Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

দাও যদি গো একটি ফুল

শহীদুল ইসলাম প্রমানিক
লক্ষ টাকার মালা নয় গো
চাই যে একটি ফুল
সাথে যদি দ্ওা গো হাসি
হবে কি আর ভুল?
এই জীবনে চাই না কিছু
চাই যে একটু হাসি
লাগবে ভালো বললে কথা
‘তোমায় ভালবাসি’।
এই টুকুতেই এই জীবনে
ভরবে হৃদয় মোর
ধন্য হবে জীবন আমার
কাটবে প্রেমের ঘোর।
আর যদি গো দুইটি হাতে
জড়িয়ে ধরো হাত
প্রেমের হাওয়ায় হারিয়ে যাবো
শুন্যতে নির্ঘাত।
কিংবা কভু ফুলের মালা
জড়িয়ে দিলে গলে
খুশির চোটে বুকটা আমার
ভিজবে আখির জলে।
continue reading

৩৭৬

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

পিকনিক

শহীদুল ইসলাম প্রামানিক

জমিদার বাড়ি যেমনই হোক
পিকনিক হলো আসল
রোস্ট রেজালা পোলাও খেয়ে
সাথে খাবো ঘোল।
 
ডিম পরাটা পাউরুটি তো
থাকবে সকাল বেলা
হই হুল্লুরে কাটিয়ে দিবো
খেলবো অনেক খেলা।
 
গান কবিতা গল্পের আসর
জমবে সেতো ভালো
কিলের চোটে করবো সোজা 
মুখ করলে কেউ কালো।
 
বিকাল বেলা ফিরবো বাসায়
সুখ আনন্দ নিয়ে
মজার মজার করবো গল্প
প্রিয়জনকে গিয়ে।
continue reading

৩৯ ৬৩৪

কে,এইচ, মাহা বুব

১০ বছর আগে লিখেছেন

হাহাকার

 
আজ আর নেই নদী
নেই মাঝি মাল্লা,
পাল তোলা নৌকাগুলো
দেয়না আর পাল্লা ।

নেই রুই নেই কাতল
নেই আর জেলে,
নেই চিংড়ি নেই বাইম
হবে কি জাল ফেলে ।

জমে না নৌকা বাইচ ও
বছরের শেষে আর ,
ভালো লাগতো দিন গুলো  
করতে পেরে পার ।

নদী দেখতে ইচ্ছে জাগে
আজ আমার মনে ,
পাল তোলা নৌকাতে
ঘুরেছি কতো জনে ।

মাছের ভাগা ছিল পাঁচ
ইলিশের কেজি দশে ,
বলে-আমি আছি  নাকি
সে-কালেই আজও বসে ।

চারেদিকে নেই নেই
হাহাকার শুধু ,
হয় না যাওয়া... continue reading

১০ ৩০১

আলভী

১০ বছর আগে লিখেছেন

একটি কম্বলের জন্য !!!

শীতের কষ্টে গেছি ভুলে
ক্ষুধার জ্বালা আজ,
বিনীদ্র রজনী কাটানো যেন
খুবই কষ্টের কাজ!
একটি কম্বল দাওগো তোমরা
এই অভাগার জন্য,
হৃদয় দিয়ে শোধিব ঋণ
সাথে হবো ধন্য।
শীতের কষ্ট বোঝেনা সেজন
কম্বল আছে যার,
অধিক যদি থাকে তোমার
একটি দিও ধার!
শোধিতে হয়ত পারবোনা কোনদিন
থাকবো চির ঋণী,
মনের আবেগে বাসবো ভালো
ভুলবোনা কোন দিনই!
থাকো তোমরা তাপানুকুলে
স্পর্শ করেনা শীত,
তাতে আমি করিনা হিংসা
হোক তোমাদের জিত!
দৃষ্টি দাওগো আমার দিকে
সৃষ্টির শেরা তুমি
চাইনা হতে অত বড়
এই অভাগা আমি!
continue reading

২৮ ৫৪৬

সুখেন্দু বিশ্বাস

১০ বছর আগে লিখেছেন

ফেসবুক আসক্ত

 
নাওয়া নেই,খাওয়া নেই,
ডানে বাঁয়ে চাওয়া নেই।
বদ্ধ একাকি ঘরে,
বাইরের হাওয়া নেই।
 
শরত হেমন্ত বা
শীত বরিষণ নেই।
নাটক, সিনেমা,গান,
খেলাতেও মন নেই।
 
আত্মীয় পরিজন
কারো সাথে দেখা নেই।
বই-খাতা শিকেতে,
কোন পড়া-লেখা নেই।
 
সারা দিন হাত চলে,
মুখে কোন ভাষা নেই।
মনিটর থেকে চোখ-
সরাবে সে আশা নেই।
 
মনে হয় চেয়ারেতে
সেঁটে গেছে পোক্ত।
আসলে হয়েছে কি 
বড় কিছু ঘটেনি,
ছেলেটা যে ইদানিং
ফেসবুক আসক্ত।
 
(০৪/০৩/২০১৩ ইং)
 
 
continue reading

২৫ ৫১৫

কে,এইচ, মাহা বুব

১০ বছর আগে লিখেছেন

শীতের পিঠা

শীত এলো দিতে আদর
শীত এলো জড়াতে চাদর
শীত এলো ভাইরে,
শীত এলে আসে জামাই
খোকন সোনার ঘুম কামাই
অন্যের ও ঘুম  নাইরে ।
থাকে সবাই পথ চেয়ে
আসবে জামাই আসবে মেয়ে
সবাই খাবে পিঠা পুলি,
দিনে  খাবে রাতে খাবে
আবার নাকি নিয়ে যাবে
তাইতো ভরছে হাড়িগুলি ।
******* সমাপ্ত *******
তারিখ :   ১৮-০১-২০১৪ ইং ।
continue reading

২৩ ৭৯৮

আলভী

১০ বছর আগে লিখেছেন

অতিথি পাখি!

শীতের প্রকোপে এসেছ চলে
সাইবেরিয়া ছেড়ে,
অতিথি হিসেবে তোমরা মোদের
হৃদয় নিয়েছ কেড়ে।
পাসপোর্ট ভিসা লাগেনা তোমাদের
সীমান্ত পাড়ি দিতে,
কোন অপরাধ হয়না বাধা
আপন করে নিতে।
মুক্ত আকাশ হীমেল জলে
কোলাহল মুখর দেখে,
ইচ্ছে করে পরশ পেতে
সব ব্যস্ততা রেখে।
গরম কালে যাবে চলে
আপন পরিবেশে
তবে কেন মায়া দিতে
এসেছ এই দেশে?
সব ভালবাসা মাড়িয়ে একদিন
ঠিকই যাবে চলে,
আবার তোমরা আসবে ফিরে
অন্ততঃ যেও বলে।
continue reading

৩৯ ৫৩৩

কে,এইচ, মাহা বুব

১০ বছর আগে লিখেছেন

আমাদের মীম-২

ছড়া
আমাদের মীম-২
-কে,এইচ,মাহাবুব
*****************************
আমার ছোট সোনা মীম
রোজ খেতে চায় ডিম
স্কুলে চায়না যেতে
খেলায় থাকে মেতে ।
যখন তখন যথা তথা
শুধু তাঁর টাকার কথা
না দিলে মুখটা ভারী
নিত্য তাঁর এমন আড়ি ।
রোজ রোজ লাগেনা ভালো
মুখটা এমন করলে কালো
ফেলে দিয়ে ভাঙ্গে আয়না
তবু রিমোট ভাঙ্গার বায়না ।
তারিখ :   ১৫-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল :    khmahabub@yahoo.com
continue reading

৩৮৮

আলভী

১০ বছর আগে লিখেছেন

শীত !!!!!!!!!!!!

শীতার্তরা কাঁপছে শীতে
শান্তি পাচ্ছে না যে,
গরম কাপড় গায়ে দিয়ে
ধনীরা আছে মোজে!
 
শীতের পরশ সমান লাগে
ধনী গরীবের কাছে,
কষ্ট দেখে মুখ ফিরিয়ে
তবে কেন পিছে?
 
নীজের কাপড় বিলিয়ে দেব
শীতার্তদের মাঝে,
দেহের উঞ্চতা ছড়িয়ে দেব
যদি লাগে কাজে।
 
থাকবো সাথে সব সময়
সকাল দুপুর সাঁঝে,
শীত তখন ক্লান্ত হয়ে
পালিয়ে যাবে লাজে!
continue reading

৪৮ ৫০৩

সুখেন্দু বিশ্বাস

১০ বছর আগে লিখেছেন

বেজায় শীত

 
মাথায় টুপি, পায়ে মোজা,
হাঁটছে কুঁজো নয়তো সোজা,
ভাবটা দেখেই যাচ্ছে বোঝা,
শীত পড়েছে বেজায়।
 
কুয়াশাতে ডুবছে পাড়া,
নাই কো যাদের কাজের তাড়া,  
এই সকালে কারণ ছাড়া
বাইরে বল কে যায়?
 
উত্তুরে এই হীম বাতাসে
শর্ষে ফুল আর দূর্বা ঘাসে
হীরের কনা শিশির হাসে,
সারা পাড়া ভেজায়।
 
আমি তখন বাইরে তাকাই,
সূর্য্যি মামার নাই দেখা নাই,
একটুখানি ওম খুঁজে পাই,  
নরম তুলোর পেঁজায়।    
 
(১২/০১/২০১৪ইং)
continue reading

৩০ ৭৩৯