Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

sheikh akm jakaria

১০ বছর আগে লিখেছেন

এসো নিখিল

বৃষ্টির প্রতিটি ফোটা যেন নুপূরের রিদম
সুর তুলে সবুজের পাতায়,
রিমঝিম শব্দের
অবুঝ ধ্বনি, ঢেউ তুলে
আজ শেষের কবিতায়।
বিদগ্ধ পথে
আনমনা পথিক, গেয়ে যায়
বেসুরা কণ্ঠে
অবচেতন গান;
সে সুবাধে
অরুণিম সাঁঝ
সহস্র নক্ষত্রের ভিরে
ভাগ বসায়,মেঘোস্নানে রত
কলমিলতার ধ্যানে।
যদিও চারদিকে
সিঁদুরে মেঘ, তবুও
গায়ে মেঘডুম্বুর শাড়ি পড়ে
ইশারায় ডাকে এসো নিখিল
শঙ্খচীল হয়ে।
প্রফুল্ল কমল কেমন উছলে ওঠে
তনিমার তিরোভাবে
কেমন স্নিগ্ধ আবেশ ছড়ায়
সুনির্মল প্রকৃতি
দেখবে, হর্ষিত মন
বাদলের ঢেউ হয়ে
কেমন ভিজিয়ে দেয়
রোদ-পত্রের হলুদাভ কোষ এবং
নান্দনিক খেলায়
মেতে উঠে
শরৎ’র দখিণা সমীররণ
বালিকার চুল ও ওড়নায়।
ভাবি অশান্ত মন
কিভাবে যে শান্ত হয়?
কিভাবে যে
ছুঁয়ে দেয় বাদলের মর্মর ধ্বণি;
ভাবি কেমন করে
বৃষ্টির সাথে খেলা করে
অচেনা ঘাসফড়িং……
যেন অনন্তের মাঝে
মৃদু সুর তুলা মৃদঙ্গবাদক।
তাইতো, এ মিনতি করে
করজোড়ে অরুণিম সাঁঝ     
এসো নিখিল
পদচিহ্ন এঁকে নিবৃত কর
জলন্ত পাবক
শান্ত কর তুমি ক্ষুদ্র এ কুটির….
১৪. ০৯.২০১৩
continue reading
Likes Comments
০ Shares

sheikh akm jakaria

১০ বছর আগে লিখেছেন

ভালবাসায় বিষফোঁড়া

দেহের ভেতর বিষফোঁড়া হলে
এলোপ্যাথি-হোমিপ্যাথি,
তন্ত্র-মন্ত্র,তাবিজ-কবজে সারে
কিন্তু মনের ভেতর
বিষফোঁড়া হলে কি দিয়ে সারবে ?

অবুঝ পাখির,
চোখ-মুখে বালিরেখা-
আর বুকের ভেতর মরুতৃষ্ণা
তুমি তো কথক,
তুমি তো গুরুর গুরু
তুমিতো সবই বুঝ
এরপরও কেন প্রশ্নবাণে বিদ্ধ কর
এ যোগীর অন্তর?

সুঁই ফোটাও যজ্ঞস্থানে
আর বলে বেড়াও
পালকের খোপে খোপে ঠাঁই নিয়েছে
বিষফোঁড়ার বিষাদ…….
১৪.০২.১৩
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - ধ্রুব তারা

    • - হামি্দ

    - সনাতন পাঠক

    শুভেচ্ছা রইল, খুব সুন্দর লিখছেন।  

    • - হামি্দ

      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ................

    - লুৎফুর রহমান পাশা

    গণতন্ত্র মানে ক্ষমতা যে কত্তো মজা 
    খালি খাওন আর খাওন।
    গণতন্ত্রের আয়োজন খালি খাওন আর খাওন 
    খাওন আর খাওন, খাওন আর খাওন।

    • - হামি্দ

    Load more comments...

sheikh akm jakaria

১০ বছর আগে লিখেছেন

সমকালীন ছড়া

১)
কাইরা নিল ভোট অধিকার গনতন্ত্র নাই,
মানুষ  মরে ঘাটে ঘাটে ধোঁয়ায় উড়ে ছাই!
পাঁচ বাহিনীর কেউ কি  আছ
তুলবে ওরে মাথা ?
জনগন আজ বেশ নিরুপায় স্বৈরতন্ত্র ছাতা!
২)
হরতাল অবরোধ, আর কত চলবে
জ্ঞানী গুনি কই তোরা
কেহ কিছু বলবে ?
রাজপথ রক্তে
আর- কত ভাসবে!
পুড়ে দেহ মানুষের কত তোরা হাসবে ?
continue reading
Likes ১৮ Comments
০ Shares

Comments (18)

  • - তাহমিদুর রহমান

    ভাই আপনার কবিতা আমার ভাল লাগে। শুভেচ্ছা রইল।

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ, কবিতা ভাল লাগে জেনে খুশি হলাম

    - আলমগীর সরকার লিটন

    বেশ তো

    ২০১৪ বছরের শুভেচ্ছা জানাই দাদা

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ। 

    - মাসুম বাদল

    অনেক অনেক ভাললাগা আপনার কবিতায়।

    শুভ হোক পথ-চলা... 

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ মাসুম ভাই । নববর্ষের শুভেচ্ছা জানবেন

    Load more comments...

sheikh akm jakaria

১০ বছর আগে লিখেছেন

বিকলাঙ্গ স্তুতি

কবির স্পর্শে কবিতার দেহ এখন আর আগের মতো শিহরিত হয় না
হয় না, কবিতার শিরা-উপশিরাগুলো উত্তেজনায় টান টান
কবিতার ধমনীতে প্রবাহমান
হিমো রসের তাপমাত্রা আজ বিশ ডীগ্রিরও নিচে। অথচ
একটা সময় পঁয়তাল্লিশ ডিগ্রী হর্স পাওয়ারে ছিল কবিতা
কেন এমন হল? এ প্রশ্ন আজ অবান্তর;
মাঝ রাতে মেইন রোডে আটকে পড়া ল্যম্পপোষ্টের ম্লান আলো
অনেক সময় টিকরে পড়ে কবির নিহত কুটিরে
ভাঙ্গা জনালায় দেখে প্রচণ্ড আগ্রহে পূর্ণিমার চাঁদ
তবুও হয় না দেখা, কবির সর্বাঙ্গে পোশ হয় এ কেমন কাটার আঘাত?
নির্জন পুরিতে মৃত লাশের পাশে বসা
প্রতিরোজ সকল স্বাদ-আহ্লাদ বিসর্জন দেয়,অনিচ্ছা সত্বেও-
প্রায় রাতই জোর করে ছুঁয়ে দেয় কবি
অনামিকায় কবিতার স্তন, নিতম্ব ও তিন পর্দায় আবৃত যোনিদেশ
ওষ্ঠে ওষ্ঠ রেখে ঘ্রাণ নেয়ার বৃথা চেষ্টা করে,লাল টকটকে শিমুলের।
চুম্বনে চুম্বনে রঙ্গিন হয়ে উঠে কবিতার চিবুক, গণ্ডদেশ
ল্যম্পপোষ্টের ম্লান আলোয় আলোকিত, নরম সবুজাভ ত্বক।
নিরব-নিথর দেহে ফুলে উঠা কবিতার কোষ
দুমরে মুচরে পিষ্ট করে কামনার জ্বালায়-
মৈতুন ক্রিয়ায় অশ্বের ন্যায় দৌড়াতে থাকে কবি;
তবুও কবিতার মুখ দিয়ে বেরুয় না
আগের মতো নান্দনিক শীৎকার, এরপরও ছুঁয়ে দেয়
আবাদ করে কবিতা নামের এই নান্দনিক জমিন।
মাঝ রাতে মাঝে মাঝে তন্দ্রা হারা হয়, কবি’র আমি-
যোনি কূপের সামনে দাঁড়িয়ে সাপের ফনার মতো লকলক করে
উত্তেজনায় ভরপুর কবির কলম নামের অকৃত্রিম শিশ্ন। এরপর-
শুরু হয়, কাগজের ভেতর কলমের দৌড়ঝাঁপ
এ যেন রতিক্রিয়ার অন্যকরম সঞালন, হর্ষধ্বনি
সরব শীৎকার হয় একতরফা। অতপর-
কবি  নিল যন্ত্রনায় হারিয়ে যান,সময় সময়ের পথে মিলিয়ে যায়
কবিতার নরম যোনি গহ্বরে.............
তবু আগের মতো সুখের মুখ আর দেখা হয় না।
তাই তো কবি পাঠ করেন কবিতাকে নিয়ে কবিতার ভেতর
অশ্লীল, বিকলাঙ্গ এ স্তুতি………………..
continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    নতুন বছরের শুভেচ্ছা রইল

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ।

      নতুন বছরের শুভেচ্ছা 

    - তাহমিদুর রহমান

    "নতুন বছর আসতে আর বেশিদিন নেই"

    এক্কেবারে দরজায়। নতুন বছরের আগাম শুভাচ্ছা।

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ।

      নতুন বছরের শুভেচ্ছা 

    - চারু মান্নান

    ভাল লাগল কবি, নতুন বছরের শুভেচ্ছা রইল!!

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ।

      নতুন বছরের শুভেচ্ছা 

    Load more comments...

sheikh akm jakaria

১০ বছর আগে লিখেছেন

চিঠি

“চিঠি”
সবুজ পাতায় লিখে দিলাম
কয়েকটি শব্দ, যদি সময় হয়
পড়ে দেখিস নিখিল।
প্রত্যেক হরফে লুকিয়ে আছে
সবুজের গন্ধ,
মাটির প্রলেপ আর
না বলা গল্পগুলোর অব্যক্ত যন্ত্রনা।
যদি ভাল করে
পরখ করিস
দেখবি, ও চিঠির পরতে পরতে
লেগে আছে
খেটে খাওয়া মানুষের
ঘামে ভেজা ঘ্রাণ,
আর নিরন্ন মানুষের
অধিকার আদায়ের দাবি।
সূর্য ডোবার পর হয়তো
গোধূলীর রং
সামান্য সময় বেঁচে থাকে
নি:শ্বাস নেয় অল্প
তবুও অকৃত্রিম সৌন্দর্য
ঢেলে দেয়
আকাশের পাতায়
এতটুকুন পাওয়ার আশায় নয়
শুধু জানান দিয়ে যায়
অবেলার অরণ্যে
কেমন করে রাতের তারা গুলি
মনের অজান্তে
মনের বাতায়নে
একাকি কষ্ট সাজায়,
সাজায় সুখের অমরাবতি……
২৮.০৮.২০১৩/বাসা
(সময়: ১০.০০-১০.৩০)
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    ফ্যান্টাস্টিক। ব্রিলিয়ান্ট। একটা মানুষ এত জায়গা ঘুরে এত ছবি তোলে কী করে, ভেবে আমি কোন কূল কিনারা পাই না। সত্যি বলতে কী, আপনার ছবিগুলো না দেখলে আমার কাছে অনেক কিছুই অদেখা থেকে যেত।

    অসংখ্য ধন্যবাদ, কামাল ভাই।

    • - কামাল উদ্দিন

      সব জায়গায়ই তো ক্যামেরা দিয়া ছবি তুলতে হয় আশরাফুল ভাই

       শুভ সকাল 

    - মুহাম্মাদ আরিফুর রহমান

    দারুন ছবি। কি ধরনের ক্যামেরা ব্যবহার করেন কামাল ভাই ?

    • - কামাল উদ্দিন

      ধন্যবাদ আরিফ ভাই, আমার ক্যামেরা প্যানাসনিক এফ জেড 40 

    - মাসুম বাদল

    দারুণ... 

    • - কামাল উদ্দিন

       

    Load more comments...
Load more writings...