Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

বিড়ালের মায়ের কান্না

শহীদুল ইসলাম প্রামানিক
বিড়াল তো আর মানুষ নয় রে
জন্তু জানোয়ার
তার পরেতেও মায়ের স্নেহ
কম আছে কি তার?
সকাল বেলা বাচ্চাগুলো
নিয়ে গিয়েছে চোরে
সেই জন্যে সে খুঁজছে সদাই
সারা দিনমান ধরে ।
মিঁঞ মিঁঞ চিৎকার করে
করছে আহাজারি
তার কান্নাতে আকাশ বাতাস
হচ্ছে যেন ভারি।
ধমক ধামক দিচ্ছে সবাই
কিংবা দিচ্ছে পেটন
তারপরেতেও বাচ্চার শোকে
কাঁদছে সারাক্ষণ।
রাত্রী বেলা তার কান্নাতে
ঘুম হলো না মোর
বিড়াল মায়ের কান্না শুনে
রাত্রী হলো ভোর।
সকাল বেলা তাকিয়ে দেখি
শিশু হারানো শোকে
তাকিয়ে আছে আমার পানে
কি যে কাতর চোখে!
লাগল মায়া দিলাম খেতে
হালকা হলো বুক
খাবার দেখেও খেল না সে
ফিরিয়ে নিল মুখ।
বুঝতে পেলাম বিড়াল হলেও
বুকটা... continue reading

৪০৮

আলভী

১০ বছর আগে লিখেছেন

ডিম সমাচার !!!

ডিম আগে না মুরগি আগে
মনে প্রশ্ন জাগে,
এমন বিতর্কে জড়িয়ে যেতে
ভালই মজা লাগে।
ডিম স্বাদের ডিম পুষ্টির
ডিম বহু গুনে,
ডিমের ভিতি আছে আবার
বহু লোকের মনে!
পচা ডিমের কদর আছে
সেটা বলা ভালো,
ন্যাড়া মাথায় ভাঙ্গলে পারে
জ্বলে চাঁদের আলো!
নেতা বাঁকা বক্তৃতা দেয়
যদি কোন মঞ্চে,
ডিম হাতে দাঁড়িয়ে আবার
শ্রোতা থাকে চাঞ্চে!
ডিম খেয়ে পরীক্ষা দিলে
শুন্য পাবার ভয়,
এই কথাটির সঙ্গে আবার
কারো দ্বিমত নাই!
ঘোড়ার ডিমের গল্প শুনি
শুধু লোকের মুখে,
হয়নি দেখা এখনো ভাগ্যে
এই চর্ম চোখে!
continue reading

৩২ ৬১০

আহমেদ ইশতিয়াক

১০ বছর আগে লিখেছেন

চুমু কাব্য!

একটা চুমু গ্রীষ্ম কালে
একটা চুমু শীতে
একটা চুমু ইচ্ছে করে
বর্ষা কালে দিতে!

একটা চুমু বসন্ততে
একটা শরৎ কালে
একটা চুমু হেমন্ততে
একটু বেখেয়ালে!
continue reading

৩৯ ৮৪৮

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

খুঁত খুঁতে মাস্টার

শহীদুল ইসলাম প্রামানিক
খুঁত খুঁতে স্বভাবের
এলো এক মাস্টার
ভুল ত্র“টি পেলে পরে
ছুঁড়ে মারে ডাস্টার।    
কান ধরে টান মারে
ঘুষি মারে মাথাতে
হিজি বিজি কত কি যে
লিখে দেয় খাতাতে।
পড়া দেয় পড়া ধরে
কথা বলে ধমকে
শিশু বাচ্চা কেঁদে উঠে
বুড়ো উঠে চমকে।
উঠে বসে আঁক কষে
ভাগ করে মাটিতে
পড়া শেষে ধমক দিয়ে
বসে রাখে পাটিতে।
এমন স্বভাব তাহার
ঢোকে যদি ক্লাসে
ভয়ে ছাত্র কেঁদে মরে
পানি খায় গ্লাসে।
কোথা থেকে এলো ভাই
এমন এক মাস্টার
ভুল হলেই দুরে থেকে
ছুঁড়ে মারে ডাস্টার।    
 
continue reading

১৫ ৩৫৯

মোহাম্মদ শেমভীল হোসেন

১০ বছর আগে লিখেছেন

ওরা ভন্ড !!!

উচ্চ পদের কর্তা তিনি
বিশাল ক্ষমতা,
মুখে মুখেই দেশের প্রতি
দেখান মমতা।
***
এমনিতে বেশ সহজ-সরল
ফাইল দেখলেই অন্য,
ঘুষ ছাড়া তো হয়না কিছু
বিবেকটা তার পণ্য।
***
আট-দশটা গুন্ডা মাস্তান
রাখেন পকেটে,
স্ত্রীকে করেন খুশি
চাঁদার লকেটে।
***
বিজয়ের দিন স্মৃতিসৌধে
ফুল নিয়ে দেন পোজ,
বাকী সময় দেশের কাজে
পায়না কেউ খোঁজ।
***
দেশপ্রেম দেখান তিনি
টুইটার-ফেসবুকে,
সময় বুঝে পল্টি নেন
রাজাকারে ঢুকে।
***
সন্তানেরা হচ্ছে বড়
পশ্চিমা কালচারে,
প্রায়ই তাদের নিয়ে যান
পার্টিতে আর বারে।
***
টক শোতে দাপিয়ে বেড়ান
দেশের কথা বলে, continue reading

৪৪০

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

কষ্ট আর দুর্গতি জনতার স্কন্ধে

 
খেলারাম খেলে যায়
হাদারাম মরে,
ফসলটা কুশীলব
নেতাদের ঘরে।
শর্তের বেড়াজালে
তত্ত্বরা আটকে,
সরগরম রাখে তো
রাজনীতির মাঠকে।
সাধারণের দিনতো
 কাটে শংকায়,
রাবনের রূপ দেখি
যায় যে রে লংকায়।
ক্ষমতার রাজনীতি
ঘুরে এক বৃত্তে,
কষ্টে কি দেয় সাড়া
নেতাদের চিত্তে ?
বোমাবাজি সন্ত্রাস
রাজনীতির দ্বন্ধে,
কষ্ট আর দুর্গতি
জনতার স্কন্ধে।
continue reading

৩৪৯

মোহাম্মদ শেমভীল হোসেন

১০ বছর আগে লিখেছেন

ধন্য আমি ধন্য !!!

ধন্য আমি ধন্য
যখন তরুন প্রানের রক্ত ঝরে
মাতৃভাষার জন্য,
যখন ভিনদেশেতে রপ্তানী হয়
এদেশেরই পন্য।
***
ধন্য আমি ধন্য
এদেশ ছেড়ে পালায় যখন
পাক হানাদার বন্য,
দেশের শত্রু মিলবে না আর
খুজে তন্ন তন্ন।
***
ধন্য আমি ধন্য
যখন টাইগাররা সকল দলের
সমীহের চোখে গন্য,
মেধাবীরা দেশেই ফেরে
যায়না কোথাও অন্য।
***
ধন্য হব ধন্য
রাজনীতিতে আসবে যেদিন
মানুষ পরিচ্ছন্ন,
দুর্নীতিতে কাড়বে না আর
গরিবেরই অন্ন। 
continue reading

৪২৬

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

মুড়া পাড়ার পিকনিক

শহীদুল ইসলাম প্রামানিক
পিকনিকেতে গিয়েছিলাম
মুড়া পাড়ার গাঁয়ে
রাজবাড়ি আর আমের তলে
হাঁটছি পায়ে পায়ে।
বসে ছিলাম পুকুর পাড়ে
শান বাঁধানো ঘাটে
সেইখানেতে গল্প করেই
অনেক সময় কাটে।
গান কবিতা আনন্দতে
কাটল সারা বেলা
মাঠের মাঝে ফুটবল নিয়ে
করল কেহ খেলা।
দুপুর বেলা খাবার খেলাম
সবার সাথে বসে
বিশাল মাছের পেটি ছিল
খেলাম মনের জোসে।
আস্ত মুরগীর রোস্ট ছিল ভাই
সাথে অনেক কিছু
আরও খাবার দেবার জন্য
দাঁড়িয়ে ছিল পিছু।
কি যে মজা পেলাম রে ভাই
এই পিকনিকে গিয়ে
আফসোস করে মরলাম শুধু
গিন্নি যাইনি নিয়ে।
যাদের সাথে গিন্নি ছিল
কি যে খুশি তারা
বাচ্চাগুলাও খুশির চোটে
ছিল আত্মহারা।
continue reading

১২৮ ৬১১

আলভী

১০ বছর আগে লিখেছেন

আমার গিন্নী !!!

গিন্নী আমার ব্যস্ত থাকে
সকাল দুপুর সাঁঝে,
সংসার নামের টানছে ঘানি
ক্লান্তি নেই কাজে।
ভোর বেলায় নামাজ পড়ে
আমি ঘুমিয়ে পড়ি,
গিন্নীর দিন শুর হয়
চলে তড়ি ঘড়ি।
বাচ্চা দুটো জাগিয়ে তুলে
পড়তে বস বাবা,
নাস্তা আমি করছি রেডী
একটু পরে খাবা!
ক্লান্তি তাঁকে স্পর্শ করেনা
মিষ্টি মুখের হাসি,
গরম নাস্তা খাবো আমরা
গিন্নী খাবে বাসি!
কাপড়-চোপড় ধুতে তাঁর
একটু হয়না দেরী,
বুয়া তখন এসে বলে
আমি একটু করি?
সকালের পর্ব শেষ করে
বাচ্চাদের স্কুলে দিয়ে,
নিজের স্কুলে যাবে তখন
ভ্যানিটি ব্যাগ নিয়ে।
আমার ব্যবসার খোঁজ নিতে
তাও এগিয়ে আসে,
সংসার জীবনে ধন্য আমি
তাঁকে ভালোবেসে।
বাচ্চা দুটো পড়াতে গিয়ে
একটু যাবে রেগে,
ব্লগিং রেখে আমি তখন
কোথাও যায় ভেগে। continue reading

৪৭ ৮৪৯

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

গাধার পিঠে রাধা

শহীদুল ইসলাম প্রামানিক

রাধা বল্লভ গাধার পিঠে
যাচ্ছে শ্বশুর বাড়ি
ঘাড়ে পিঠে মাথার পরে
তিন তিনটে হাঁড়ি।

শ্বশুর নাকি বলে দিয়েছে
আনতে ঝোলাগুড়
এক হাঁড়িতে তাই নিয়েছে
অনেক চানাচুর।

বড় শালিটা দাবি করেছে
খাবে ছানার মিঠাই
আরেক হাঁড়ি ভারে নিয়েছে
তালের পিঠা তাই।

ছোট শালাটার বড় আবদার
চেয়েছে আলুর দম
অর্ধেক হাঁড়ি ভরে নিয়েছে
ক্ষেত খামারের গম।

এসব নিয়ে সকাল বেলা
উঠল শ্বশুর বাড়ি
শালা-শালিরা দৌড়ে এসে
করছে কাড়াকাড়ি।

কিন্তু যখন দেখতে পেল
উল্টাপাল্টা সব
তাদের মাঝে উঠল তখন continue reading

৩৯৩