Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

মোকসেদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

ভালোবাসার ছড়া

কাজ নেই কি করি
বসে বসে ভাবি
কি ভাবে ভুল পথে
ভুল করে জীবন যাচ্ছে চলি।
হেসে হেসে ঠিকই তো 
বলেছিলে কথা
আগে বুঝিনি আমি
তোমার ঐ অন্তর বিষে মাখা।
ছলনার জালে
বাঁধা পড়িনি আগে
তুমিই বুঝিয়ে দিলে
ভালোবাসা কারে বলে।
তোমার রূপের নেশায় পড়ে
পথ চলেছি ভুল করে
জীবন পথের কাঁটাগুলো
হানছে ভীষণ বুকে।
শুধু আমি নই 
তুমিও সমান দায়ী
তবে ভুলের মাশুল 
শুধু দিচ্ছি আমি।
হাটি হাটি পা পা করে
অনেক বড় হচ্ছি
চলার পথের ভুলগুলো
ধরতে এখন পারছি।
continue reading

৪২৮

কে,এইচ, মাহা বুব

১০ বছর আগে লিখেছেন

আজব শহর

আজব শহর - কে এইচ মাহাবুব আজব শহর আজব গাড়ি ইট বালিতে আজব বাড়ী গাড়ির আগে মানুষ চলে বিধাতার ইঞ্জিন কলে । ইট পাথরের রাস্তা নয় সারি সারি গাড়ি রয় যায় না যে তাই সঠিক হাঁটা চোখের পাতায় দেখি কাঁটা । নীচে দাঁড়ীয়ে তাকালে উপর ঠিক যখন বেলা দুপুর চোখে দেখি গ্লোক ধাঁধা কাছে এলে দেখি আধা । গাড়ি এসে উঠে পায়ে বাড়ী ভেঙ্গে পরে গায়ে আছি কি যে জ্বালাতে পারি না ভাই পালাতে শহরেই আছি যে তবু ক্ষমা করো...বাঁচাও প্রভু ।
****** সমাপ্ত *******
continue reading

৩৯৯

চারু মান্নান

১০ বছর আগে লিখেছেন

২১শে পার্বণ- একুশ এলো

পৃথিবীর জুড়ে বাহান্ন
 
উত্তরের হাওয়া ভেসে আসে
মেঘ মল্লার কান্না,
কুয়াশা ফুঁড়ে উঠেছে আলো
পৃথিবীর জুড়ে বাহান্ন।

আকাশ জুড়ে স্বাধীন মেঘ
বুকের ভিতর বর্ষণ,
বাংলা মায়ের আত্মজা জেনে
কবিতা চাষে কর্ষণ।
ভুঁই চাষে লাঙল ফলায়
সোদা মাটির গন্ধ,
মায়ের কোলে প্রসবিত শিশু
কান্নার বোলে মুগ্ধ।
১৪২০@ ২৪ মাঘ, শীতকাল।
 
 
continue reading

৩৬১

হামি্দ

১০ বছর আগে লিখেছেন

সত্যি কথা

নিত্যি আমার 
পিত্তি জ্বলে 
ভিত্তি নাহি পাই
কত্তি মানা
সত্যি কথা 
রত্তি হলেও ভাই।
continue reading

১৪ ৫০৩

চারু মান্নান

১০ বছর আগে লিখেছেন

২১শে পার্বণ- পৃথিবী জুড়ে বাহান্ন

উত্তরের হাওয়া ভেসে আসে
মেঘ মল্লার কান্না,
কুয়াশা ফুঁড়ে উঠেছে আলো
পৃথিবীর জুড়ে বাহান্ন।
আকাশ জুড়ে স্বাধীন মেঘ
বুকের ভিতর বর্ষণ,
বাংলা মায়ের আত্মজা জেনে
কবিতা চাষে কর্ষণ।
ভুঁই চাষে লাঙল ফলায়
সোদা মাটির গন্ধ,
মায়ের কোলে প্রসবিত শিশু
কান্নার বোলে মুগ্ধ।
১৪২০@ ২৪ মাঘ, শীতকাল।
continue reading

৩৩৮

মেঘালয়

১০ বছর আগে লিখেছেন

ছড়া-৪

ও কবিতা অমন করে
 কবির হাতে এসে 
আমি হলাম অবোধ শিশু 
আমায় দিলে ফেঁসে।     
 
আসবে যখন সহজ হতে 
শুনিয়ে যেতাম পথে পথে 
বিদ্যে মশায় ধরলে তবে 
আঘাত পেতাম বেতে?   
 
কি সব তোমার অর্থ জানি 
অবোধ আমি বুঝলে মানে! 
জানলে আমার ভালোই হত 
শুনিয়ে যেতাম সবার কানে।   
 
খাতায় খাতায় পদ্য লেখা 
নিত্য তোমার অর্থ শেখা 
লাগছে না আর ভালো। 
ও কবিতা ও কবিতা 
আমার পানে একটু  তাকা 
একটু জ্বালাও আলো। 
continue reading

৩৪৬

মেঘালয়

১০ বছর আগে লিখেছেন

ছড়া-৩

আব্বু কোথায় হারিয়ে গেল
পালায়নি তো আগে
ও দয়াময় আমায় বলো
আম্মু কেন কাঁদে?
 
  দিন দশেকের বেশিই হলো
কেউ ডাকে না খোকা
ঘুমের ঘোরে কান্না পেলে
আর বলে না বোকা!
 
  আমায় তো আর নদীর ঘাটে
কেউ ডাকে না না'তে
রাত্রি বেলা খাবার ঘরে
কেউ বসে না সাথে।
 
  সারা বাড়ি খুঁজে বেড়াই
আব্বু আমার কৈ
আমার মাকে বললে কেন
আকাশ দেখান ঐ?
continue reading

৩৫০

মেঘালয়

১০ বছর আগে লিখেছেন

ছড়া- ২

আয় জোনাকি আয় জোনাকি
  আলোক দিয়ে যা
  আমার মায়ের আঁধার ঘরে  
একটু ফিরে চা।
 
   এইখানিতে নেই'ক আলো
  হরেক বাতি জ্বালা 
  তাই তো ডাকি অন্ধকারে
  করতে খানিক খেলা।
 
    রোজ নিশিতে আসবে তুমি
  করবে না'ক ফাঁকি
  আমার মায়ের গল্প শোনা
  রাখব তবে বাঁকি।
continue reading

৩৪৫

চারু মান্নান

১০ বছর আগে লিখেছেন

২১শে পার্বণ- একুশ এলো

একুশ এলো
একুশ এলো, মায়ের বোল উঠল ডেকে,
একুশ এলো, স্বরবর্ণ গুলো উঠল গেয়ে।
একুশ এলো, মাঘের শিতল হাওয়া বয়ে,
একুশ এলো, নতুন বইয়ের গন্ধ মেখে।
একুশ এলো, দূর্বাঘাসে শিশির ধুয়ে,
একুশ এলো, শহীদ বেদিতে শোকের ফুল।
একুশ এলো, সুজন বাদিয়ার ঘাটে ঘাটে,
একুশ এলো, বর্ণমালার ঐ মিষ্টি গান।
১৪২০@২৩ মাঘ, শীতকাল।
continue reading

৪২১

সুখেন্দু বিশ্বাস

১০ বছর আগে লিখেছেন

ভোটাগ্নি

 
চুলগুলো এলোমেলো, মলিন সিঁদুর,
উদ্বেগ ভরা মুখ বেদনা বিধুর।
গত রাতে কারা যেন পুড়িয়েছে ঘর,
শঙ্কাতে রাত জেগে কেটেছে প্রহর।
পাশের গ্রামের ছেলে তাগড়া জোয়ান,
বলে ছিল কড়া সুরে শোন মালোয়ান -  
কাল যদি তোরা কেউ দিতে যাস ভোট,
সুঁই সুতা দিয়ে তবে জুড়ে দিব ঠোঁট।  
খিল দিয়ে দুয়ারেতে থাকবি বসে
তা না হলে ভিটে বাড়ি ফেলব চষে।
ভয়ে ভয়ে বলল সে ঠিক আছে বাবা,
সেটাই করব, ঠিক যেমন চা’বা।
কিছু পরে ভিড় করে আরেকটি দল,
মিছিলে মুখর তারা, বেশ কোলাহল।
বলে কাল ভোট দিবি সকালে সকালে,
অন্যথা হলে... continue reading

৩৫ ৪৬১