নেতার মাঝে এমন কথার
উঠুক ছবি ভেসে।
নাই যদি হয় এমনতর
ভাবের উদয় মনে,
কি আর হবে নেতার বলো-
ভূগবে জনগণে।
নেতার মনে শুভ বুদ্ধির
দিক না কপোত হানা,
গনতন্ত্রের মুক্ত কপোত
মেলুক আবার ডানা। continue reading

৪৪৯

রোদেলা

১০ বছর আগে লিখেছেন

//ঢাকা আমার ঢাকা //

ঢাকা-আমার জানের মতোই
প্রিয় শহর ,ঢাকা ।
তোরে যদি সারা বছর
পাইতাম এমন ফাঁকা ;
হুড ফালাইয়া রিক্সার মধ্যে
বইতাম আরাম কইরা ,
বিট-লবনের ডলা দিয়া
কদবেল খাইতাম ধইরা ।
গাউসিয়া আর চাদনি -চকের
যতো গোলি আছে ;
মনের সুখে ঘুরতাম -ফিরতাম
বান্ধবীদের পিছে ।
শপিং নামক শব্দ শুনলে
গা কাঁপতো না জ্বরে ;
এমন ঢাকা পাইলেতো আর
মন বসেনা ঘরে ।
 
(সবাইকে শীতের সকালের শুভ্র শুভেচ্ছা।সুন্দর একটি ঢাকা শহরের সপ্ন নিয়ে দিন শুরু করলাম।)
continue reading

১৬ ৪৪৫

লিপু রহমান

১০ বছর আগে লিখেছেন

ছড়া

শিবলী সুহান লিপু'র সাম্প্রতিক ছড়া
হরতালের ভাবনা


পাশের বাড়ি থাকে বাবু
হরতাল শুনলে হয় কাবু
সময় অসময় হেটে বেড়ায়
টেনশনে বাবু মুড়ি চিবায়।

পড়াশুনায় ভালো ছিলো
দেশের সেবায় ছেড়ে দিলো
ব্যবসা তিনি করলেন শুরু
সর্বনাশ করলো হরতাল নুরু।

কাটে ভালোই সময় তাহার
হাতে থাকলে গরম পেপার
হরতাল নিয়ে ভাবছে জোরে
কবে তাকে পাঠাবে জাদুঘরে।
continue reading

৪৩৫

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

পথিক রক্তে পথ লালে লাল

শহীদুল ইসলাম প্রামানিক
হায়রে পথিক ভাগ্য গতিক
বুকের রক্ত ঢেলে
রাজপথে আজ ঘুমিয়ে আছ
কার বা বাপের ছেলে?
নাম না জানা নাই ঠিকানা
হলে রাস্তার লাশ
মারছে যারা হাসছে তারা
দেশ জনতার ত্রাস।
এমনি করে রাস্তায় পড়ে
ঝরছে অনেক প্রাণ
বিনা কারণে পথিক মাশাই
হচ্ছে বলীদান।
যাদের রক্তে লাল হলো রে
পীচ ঢালা রাজপথ
তারাও কিন্তু দেশের মানুষ
ভিন্ন নয় তার মত?
তার পরেতেও খুন হয়রে
জবাব নাইকো তার
মরার পরে করলে বিচার
কি লাভ হবে আর?
continue reading

১৮ ৪১৮