Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাজনীতি-অন্ধকার এক গর্তে


 
হরতাল আর অবরোধে
অবরুদ্ধ দেশটা,
তালের গাছটা ভাবলে নিজের
হয় কি সফল চেষ্টা ?
জ্বালাও পোড়াও আতংকের দিন
পুড়ছে মানুষ বোমায়,
জীবন লীলা সাঙ্গ কারো
কেউবা আছে কোমায়।
একি স্বদেশ চেয়েছিলাম
আমরা একাত্তরে ?
কি রেখে যান রাজনীতিকরা
মোদের শেখার তরে ?
রাজনীতিটার মানে শিখছি
খুনোখুনির অর্থে,
নীতিকথার রাজনীতি আজ
অন্ধকার এক গর্তে।

০ Likes ৪ Comments ০ Share ৩৮৭ Views

Comments (4)

  • - রোদের ছায়া

    ছবি আপু আপনার আর কি কি গুণ আছে , আমিতো অবাক হয়ে যাচ্ছি ! এতো চমৎকার ছবি এঁকেছেন । অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য । চর্চা চালিয়ে যান । 

    • - এই মেঘ এই রোদ্দুর

      আর গুন এসব গুন দিয়ে জীবন চলে না । জীবনেরমানে বুঝতেছি

      নিজেকে ভাল রাখার জন্য ্‌এসবে মন দেই ।

      ধন্যবাদ আপি প্রশংসা করার জন্য

    - ধ্রুব তারা

    আমি মুগ্ধ

    • - এই মেঘ এই রোদ্দুর

      ধন্যবাদ কালের পুতুল

    - রোদেলা

    একি,এটা তুমার আঁকা,২য় ছবিটা দেখেতো আমি হতবাক।

    আই ,আমি সব প্রিয়তে রাখলাম।

    তুমি আরো বেশি করে সময় দাও ছবি আঁকায়,ভালো এক্সিভিশন হবেতো।

    • - এই মেঘ এই রোদ্দুর

      হুম আপু অন্য ছবি দেখে আঁকছি পেইন্টে ...... ধন্যবাদ আপি

    Load more comments...