Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কে,এইচ, মাহা বুব

৮ বছর আগে লিখেছেন

মনে পরেছিল

(উৎসর্গ : শিল্পীকে -১)
তোমার সামনে আয়না,
তুমি দাঁড়ীয়ে আছা; দেখছ নিজেকে,
ঠিক তখনই স্মৃতির পাতায় আমার ছবি ভেসে ওঠে
আমি কোথায় আছি…কেমন আছি;
খুব দেখতে ইচ্ছে করছে আমাকে তখন
আমি কি সেখানেই আছি; নাকি হারিয়ে গেছি অন্য-এ ।
তোমার ঘরে বদমেজাজি স্বামী
সারাক্ষণ শাশুড়ি ননদীর অগাধ জ্বালাতন,
দিবানিশি তুমি ভাবো আমার কাছে আসবে
ছিন্ন করে বিয়ে নামক রশির বাঁধন ।
এমন স্বপ্ন যে রোজ আমিও দেখি
ঘুমিয়ে কিংবা একাকী জেগে থেকে ,
আসবে কবে কখন তুমি আবার
সে আশাতে যাচ্ছি আমি বেঁকে ।
-সমাপ্ত-
তারিখ: ০৪/০৮/২০১৫ইং।
continue reading
Likes Comments
০ Shares

কে,এইচ, মাহা বুব

৯ বছর আগে লিখেছেন

তোমার আমার এক বিকেল

(উৎসর্গঃ সুবর্ণাকে) 
******************************* 
তোমার ভুলে তুমি আমার তরে বসে আছো 
হাজার মানুষের সামনে তোমার চোখে জল, 
শেষ না হতেই শেষ কথা তুমি গেলে চলে 
তোমার চোখে ওটা নাকি তারই ফল । 
খালি খালি কেন তুমি কাঁদো 
এমন প্রশ্ন করেছি আমি তোমার কাছে , 
আমার কষ্টের কথা আমি কাউকে বলিনা 
মনে আমার কতো যে ব্যথা আছে । 
আমি উপস্থিত হতেই তোমার কান্না 
আর চোখে জল দিগুণ বেড়ে যায়, 
চারেদিকে মানুষ আর মানুষ 
লোকে কি বলবে এমন প্রশ্ন আমার এসে যায় । 
কে কি বলে তা আমি জানিনা;তা নিয়ে ভাবিনা 
অন্যের মতো পারিনা আমি মনের কথা বলতে, 
এটাই আমার সমস্যা সবার মতো আমি নই 
সবার মতো পারিও না আমি পথ চলতে । 
তোমার মনের কষ্টের কথাগুলো আমায় খুলে বলো? 
তুমি তখন দিলে আমায় গাল 
আমি বললাম এবার আমি ভাঙ্গবো গাছের ডাল 
মারবো বাড়ি মাথায়- পথটা সঠিক চলো  । 
-সমাপ্ত- 
তারিখ ঃ  ১৬/০১/২০১৫ ইং ।
continue reading
Likes Comments
০ Shares

কে,এইচ, মাহা বুব

৯ বছর আগে লিখেছেন

তোমাকে ভালবাসি

উৎসর্গ:(সুবর্ণাকে) ***************************************
কতোটা কষ্টে কাটে এক একটি রাত
তা কি তুমি কখনও ভাবো ?
তোমার ভাবনায়  কাটে আমার এক একটি দিন 
তা ভাবিয়া কি তুমি একটি রাত ও জাগো ।  
 মাঘের এই শীতে দু- চোখের জলে
শীতল হয়ে যায় আমার সারা শরীর,
এ পিঠ ও পিঠ করে নিমিষেই রাত কেটে যায়
থেমে নেই সময়;তাকিয়ে দেখি চলছে কাটা ঘরির ।
   
তুমিই তো বল তুমি আছো আমার খুব কাছে
বলতে পারো তবে কেন আমার নিজেকে একা মনে হয় ?
ভাবনা শেষে চোখের জল যখন শুকিয়ে যায়...
ঠিক তখনি অবিশ্বাসে বিশ্বাস হারায় তোমাকে হারানোর ভয় ।
তোমায় নিয়ে আমি তখনো অবিরাম  ভাবি 
যখন তোমার পথে আমি করি যাওয়া আসা ,
জানো সে দিন আমি মৃত্যু থেকে বেঁচে এসেছি
তোমার জন্য আমার হতেও পারে পরোপারে বাসা ।
মাঝে মাঝে আমি তোমায়  এমনিতেই বলতাম;
আমি যদি মরে যাই তখন;আমি মরে গেলে?
তুমি বলতে তুমি মরে গেলে তাতে আমার কি
আমি কাঁদবো না একটুও.. চলে যাবো সব ফেলে ।
তখনো আমি তোমায় নিয়ে নীরবে ভাবি
তোমার অজান্তে মনের দুঃখ লুকিয়ে হাসি ,
দুই একটি দীর্ঘ নিশ্বাস ছেড়ে মনটাকে হালকা করে
আমি  বলি-আমি তোমাকে ছাড়া বাঁচবোনা আমি যে তোমাকে  অনেক ভালবাসি ।
তুমি আমার থেকে চলে যাবে দূরে...
অন্য কারো সাথে বাঁধবে ঘর থাকবে সুখে নেবো না আমি তা মেনে ।
খুন করে ফেলবো আমি তোমাকে
প্রয়োজনে  আমি কলঙ্ককিতো হবো তুমি তা ভাল করে নিও জেনে ।    
-সমাপ্ত- তারিখ : ২৭/১১/২০১৪ ইং । continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - তাহমিদুর রহমান

    খুব কাজের। 

কে,এইচ, মাহা বুব

৯ বছর আগে লিখেছেন

কষ্ট নামের দাগ

উৎসর্গ : ( সুবর্ণাকে ) *******************************   
তুমি এমন কিছু কথা বল
যে কথা শুনে আমার চোখে আসে জল,
তুমি এমন কিছু ভাষার গাছ বুনো
যে গাছে ফলে আমার কষ্ট নামের ফল ।
তুমি এমন কিছু আচারণ করো
যেটা বিন্দু মাত্র তোমার কাছে,
তুমি এমন ভাবে ব্যথা দাও
যা না সয় আমি নামের আমার গাছে ।
তুমি এমন একটি শব্দ বল
যে শব্দটি আমি শুনতে চাইনা,
তুমি তোমার অতীত টেনে আনো বারবার
যা কখনও আমি জানতে চাইনা ।
তুমি আমায় এমন করে কষ্ট দাও
যেন আমি তোমার থেকে সরে যাই দূরে,
তুমি আমায় এমন ভাবে ব্যথা দাও
যেন আমার অন্তর নীরবে যায় পুড়ে ।
তুমি আমায় এমন ভাবে ঘৃণা করো
যেন আমি তোমার বড় শত্রু সব থেকে,
যখন তখন চেষ্টা করো নিতে আমার প্রাণ
যখন তখন আমার কথাতে যাও বেঁকে ।
আমি যে কেঁদেছি কাল সারারাত
ভেবেছি এ আমার কার সাথে হলো দেখা,
আমি যে স্রষ্টাকে মনে প্রাণে বিশ্বাস করি
হয়তো বা, আমার কপালে তোমাকেই ছিল লেখা ।
ভালবাসি তোমায় চিরদিন ভালবাসবো তোমায়
ভেবোনা আমি তোমাকে সে কারণে বিন্দুমাত্র কষ্ট দেবো
দেবো আমার কষ্টের সামান্যতম কিছুটা ভাগ,
তুমি দিও ব্যথা দিও কষ্ট এ দেহে প্রাণ আছে যতো দিন
আমার প্রতি তোমার যে ঘৃণা;সে ঘৃণাতে এ হৃদয়ে এঁকে দিও তুমি
শুকনো নদীর মতো কষ্ট নামের আরো….অনেক হাজারটা দাগ ।
-সমাপ্ত-
তারিখ: ২০/১১/২০১৪ ইং
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (7)

  • - টোকাই

    সুন্দর রসবোধে বর্তমান সময়ের আরেকটি মারাত্মক সমস্যার কথা তুলে ধরলেন । ভালো লাগলো ।

    • - মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

      ওহ  ধন্যবাদ...  আসলে  আমি নতুন তো  তাই কেউ তেমন লেখা পড়ে না ... তাই ব্লগে আসাটাই ছেড়ে দিয়েছিলাম...  আপনি  পড়েছেন দেখে খুবই খুশি হলাম ।
      ভালো থাকবেন ।।

       

কে,এইচ, মাহা বুব

৯ বছর আগে লিখেছেন

হয়তো বা শেষ

( উৎসর্গ : সুবর্ণাকে )
********************************
তুমি কি কখন ও ভেবে দেখেছো আমাকে নিয়ে
তোমার দেওয়া কষ্টতে আমার চোখে জল এসে যায়,
তুমি কি তাকিয়ে দেখেছো আমার চোখের দিকে
দু চোখের জলে  নীরবে আমার বুক ভেসে যায় ।
তুমি কি  কখন ও কান পেতে শুনেছো
আমার মনের গহীনের শব্দহীন কান্না,
তুমি কি তাকিয়ে দেখেছো আমার মুখপানে
খাওয়া হয় না কতদিন; হয় না কতোদিন রান্না ।
তুমি কি তাকিয়ে দেখেছো আমার দেহের দিকে
কতোটা শুকিয়ে গেছি আমি আর আমার মন,
তুমি কি তাকিয়ে দেখেছো আমার হৃদয় মাঝে
তোমার দেওয়া আগুনে পুড়ছে এ হৃদয় বন ।
আমি যখন তোমার সামনে এসে দাঁড়াই;বসি কিংবা সুই -
তুমি আমায় কুকুরের মতো  দূর দূর করে দাও তারিয়ে,
হয়তো তোমার মতে তুমি তাকেই ভালোবাসা বল
তোমার মিথ্যা ভালোবাসার ছলনার হাত দাও বাড়িয়ে ।
-সমাপ্ত-
তারিখ  : ২৫/১০/২০১৪ ইং । continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - দীপংকর চন্দ

    ভালো লাগা রইলো। অনেক।

    শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

    • - নীল সামু

      ধন্যবাদ 

Load more writings...