Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

আনমনা

১০ বছর আগে লিখেছেন

“দুই বুড়ো’র কাণ্ড”

 
“দুই বুড়ো’র কাণ্ড” 
 
একটা গল্প বলি শোনো-
দুই বুড়োর খুক্‌ খুক্‌,
খানিক হাসে খানিক জিরোয়,
দুই বুড়োতে মিল খুব।
 
বুড়ো নাকি বট গাছ
ছায়া দিয়ে রাখে,
এক বুড়ো ঘুমিয়ে গেলে
আরেক বুড়ো জাগে।
 
এক বুড়ো তর্ক করে
সে নাকি খুব জোয়ান,
আরেক বুড়ো তাল মিলিয়ে
দিতে থাকে বয়ান।
 
এক বুড়ো যুক্তি করে
জিতে যাওয়ার আশে,
আরের বুড়ো দাঁত ক্যালিয়ে
হাসতে গিয়ে কাশে।
 
বুড়োর জ্বলে-
খোকা খুকু এতো কেন বুঝে?
আরে বুড়ো- বদলেছে যুগ,
রাখো দু’চোখ বুজে।
 
 
 
উৎসর্গঃ কালপুরুষ দা’ এবং নীল সাধু দা’।... continue reading

৬৩ ৫৬২

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

মরণজ্বালা

 
 
অকারণে রূপের ফাঁদে
আঁটকে গেছে মন
মুক্তি চেয়ে পার পাবে না
কাঁদলে সারাক্ষণ।
 
এখন থেকে জ্বলতে হবে
নরকসম জ্বালা
পুড়ে পুড়ে অঙ্গ হবে
নিথর এবং কালা।
 
রূপের ফাঁদে আঁটকে গেলে
কেউ বাঁচে না আর
এমন কথা মনকে আমি
জানাই শত বার।
 
তবু মনে বুঝ মানে নি
পড়ল ধরা শেষে
বুঝুক এখন মরণজ্বালা
কেমন ভালবেসে।
continue reading

১৬ ৩৮৬

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও পরিবেশ

ঠিক হবে কি ঠিক হবে না
বিদ্যুৎ কেন্দ্র রামপালে,
এমনি কথার ফুলঝুড়িতে
বাড়ছে কারো দাম পালে।
পরিবেশের ক্ষতি নিয়ে
মাতছে কেউকেউ শোরগোলে,
মুক্ত বায়ু, বিদ্য্ৎুও চাই্
প্রতিদিন এই দোর খোলে।
সুযোগ বুঝে সুশীল সাজে
কেউবা নানান ধরি বেশ,
আমরাতো চাই বিদ্যুৎ কেন্দ্র
রক্ষা করে পরিবেশ।
পরিবেশও দেখতে হবে
বিদ্যুৎ ও চাই আমাদের,
দেশের স্বার্থ আগে দেখো
পরে দেখো মামাদের।
-----------------------------
continue reading

৩৫৩

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

আদুরী

আদুরীকে এমন কেন
করলি বল না নদী আপা?
এমন করে তোর মেয়েকে
মারতো কেউবা যদি আপা ?
তোর ভিতরে বসত করে
হায়েনা রূপী পশুরে ,
হিংস্র রূপে উঠলো বেড়ে
বিবেকহীন এক অসুরে।
মূল্যবোধ আর মানবতা
দিনে দিনে লুপ্ত হয়ে,
মানব হয়ে দানব হলি
কলংক টিপ যুক্ত হয়ে।
দেখতে চায় আজ দেশ জনতা
শাস্তি হয় তোর কেমন করে?
আর না যেন আদুরীরা
কষ্ট না পায় এমন করে।
continue reading

৩৯৯

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

ফোন

ফোনের আলাপ শোনে,
সমাধানের পথটা কি আর
দেখবে আলো ফোনে ?

সম্ভাবনার দুয়ার খুলে
আসুন কাছে অতীত ভুলে,
একটু হাসির ঝলক আবার
উঠুক দেশের কোণে।
আশার আলো যাক ছড়িয়ে
আলাপ করা ফোনে।

বিভেদ দেয়াল চূর্ণ করে
মনকে প্রেমে পূর্ণ করে,
আসেন যদি কাছাকাছি
আশার স্বপ্ন বুনে।
সমাধানের পথটা হয়তো
দেখবে আলো ফোনে। continue reading

৩৯১

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

এক এগারোর ভয়

 
  তত্ত্ব নিয়ে মত্ত সবাই
নাইরে ইচ্ছে নামার,
সবাই চায় নিজের করে
‘তাল গাছটা আমার’
কালোর সাথে আলো নাকি
দেখেরে কেউ কেউ,
ভোটের মাঠে দামহীনারা
করছেরে ঘেউ ঘেউ।
আসল যারা খেলোয়াড়রা
কন্ঠে তাদের জোর,
হাইব্রীড সব নেতাদের
বন্ধ মুখ দোর।
অক্টোবরের চব্বিশ তারিখ
পার হলে কি হয় ,
মনের মাঝে শংকা দোলে
এক এগারোর ভয়। continue reading

৪১৫

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

এক এগারোর ভয়

 
তত্ত্ব নিয়ে মত্ত সবাই
নাইরে ইচ্ছে নামার,
সবাই চায় নিজের করে
‘তাল গাছটা আমার’
কালোর সাথে আলো নাকি
দেখেরে কেউ কেউ,
ভোটের মাঠে দামহীনারা
করছেরে ঘেউ ঘেউ।
আসল যারা খেলোয়াড়রা
কন্ঠে তাদের জোর,
হাইব্রীড সব নেতাদের
বন্ধ মুখ দোর।
অক্টোবরের চব্বিশ তারিখ
পার হলে কি হয় ,
মনের মাঝে শংকা দোলে
এক এগারোর ভয়।
--------------------
continue reading

৫০৬

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

মা দুর্গার আগমনে

মা দুর্গার আগমনে
------------
অসুর শক্তি বিনাশীতে
দুর্গা মায়ের আগমন,
শান্তি সুধা দিয়ে ধরায়
করবেন আবার মা গমন।
জগৎ সংসার ভরে গেছে
নানা রকম অসুরে,
অনেক মানুষ মানুষতো নয়
মানুষ রূপী পশুরে।
অসুররূপী মনোবৃত্তি
দুর হবে তার কৃপাতে,
দু:খ ,জরা ,পাপ অনাচার
যাক না চির নিপাতে।
দশভূজা ত্রিনয়নী
মা দুর্গার আর্শীবাদে,
সাম্য মৈত্রীর বন্ধনেতে
মানুষ যেন নীড় বাঁধে।
--------------- continue reading

১২২৮