Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলভী

৯ বছর আগে লিখেছেন

আজ ২৩ সেপ্টেম্বর দিন-রাত সমান!!!

আজ ২৩ সেপ্টেম্বর আমাদের গোলার্ধে 'জল বিষুব’ দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
বিষুব হলো বছরের এমন একটি সময়, যখন দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। বছরের দু’টি দিনে এরকম হয়ে থাকে। দিনগুলোতে সূর্য বিষুবরেখা বরাবর অবস্থান করে। এ গুলো হলো- জলবিষুব বা শারদীয় বিষুব। যা হয়ে থাকে ২৩ সেপ্টেম্বর। অপরটি হলো মহাবিষুব বা বসন্ত বিষুব। ২১ মার্চ এ বসন্ত বিষুব হয়।

আমাদের গোলার্ধে আজ 'জল বিষুব।' সূর্য উত্তর আর দক্ষিন অয়নান্তের মাঝামাঝি- ঠিক বিষুব রেখা বরাবর । ফলে আজ পৃথবীর সর্বত্র দিন-রাত্রি সমান ।

কাল থেকেই সূর্য দক্ষিন থেকে দক্ষিনতর হতে থাকবে, আমরাও উত্তরা বাতাসে শীত থেকে শীতার্ত হব । আর ধীরে ধীরে বাড়-বাড়ন্ত হতে থাকবে আমাদের রাত গুলি ।অভিমানে ঝিমিয়ে থাকা শীতের কাপড়গুলি আর কিছুদিনের মধ্যেই আমাদের উঞ্চ স্পর্শ পেতে যাচ্ছে ।

২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে বাংলাদেশে রাতের শেষের দিকে বিষুবরেখার ওপর অবস্থান নেয়। তাই পরদিন অর্থাৎ ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। এর নাম বাসন্তিক বিষুবন। অনেকে আবার একে 'মহাবিষুবও' বলে থাকেন। এরপর পৃথিবী তার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করতে থাকার কারণে সূর্য ধীরে ধীরে উত্তর গোলার্ধে সরে যায় এবং কর্কটক্রান্তি রেখা পর্যন্ত পৌঁছে আবার দক্ষিণে যাত্রা শুরু করে।

যখন দক্ষিণ গোলার্ধে প্রচণ্ড গরম তখন উত্তর গোলার্ধে প্রচণ্ড শীত। তারপর সূর্য উত্তরে সরে গিয়ে উত্তর গোলার্ধের শেষবিন্দুতে 'উত্তর অয়নান্তে' পৌঁছায়। সবশেষে আবার দক্ষিণ গোলার্ধে যাওয়ার পথে 'হৈমন্তিক বিষুবনে' পৃথিবীর বিষুবরেখার ওপর আবার অবস্থান নেয়।

বছরে সূর্যের গতিপথে চারটি বিশেষ মুহূর্ত অতিক্রম করতে দেখা... continue reading
Likes ১০ Comments
০ Shares

আলভী

৯ বছর আগে লিখেছেন

মাকে ভালোবাসি

 
 

মাগো তোমায় ভালোবাসি
আজকে শুধু নয়
তোমায় আমি বাসবো ভালো
সারা জীবনময়!

তোমার কথা মনে পড়ে
থাকো যখন দুরে
কেমন করে থাকবো আমি
যখন যাবে গোরে!

আমায় ছেড়ে যাবেনা তুমি
এই কথাটি দাও
তোমার সুখে মরতে পারি
যদি তুমি চাও!

সুখে দুখে থাকবো পাশে
ছায়ার মত করে
আঘাত দিলেও হাসবো আমি
রাখবো তোমায় ধরে!

মায়ের শীতল পরশ পেতে
ব্যাকুল থাকে মন
তাইতো আমি তোমার পাশে
থাকি সারাক্ষন।

কষ্ট যদি পেয়ে থাকো
অন্য কোন ভাবে
শাস্তি দিয়েও হলে তুমি
ক্ষমা করে দিবে!
continue reading
Likes ১৮ Comments
০ Shares

Comments (18)

  • - মো: মালেক জোমাদ্দার

    আপনার লেখা আমার কাছে বেশ ভাল লেগেছে। শুভ কামনা।

আলভী

১০ বছর আগে লিখেছেন

ডিম সমাচার !!!

ডিম আগে না মুরগি আগে
মনে প্রশ্ন জাগে,
এমন বিতর্কে জড়িয়ে যেতে
ভালই মজা লাগে।
ডিম স্বাদের ডিম পুষ্টির
ডিম বহু গুনে,
ডিমের ভিতি আছে আবার
বহু লোকের মনে!
পচা ডিমের কদর আছে
সেটা বলা ভালো,
ন্যাড়া মাথায় ভাঙ্গলে পারে
জ্বলে চাঁদের আলো!
নেতা বাঁকা বক্তৃতা দেয়
যদি কোন মঞ্চে,
ডিম হাতে দাঁড়িয়ে আবার
শ্রোতা থাকে চাঞ্চে!
ডিম খেয়ে পরীক্ষা দিলে
শুন্য পাবার ভয়,
এই কথাটির সঙ্গে আবার
কারো দ্বিমত নাই!
ঘোড়ার ডিমের গল্প শুনি
শুধু লোকের মুখে,
হয়নি দেখা এখনো ভাগ্যে
এই চর্ম চোখে!
continue reading
Likes ৩২ Comments
০ Shares

Comments (32)

  • - ইকবাল মাহমুদ ইকু

    লাগলো আপনার এই লিখাটি । ভালো থাকবেন । 

    • - নিভৃত নিষোম

      ধন্যবাদ আপনাকে, আপনিও ভাল থাকবেন। 

আলভী

১০ বছর আগে লিখেছেন

আমার গিন্নী !!!

গিন্নী আমার ব্যস্ত থাকে
সকাল দুপুর সাঁঝে,
সংসার নামের টানছে ঘানি
ক্লান্তি নেই কাজে।
ভোর বেলায় নামাজ পড়ে
আমি ঘুমিয়ে পড়ি,
গিন্নীর দিন শুর হয়
চলে তড়ি ঘড়ি।
বাচ্চা দুটো জাগিয়ে তুলে
পড়তে বস বাবা,
নাস্তা আমি করছি রেডী
একটু পরে খাবা!
ক্লান্তি তাঁকে স্পর্শ করেনা
মিষ্টি মুখের হাসি,
গরম নাস্তা খাবো আমরা
গিন্নী খাবে বাসি!
কাপড়-চোপড় ধুতে তাঁর
একটু হয়না দেরী,
বুয়া তখন এসে বলে
আমি একটু করি?
সকালের পর্ব শেষ করে
বাচ্চাদের স্কুলে দিয়ে,
নিজের স্কুলে যাবে তখন
ভ্যানিটি ব্যাগ নিয়ে।
আমার ব্যবসার খোঁজ নিতে
তাও এগিয়ে আসে,
সংসার জীবনে ধন্য আমি
তাঁকে ভালোবেসে।
বাচ্চা দুটো পড়াতে গিয়ে
একটু যাবে রেগে,
ব্লগিং রেখে আমি তখন
কোথাও যায় ভেগে।
ডিনার আমরা করি যখন
এক টেবিলে বসে,
স্বর্গ তখন ধরা দেয়
এই সংসারে এসে!
continue reading
Likes ৪৭ Comments
০ Shares

Comments (47)

  • - মোহাম্মদ জমির হায়দার বাবলা

    পরিসরে ছোট । বেশ সুন্দর কথাগুলো।

    শুভকামনা।

    - সকাল রয়

    সুন্দর একটা কবিতা 

    কিন্তু  অনেক আশ্চর্য  লেখায় ভোট-৮টি কিন্তু কমেন্ট  একটি। যারা ভোট করেছে তারা কি লেখা পড়ে নাই। 

    - আহমেদ ইশতিয়াক

    আহ্‌ ... বইমেলা! ফেব্রুয়ারি মাসটা কত সুন্দর! আপনার কবিতাটিও সুন্দর।

    Load more comments...

আলভী

১০ বছর আগে লিখেছেন

একটি কম্বলের জন্য !!!

শীতের কষ্টে গেছি ভুলে
ক্ষুধার জ্বালা আজ,
বিনীদ্র রজনী কাটানো যেন
খুবই কষ্টের কাজ!
একটি কম্বল দাওগো তোমরা
এই অভাগার জন্য,
হৃদয় দিয়ে শোধিব ঋণ
সাথে হবো ধন্য।
শীতের কষ্ট বোঝেনা সেজন
কম্বল আছে যার,
অধিক যদি থাকে তোমার
একটি দিও ধার!
শোধিতে হয়ত পারবোনা কোনদিন
থাকবো চির ঋণী,
মনের আবেগে বাসবো ভালো
ভুলবোনা কোন দিনই!
থাকো তোমরা তাপানুকুলে
স্পর্শ করেনা শীত,
তাতে আমি করিনা হিংসা
হোক তোমাদের জিত!
দৃষ্টি দাওগো আমার দিকে
সৃষ্টির শেরা তুমি
চাইনা হতে অত বড়
এই অভাগা আমি!
continue reading
Likes ২৮ Comments
০ Shares

Comments (28)

  • - নীল সাধু

    হীরা মানিক সোনা দানা
    তাদের তুমি করলে মানা
    মাটিকে কেন করলে ছানা
    কোহিনূর তা জানতে চায়।
    বুঝি না তার লীলা খেলা
    কাকে দিয়া কি খেলায়।

    অসাধারণ লিখেছেন। ভালো লাগা রইল। কিসের লীলায় আমরা চলছি খেলছি কে তার খবর রাখে?
    শুভকামনা জানবেন।

    - মেজদা

    সত্যি কেউ খবর রাখে না। ধন্যবাদ নীলদা। 

    - রুদ্র আমিন

    গাড়ি বাড়ি নামি দামি
    আছে যত বিলাসিতা,
    সুখ নেই তাতে

    আছে শত দুঃচিন্তা।

    মাটিরও ঘরে গড়ে যারা বসত
    মাটিতেই তারা হয় বিলীন
    মাটিরই মতন,
    নেই চিন্তা নেই ভাবনা তাদের
    আছে যত আজকের উচ্চ বিলাসী তাদের মতন।

    মাটিকে অবহেলায় রাখবে যত
    হিসেবটাও তত ইট পাথড়ের মতো,
    ইস্পাতের চেয়েও হবে কঠিন
    মাটি দিয়ে গড়া দেহটাকে ভুলে
    ঐশ্বর্য্য আর অহংকারী রাখবে নিজেকে যত।

    • - মেজদা

      ধন্যবাদ ও শুভেচ্ছা। 

    Load more comments...
Load more writings...