Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলভী

১০ বছর আগে লিখেছেন

একটি কম্বলের জন্য !!!


শীতের কষ্টে গেছি ভুলে
ক্ষুধার জ্বালা আজ,
বিনীদ্র রজনী কাটানো যেন
খুবই কষ্টের কাজ!

একটি কম্বল দাওগো তোমরা
এই অভাগার জন্য,
হৃদয় দিয়ে শোধিব ঋণ
সাথে হবো ধন্য।

শীতের কষ্ট বোঝেনা সেজন
কম্বল আছে যার,
অধিক যদি থাকে তোমার
একটি দিও ধার!

শোধিতে হয়ত পারবোনা কোনদিন
থাকবো চির ঋণী,
মনের আবেগে বাসবো ভালো
ভুলবোনা কোন দিনই!

থাকো তোমরা তাপানুকুলে
স্পর্শ করেনা শীত,
তাতে আমি করিনা হিংসা
হোক তোমাদের জিত!

দৃষ্টি দাওগো আমার দিকে
সৃষ্টির শেরা তুমি
চাইনা হতে অত বড়
এই অভাগা আমি!

Likes ২৮ Comments
০ Share

Comments (28)

  • - নীল সাধু

    হীরা মানিক সোনা দানা
    তাদের তুমি করলে মানা
    মাটিকে কেন করলে ছানা
    কোহিনূর তা জানতে চায়।
    বুঝি না তার লীলা খেলা
    কাকে দিয়া কি খেলায়।

    অসাধারণ লিখেছেন। ভালো লাগা রইল। কিসের লীলায় আমরা চলছি খেলছি কে তার খবর রাখে?
    শুভকামনা জানবেন।

    - মেজদা

    সত্যি কেউ খবর রাখে না। ধন্যবাদ নীলদা। 

    - রুদ্র আমিন

    গাড়ি বাড়ি নামি দামি
    আছে যত বিলাসিতা,
    সুখ নেই তাতে

    আছে শত দুঃচিন্তা।

    মাটিরও ঘরে গড়ে যারা বসত
    মাটিতেই তারা হয় বিলীন
    মাটিরই মতন,
    নেই চিন্তা নেই ভাবনা তাদের
    আছে যত আজকের উচ্চ বিলাসী তাদের মতন।

    মাটিকে অবহেলায় রাখবে যত
    হিসেবটাও তত ইট পাথড়ের মতো,
    ইস্পাতের চেয়েও হবে কঠিন
    মাটি দিয়ে গড়া দেহটাকে ভুলে
    ঐশ্বর্য্য আর অহংকারী রাখবে নিজেকে যত।

    • - মেজদা

      ধন্যবাদ ও শুভেচ্ছা। 

    Load more comments...