Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

রোদের ছায়া

১০ বছর আগে লিখেছেন

নুন খাই যার গুন গাই তার

তরকারিতে দরকারি খুব নুন
গাইয়ে এলাম তাই আজিকে
নুনের গুনাগুন ।
 পান্তা ভাতে নুন না হলে
রুচে না তা মুখে
মরিচ-লবন মিশিয়ে নিলে
বাদাম খাওয়া সুখে ।
 আমড়া যদি নুন ছাড়া খাই
কিংবা করমচা
চিনি ছাড়া যেমন লাগে
পানসে গরম চা।
 
 ভুলেই গেছি বলতে তোমায়
আসল কথাটাই
নুনে থাকা আয়োডিন যে
অসুখ সারায় ভাই।
 পানিশুন্যতা এড়াতে চাই
স্যালাইন লবন-চিনির
নুন ছাড়া কি হয় কখনো
আচার , চাটনি, পনির?
 নুনের মতো ভালবাসাও
খুব যে আমার প্রিয়
সব কিছুর উপরে তাই
নুনকে স্থান দিও।
(খানাপিনা সিরিজ-২)
continue reading

২০ ৫৬৬

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

মেলার ‍ঠেলাতে

শহীদুল ইসলাম প্রামানিক

আমতলী, জামতলী,
বেলতলীর মেলাতে
চিরে চেপ্টা হলাম আমি
ঠেলাঠেলির ঠেলাতে।

খাজা-গজা, দই-খই,
মুড়ি-মুড়কি কত কি
সাথে খেলাম রসে ভরা
গরম গরম জিলাপী

চুড়ি-বালা, মালা-মাকরী,
মাথার ফিতা, পয়ের মল
কিনতে গিয়ে নাস্তানাবুদ
সেথা দেখি নারীর ঢল।

আদা-রসুন, পিয়াজ-মরিচ
এসব কিছু নাই যে আর
তরমুজ-বাঙি, ফল-ফলাদির
আছে অনেক সমাহার।

কোদাল-কুড়াল, ছুরি-কাঁচি,
দা-বটি কিনতে ভাই
পকেটেতে চেয়ে দেখি
পয়সা পাতি কিছু নাই

পকেট মারে পকেট কেটে
নিয়ে গেল টাকা সব
খালি পকেট চেয়ে চেয়ে
মিছেই করি কলরব।

খালি... continue reading

২০ ৪২৪

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

পাড়ে বসে পার পাওয়া

 
পার ও পাড়
 
পুকুরপাড়ে তালগাছটায়
বাবুইপাখির বাসা
নদীর ও-পার যেতে হবে
জলদি তরী ভাসা।
 
পুকুর পাড়ে নদীর পাড়ে
পার তাহলে কোনটা ?
দ্বিধায় থাকি বানান নিয়ে
নেই যে ভালো মনটা।
 
পার কথাটা বিপরীতে
এ-পার ও-পার হবে
পাড় হলে তো প্রান্ত বোঝায়
শাড়ির পাড়ও তবে।
 
পার বোঝা কি সহজ হবে
বানান বলে কথা
পার পাওয়া তো নিষ্কৃতি
নয়তো বাতুলতা।
 
 
মন্তব্য: ১) পার অর্থ নদীর বিপরীত তীর( নদীর এ-পার ও-পার); নিষ্কৃতি(পার পাওয়া)
২) পাড় অর্থ জলাশয়াদির তীর(পুকুর পাড়; নদীর পাড়)... continue reading

১৩ ৫২৮

আহমেদ রব্বানী

১০ বছর আগে লিখেছেন

সময এখন রাজনীতিকের

সময় এখন রাজনীতিকের
জনগণ কোন ছার
সখিনাদের কপাল পুড়লে
ধারে না তো ধার।
রাস্তায় পুড়ে মানুষ মরে
ক্ষতি কিছু নাই
সত্য কথা বলতে গেলেই
লাল দালানে ঠাঁই।
ভাল মন্দের ধার ধারে না
যখন যাহা চায়
পেলেই ওরা মহাখুশি
যদি তাহা পায়।
রাজা ওরা মহারাজা
পাঁচটি বছর পেলে
জনগণকে বন্ধু করে
ভোটের সময় এলে।
দু’হাত ভরে অর্থ বিলোয়
হয়ে তখন দাতা
পাশ করিলে যায় যে ভুলে
জনগণ-ই ত্রাতা।
এত কিছু দেখে বুঝেও
দেশের জনগণ
ভোটের সময় ঠিকই ওদের
করেন সিলেকশন।
কেমন করে বলুন তবে
ওরা ভাল হয়
আসলে এই... continue reading

৪৪৫

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

হ্রস্ব উ বা হ্রস্ব উ-কার

উইল, উজির, কুপন, কুকার
কানুন, কসুর,  কুলি
চাকু, চাবুক, জুলুম, ছুটি
খুন, বাহাদুর, বুলি।
বাবুর্চি আর ফতুর, পুলিশ
পাউরুটিতে খুশি
সিন্দুকেতে বুলেট, চাকু
বেকুব হারায় হুঁশই।
রিফু করুন রুজু করুন
হুকুম, তুরুপ থাকবে
বিদেশ থেকে যারাই আসুক
হ্রস্ব উ-কার রাখবে।
মন্তব্য: বিদেশি ভাষা থেকে যে-সব শব্দ বাংলা ভাষায় চালু হয়ে গেছে সে-সব শব্দে সর্বদা হ্রস্ব উ বা হ্রস্ব উ-কার হবে।
যেমন: উইল, উজির, উশুল, কুপন,কুকার,কানুন,কসুর,কুলি, চাকু চাবুক জুলুম ছুটি বাহাদুর, বুলি, বাবুর্চি, ফতুর পুলিশ, সিন্দুক, পাউরুটি, খুশি, বুলেট চাকু বেকুব হুঁশ ইত্যাদি।
continue reading

১৪ ৪৩১

রোদের ছায়া

১০ বছর আগে লিখেছেন

সী ইজ ফ্রম ঘানা

নাদুসনুদুস  বিল্লি আমার
ভীষণ  রকম সুইট
বড্ড আদর করে তার
নাম রেখেছি টুইট

স্বভাবটা তার নরম শরম
জ্বালায় না সে মোটেও
মাছ মাংশ হাড্ডি কাঁটা
না যদি তার জোটেও

দাও যদি একটু সোহাগ
হাতটা রাখো মাথায়
গভীর ঘুমে তলিয়ে যাবে
ময়লা ছেঁড়া কাঁথায়

দুধ খায় না সামনে পেলেও
করো যদি মানা
কোথায় পেলাম? বলছি শোন
সী ইজ ফ্রম ঘানা ।
continue reading

২৩ ৪১০

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

নতুন কিন্তু নূতন

 
 
নতুন কিন্তু নূতন হবে
নয়তো কী আর বলছি
দৈন্য হলেও দৈনতা না
দেরি দেখে চলছি।
 
ধূলিসাৎ তো আজব দেখি
নস্যাৎ-এ সব নষ্ট
লিখলে ধাঁধাঁ বলবে গাধা
ধাঁধা বড় কষ্ট।
 
দিকনির্ণয় আর হবে না
দিঙনির্ণয় লেখো
দিশারী নয় দিশারি ভাই
ধরন ধারণ শেখো।
 
বাকযুদ্ধ চলবে না আর
বাগযুদ্ধ হবে
বানান দেখি বিপজ্জনক
শিখবো না আর তবে।
 
মন্তব্য:
কয়েকটা বানান সতর্কতার সাথে মনে রাখতে হবে।
যেমন-নতুন কিন্তু নূতন। নয় তো > নয়তো। দৈন্য তবে দৈনতা না। দেরি তবে দেরী না। নস্যাৎ কিন্তু ধূলিসাৎ।... continue reading

২৫ ৫১৩

শহীদুল ইসলাম প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

হরতালে বেতাল অবস্থা

শহীদুল ইসলাম প্রামানিক

হরতাল রে হরতাল রাস্তা-ঘাট ফাঁকা যে
মোরে মোরে আছে কিছু তারকাটা রাখা যে।

লাঠিসোঁটা হাতে নিয়ে আছে পুলিশ বহরে
পুলিশ আছে মানুষ নাই যেন ঢাকা শহরে।

পিকেটারেদর দেখলেই মারামারির হল্লা
কারো ফাটে পাছা-পিট কেউ করে সল্লা।
বড় নেতা বাসায় থাকে পাতি নেতা জেলেতে
ভয়ে থাকে জনগণ চরে না তো রেলেতে।

পিকেটিংয়ে গাড়ি ভাঙ্গে পোড়ে গাড়ি জ্বালিয়ে
পথচারী পিটন খায় দোষী যায়রে পালিয়ে।

দোকান পাট বন্ধ থাকে দাম বাড়ে মুদিতে
কারো কারো দেখা যায় অগ্নি মূল্যে ফুঁদিতে।

সরকার বাধা দেয়রে ... continue reading

১৬ ৩৬২

রোদের ছায়া

১০ বছর আগে লিখেছেন

একটি খাদ্য বিষয়ক পদ্য

দু চামচ বিশুদ্ধ তেল তাতিয়ে নিলে
যখন তুমি সকালে
ভাবছি এবার যাবেই বুঝি হিম
রুটির সাথে ছিল ভাজা আলু
ভালবেসে আনলে তবু
পোঁচ করা ডিম ।
খেতে খেতে পড়লো মনে
লংকা কুঁচি দিয়ে
 চিড়ে খেতে লাগে দারুন
ভাজা হলে   ঘিয়ে ।
মুড়ি  মাখায় থাকে যদি
খাঁটি সর্ষের তেল 
ন্যাড়া যাবে বেল তলায়
যতই পড়ুক বেল ।
(খানাপিনা সিরিজ ১)
continue reading

১৬ ৪৭০

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

হেমন্ত কাল

 

ক্ষেত খামারে রাশি রাশি
দুলছে সোনার ধান,
হেমন্তে আজ কন্ঠে সবার
নবান্নের ঐ গান।
পাকা ধানের সমারোহে
নতুন সাজে মাঠ,
মন জুড়ানো গল্পে ভাসে
সম্ভাবনার পাঠ।
নিজকে উজার করে দেয়াই
হেমন্তেরই রূপ,
অর্হনিশি রূপটি যে তার
চির জাগরূক।
শান্ত স্নিগ্ধ মধুর ক্ষণে
কাজ আর শুধু কাজ।
ফুল ও ফলের উৎসবেতে
প্রকৃতিতে সাজ।
আনন্দ আভাসে আজি
পুলক শিহরণ,
স্নিগ্ধ ধূসর বর্ণে রঙে
জাগছে প্রতিক্ষণ।
প্রভাত আলোয় স্বণার্লী ধান
রূপেতে ঝলমল,
অন্নদাত্রী হেমন্তকাল
শান্তি সুধার জল।
মনভোলানো রূপ পসরায়
হেমন্তে এই দেশ,
নিজে... continue reading

৮৩৮