Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

রাজনীতি মানে,

কাড়ি কাড়ি টাকা যদি
কামাতে চাও,
রাজনীতির ব্যবসাতে
হস্তটি দাও।
এবার দেখাও কিছু
ক্ষমতার ঝাঁজ,
রাতারাতি আঙ্গুলটা
হবে কলাগাছ।
সেবা নামের এইটা
রাজনীতি মানে,
সেবা নয়, ক্ষমতাই
আজ নেতা টানে।
গাড়ি ভাঙ্গি অপরের
দাবীটা ‌‌'আমার',
তবু পিছু ছুটি ঐ
এমন মামার।
continue reading

৩৯৭

জাকিয়া জেসমিন যূথী

১০ বছর আগে লিখেছেন

‘ছোট্ট মেয়ে তাজিন’

 
দুষ্টুর শিরোমনি
ছোট্টমেয়ে তাজিন,
বাবা-মা’র একমাত্র মেয়ে
হয় সে আমার কাজিন।
 
সকাল ন’টায় ঘুম ভাঙ্গে তার
ঘুমোয় রাত বারোটায়,
দাদা-দাদী, চাচা-ফুপুকে
জড়িয়েছে সে গভীর মায়ায়।
 
পড়াশুনা তার সবই জানা
যদিও বয়স বছর তিন,
বাবাকে সে বলে কি না
‘স্কুলে ভর্তি করে দিন’!
 
ঐটুকু মেয়ে আব্বুকে
সম্বোধনে বলে- ‘বাবা’,
হিন্দি ছবির ডায়ালগগুলো
সবই তার জানা।
 
লাল রঙের ওড়না নিয়ে
শাড়ির মতো জড়ায়,
‘লাল বউ’ বললে সবে
মুখ ঢাকে লজ্জায়।
 
বাবাকে সে বন্ধু ভাবে
মা’কে পায় ভীষণ ভয়,
পাকা পাকা কথাগুলো
বড় মানুষের মতন কয়।
 
 

০৬-০৮-৯৭... continue reading

২১ ৫৮০

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

পেরেছি

 
মহান আল্লাহপাকের কোটি কোটি শুকরিয়া যে, আমি বাংলা বর্ণমালা একবার ব্যবহার করে খুব সহজ ও সরল বাক্যে একটি ছড়া লিখতে সক্ষম হয়েছি।
 
 
ঘূর্ণিঝড়ে ঊষা বক্ষে
ঈগল অনুঃ ছায়া ঐ
প্রৌঢ় ঋভু মঞ্চে উঠে
ঔদার্য খোঁজে ওই।  
 
ডিঙা ঢং তফাৎআশা
এ ধারটা থেকে হাসা।
continue reading

১৯ ৪৩২

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

একটি মাত্র লোকের জন্য

শহীদুল ইসলাম প্রামানিক
একটি মাত্র লোকের জন্য
কষ্ট পচ্ছি মোরা
আন্দোলনে মরছে মানুষ
অশান্তি দেশ জোড়া।
একটি মাত্র লোকের জন্য
দেশটা রে অচল
রাস্তা-ঘাটে চলতে গেলে
দেহে পাইনা বল।
একটি মাত্র লোকের জন্য
চলছি ভিতু বক্ষে
মাথার উপর পরলে বোমা
থাকবে না আর রক্ষে।
একটি মাত্র লোকের জন্য
মরছি মোরা পুরে
হাসপাতালের বেডে বসে
কাঁদছি করুণ সুরে।
একটি মাত্র লোকের জন্য
টানাহেঁচড়ায় পড়ছি
পুরা দেশটায় দ্বন্দ লেগে
বিনা কারণে মরছি।
একটি মাত্র লোকের জন্য
পাচ্ছি না আর দিশে
আন্দোলনের ঠেলায় পরে
ধুলায় যাচ্ছি মিশে।
continue reading

১৮ ৩৫১

sheikh akm jakaria

১০ বছর আগে লিখেছেন

পানতা বুড়ির গল্প

 
পানতা বুড়ির, সখ যে হল
সাজবে রঙিন পরি;
প্রোফাইল ছবি
করলো বদল, হাসতে হাসতে মরি !!
কমলো বয়স, বছর কুড়ি
মন্দ যে নয়, দেখতে সতী;
তবুও তার
চশমা ছাড়া,
হল না ভাই, কোন গতি !!
পানতা বুড়ি, কয়নি কথা
লেখি যেদিন পদ্যখানা;
ভাবখানা হায়
এমন যেন,
সকল কিছুই তাহার জানা !!
শাড়ীর আঁচল, ভাসায় নিলে
তাকিয়ে রয় গগন পানে;
এই বয়সে
এখনও একা,
বুঝি না ভাই তাহার মানে !!
continue reading

৬৯৭

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

নক্ষত্র ব্লগ আড্ডার ধন্যবাদ


শহীদুল ইসলাম প্রামানিক
নক্ষত্র ব্লগ অফিস ঘরে
ছিল মোদের আড্ডা
অফিসটা ভাই পাস্থ পথে
নহে মেরুল বাড্ডা।
গিয়ে দেখি মনের সুখে
দিচ্ছে কেহ ভাষণ
আমায় পেয়ে অনেক ব্লগার
করলো আলিঙ্গণ।
আলাপ-সালাপ হাসি ঠাট্টা
চলছে নিরন্তর
সবাই যেন খুবই আপন
কেউ নহে রে পর।
হি হি হা হা চলছে হাসি
হাসছি মনের সুখে
সবার মাঝেই খুশির জোয়ার
ব্যাথা ছিল না বুকে।

লেখালেখির অনেক কথা
ছড়া কবিতা পদ্য
কার লেখাটা কেমন ভালো
গল্প কিংবা গদ্য?
কার বইটা আসবে কবে
কোন প্রকাশক ছাপবে
কার বইটা কেমন হবে
পাঠকরা কি ভাববে?
এমন অনেক আলাপ করে
বুক করছে রে খালি
মুখোরোচক বক্তব্যতে
দিচ্ছে সবাই তালি।
আড্ডা শেষে সঞ্চালকগণ
দিলেন এনে খাবার
পোলাও সাথে... continue reading

৩১ ৫০২

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

রাজনীতি-অন্ধকার এক গর্তে

 
হরতাল আর অবরোধে
অবরুদ্ধ দেশটা,
তালের গাছটা ভাবলে নিজের
হয় কি সফল চেষ্টা ?
জ্বালাও পোড়াও আতংকের দিন
পুড়ছে মানুষ বোমায়,
জীবন লীলা সাঙ্গ কারো
কেউবা আছে কোমায়।
একি স্বদেশ চেয়েছিলাম
আমরা একাত্তরে ?
কি রেখে যান রাজনীতিকরা
মোদের শেখার তরে ?
রাজনীতিটার মানে শিখছি
খুনোখুনির অর্থে,
নীতিকথার রাজনীতি আজ
অন্ধকার এক গর্তে।
continue reading

৩৮৭

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

হ্যাবলার বিল্ডিং গণনা (হাসির ছড়া)


শহীদুল ইসলাম প্রামানিক
হ্যাবলা মিয়া ঢাকা গিয়েছে
মতিঝিলের মোরে
উঁচু একটা দালান দেখে
গোনছে জোরে জোরে।
গোনার পরে তাকিয়ে দেখে
মাস্তান একটা খাড়া
‘দে টাকা দে ফাটিয়ে ফেলবো’
করছে বড় তাড়া।
কাঁপতে কাঁপতে বলল হ্যাবলা,
‘কিসের টাকা দিব’?
‘আমার বিল্ডিং তুই গুনেছিস
তিনশ’ টাকা নিব’।
হ্যাবলা বলে, ‘সব তালা তো
গোনতে পারি নাই
অর্ধেক গুনে এতো টাকা
কেমনে দিব ভাই’?
মাস্তান বলে, ‘যা গুনেছিস
দিয়ে দে না এখন
নইলে কিন্তু ডবল নেব
কাঁদবি পরে তখন’।
অমনি হ্যাবলা দেড় শ’ টাকা
মাস্তান হাতে দিলে
টাকা পেয়ে দৌড়ে তারা
যায় সকলে মিলে।
খুশির চোটে হ্যাবলা বলে,
‘ঠকিয়ে দিলাম ভাই
পুরো গুনে অর্ধেক দিলাম
হেসেই মরছি তাই’।
continue reading

১৬৩৯

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

মানুষ,ধর্ম ও মানবতা

 
ধর্মে আমি বিশ্বাস করি
তাইতো মানবতা পূজি,
মানবতার মাঝে আমি
ধর্মটার ঐ স্বরূপ খুজিঁ।
কে মুসলমান কেবা হিন্দু
তাহার চেয়ে মানুষ বড়ো,
সবার দেহের রক্ততো লাল
তবু কেন পৃথক করো ?
মুসলমানের রক্তে বাচেঁ
হিন্দু নামের লোকটি পেলে,
তেমনি বাচেঁ মুসলমানও
দেখো দুটি চক্ষু মেলে।
বেৌদ্ধ খৃষ্টান সবার তরে
একই হিসাব একই মূলে,
তবু কেউবা ফায়দা লুটে
ধর্ম নামের দেয়াল তুলে।
ধর্র্ম দিয়ে না বিচারে
মানুষ নামে ভাবো যদি,
সকল ধর্মের তত্ত্ব সেথায়
দেথবে রে বয় নিরবধি।
continue reading

৪৭০

sheikh akm jakaria

১০ বছর আগে লিখেছেন

সমকালীন ছড়া

১)              
বোকা দেশের আমজনতা বোকা সবাই আমরা
আর কতকাল তুলবে ওরা
নরম পিঠের চামড়া।
(২)
ঠকছি আমি ঠকছ তুমি ঠকছে দেশের জনগণ
জলদি উঠ সবাই জেগে
দৃঢ়ও চিত্তে কর পণ।
(৩)
সত্যটা তো সবাই জানে দেশটা কোথায় চলছে
মিথ্যা নিয়ে চলছে লড়াই
কী সব, কারা বলছে?
(৪)
মুখোশধারীর মুখোশগুলো দাওনা সবাই খুলে
ঝাঁপিয়ে পড় বীর বাঙ্গালি
সব ভেদাভেদ ভুলে।
( ৫)
আমরা এখন যুদ্ধে যাব করব না রে ভয়
আর কতকাল দেখব চেয়ে
নীতির পরাজয়?
(৬)
রাজার নীতি কিসের ভীতি চল্ রে তোরা চল্
মুখটি চেপে আর কতকাল
রইবি তোরা বল ?
... continue reading

৬০৩