Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

হামি্দ

৮ বছর আগে লিখেছেন

বিভ্রম বিলাস

অবশ চেতনায় বিভ্রম বিলাস!
বিষণ্ন দৃষ্টি বহুরঙ্গা বুদবুদে!
জ্বলে জ্বলে উড়ে চলা রঙিন ফানুস!
হুঁশ তার ফিরবে কি, নি:শেষ হওয়ার অাগে? continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    মান্নান দা

    আগাম শুভেচ্ছা জানাই

হামি্দ

৯ বছর আগে লিখেছেন

ভেবেছিলুম গাঁথব মালা - পাইনে খুঁজে ডোর!

এক.
 
টরোন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমান বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষ করে বের হয়ে এল নাফিস। পুরো নাম তার চৌধুরী নাফিস শরাফত। বাংলাদেশের জাঁদরেল ব্যাংকার। হাতে একটা ছোট্ট ট্রাভেল ব্যাগ।
 
'কানাডার সবচেয়ে বড় এবং ব্যস্ততম বিমান বন্দর এটা অথচ কত সুন্দর ব্যবস্থাপনা' - মনে মনে ভাবে নাফিস। সে যতটুকু জানে কানাডার চতুর্দশ প্রধানমন্ত্রী লিস্টার বি. পিয়ারসনের নামে নামকরণ করা হয়েছে এই বিমন বন্দটির। এখানকার সবকিছু দেখে নাফিস মুগ্ধ। এর সাথে নিজের দেশের বিমান বন্দরের তুলনা করলে তার মনটা খারাপ হয়ে যায়।
 
'আমরা হয়তো টাকার জন্য অনেক কিছুই করতে পারি না। কিন্তু অব্যবস্থাপনাগুলো মেনে নেয়া যায় না'- মনে মনে ভাবে নাফিস। সে বেশ কিছু দেশে গেছে। নিজের দেশের সাথে তুলনাটা এসেই যায় মনে। তখন মনটা খারাপ হয়ে যায়।
 
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের আষাঢ়-শ্রাবন মাসের মত মনে হচ্ছে। এরই মধ্যে হাঁটতে হাঁটতে ট্যক্সিস্ট্যান্ডে চলে এলো নাফিস। এখানে লিমুজিনসহ ভাল ট্যাক্সি সার্ভিস আছে। কিন্তু তার হোটেলটা অনেক কাছে হওয়াতে একটা ছোট কাল ক্যাবই নিয়ে নিল নাফিস। নাফিস আগেই একটা হোটেলে বুকিং দিয়ে রেখেছিল। টরোন্টোর মিসিসগা এলাকার কারোগা ড্রাইভে হোটেলটির অবস্থান। নাম হিলটন গার্ডেন ইন।
 
ক্যাব ড্রাইভার বেশ চটপটে লোক আর চমৎকার ঝকঝকে ইংরেজীতে কথা বলল তার সাথে। দেখে মনে হচ্ছে 'অবশ্যই দক্ষিণ এশিয়ান হব'। 'কে জানে বাঙালীও হতে পারে - ভাবে নাফিস।'
 
ক্যাবে উঠে বসল নাফিস। হোটেলটা এখান থেকে দুই তিন কিলোমিটার হবে বলেছে তার বন্ধু টুলু । নাফিসের অনেক কাছের বন্ধু বাংলাদেশী শিল্পী আশিকুজ্জামান টুলু টরন্টোতে অতি পরিচিত নাম। তার মাধ্যমেই এই হোটেলটা বুকিং দিয়েছে নাফিস।
 
এয়ারপোর্ট রোড ধরে এগোতে... continue reading
Likes Comments
০ Shares

হামি্দ

৯ বছর আগে লিখেছেন

কাব্যকণা&nbsp;<br /><br /> এক. তুই কি আমার সঙ্গী হবি<br />আমার দুঃখ-সুখে?<br />তোকে নিয়ে নীড় সাজাবো<br />জড়ায়ে রাখব বুকে। দুই. একটা ছোট্ট ঘর বানাব<br />থাকবো নিয়ে তোকে,<br />ভালবাসার ছোট্ট নীড়ে<br />জড়ায়ে রাখবি বুকে! তিন. ভালবাসি তোকে বেশি<br />তুই কি আমার হবি না!<br />লক্ষ্মী হয়ে ঘাপটি মেরে<br />আমার বুকে র&rsquo;বি না!

Likes Comments

হামি্দ

৯ বছর আগে লিখেছেন

আমার যদি একটা বাগান থাকতো

আমার নিজের কোনো বাগান নেই
তাই কোনো ফুলেরও মালিক নই আমি।
আমার যদি একটা ফুলের বাগান থাকতো
এক বাগান ফুল আজ আমি তোমাকে দিতাম।
কিংবা দুর্দান্ত কেনো জোছনা রাতে 
এক বাগান জোছনায় ভিজতে ভিজতে
একান্তে দু'জনে হারিয়ে যেতাম 
কোনো এক অজানা ভাল লাগায়। 
কিংবা কোনো এক আষাঢ়ের তুমুল বর্ষণে
ছাউনিতে বসে একান্তে
মুখোমুখি তুমি আর আমি 
কাটিয়ে দিতাম একটি মুখর বিকেল। 
continue reading
Likes Comments
০ Shares

হামি্দ

৯ বছর আগে লিখেছেন

আমার যদি একটা ফুলের বাগান থাকতো

আমার নিজের কোনো বাগান নেই
তাই কোনো ফুলেরও মালিক নই আমি।
আমার যদি একটা ফুলের বাগান থাকতো
এক বাগান ফুল আজ আমি তোমাকে দিতাম।
কিংবা দুর্দান্ত কেনো জোছনা রাতে 
এক বাগান জোছনায় ভিজতে ভিজতে
একান্তে দু'জনে হারিয়ে যেতাম 
কোনো এক অজানা ভাল লাগায়। 
কিংবা কোনো এক আষাঢ়ের তুমুল বর্ষণে
ছাউনিতে বসে একান্তে
মুখোমুখি তুমি আর আমি 
কাটিয়ে দিতাম একটি মুখর বিকেল। 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - মাহাফুজুর রহমান কনক

    ভাই, দামড়ি আর ধুমসি শব্দদুটির সঠিক অর্থ আমি জানিনা তবে শব্দদুটি কানে প্রছন্ড আঘাত করেছে।

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      কনক ভাই @ এটা সম্পূর্ণ একটি রম্য গল্প । কাউকে উদ্দেশ্যমূলক ভাবে খোঁচা দেওয়ার জন্য না ভাই । এটা সম্পূর্ণ ফান হিসাবে নেন কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য না। তারপরও যদি আপনার কমপ্লেইন থাকে আমি আপনার সন্মানে শব্ধ দুটি ডিলেট করে দিবো।

      ভালো থাকুন। ধন্যবাদ ভাই।

       

    • Load more relies...
    - আলমগীর সরকার লিটন

    রথি দা

    খুবি মজা পেলাম

    - মাইদুল আলম সিদ্দিকী

    ভাই মাইরের ডিসুয়া ডিসুয়া শব্দটা বাদ পড়েছে, খুব মজা পাইছি।

Load more writings...