Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রোদের ছায়া

৯ বছর আগে লিখেছেন

জিরো জিরো টি নি

ছানাবড়া চোখে তাকায়
র‍্যামো ঘরের ছাদে
একখানা চোখ দিয়ে দেখি
ফেলে দিবে ফাঁদে

সবুজ রঙের চোখখানা যে
করছে  পিটপিট
চোখ ইশারায় খুলে দিল
শক্ত দড়ির গিঁট।

মুখের মাঝে একখানা নাক
গাঁট্টাগোট্টা ভারি
থুতনি জুড়ে ইঞ্চি দুয়েক
ঝুলছে নীল দাড়ি

সবুজ রঙের চোখটা যেন
ঠিক লেজার লাইট
টাক মাথায় বেঁধে রাখা কালো
রুমাল টাইট।

চোখ ইশারায় দরজা খোলে
করে বাতি বন্ধ
গ্রিন ঘোস্টের  গায়ে মাছের
আঁশটে কড়া গন্ধ

নেট ব্রাউজে নামটি পেলো
জিরো জিরো টিনি
নেপচুনের কাছ ঘেঁষা এক
ন্যানো গ্রহের প্রাণী ।

ন্যানো গ্রহের নামটি জুনো
সবুজ রঙ্গা আকাশ
বুদ্ধিমান আর শান্তি প্রিয়
প্রাণীর বসবাস

করবে কিছু   গ্রাউন্ডওয়ার্ক
থাকবে অল্প দিনই
ভালো থাকুক অচিন গ্রহের
জিরো জিরো টি নি।
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - রব্বানী চৌধুরী

    খুব ভালো লাগলো ছড়ার কথামালা,  শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন পরান ভাই।  

    • - সোহেল আহমেদ পরান

      আন্তরিক ধন্যবাদ প্রিয় রব্বানী ভাই। পাশে পেয়ে খুব ভালো লাগছে।।

রোদের ছায়া

৯ বছর আগে লিখেছেন

জ্যামিতিক ভালোবাসা

১।
চতুর্ভুজের কর্ণ মোরা
ত্রিভুজের দুই  কোণ
ভাগ করেছি দুজন মিলে
আধেক আধেক মন ।

২।
বৃত্ত মাঝে বন্দী দুজন
ব্যাসার্ধ টা মেলে
কাটিয়ে দিবো সারা জীবন
বুড়ি ছোঁয়া খেলে।

৩।
সরলরেখায় যখন তুমি
আঁক সরল দণ্ড
মনের মাঝে ভিড় করে
হাজার রকম দ্বন্দ্ব । continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - জাকিয়া জেসমিন যূথী

    জেনে খুশী হোলাম। ভাবনার বিষয়টা জেনে ভাবনা দূর হলো। 

    • - তাহমিদুর রহমান

      জেনে খুশি হলাম। 

    • Load more relies...
    - শাহ আলম বাদশা

    ভাললাগলো তাহমিদ 

    • - জাকিয়া জেসমিন যূথী

      াদশা ভাইয়া, আপনাকে এখানে পেয়ে ভালো লাগলো। 

    • Load more relies...
    - নাজনীন পলি

    পড়িয়া উপকৃত হইলাম emoticons । 

    • - তাহমিদুর রহমান

      ওয়েলকাম আপু 

    Load more comments...

রোদের ছায়া

৯ বছর আগে লিখেছেন

শান্ত সরোবর

না, না ,এখানে  নয়
আরো একটু উপরে তাকাও
চিবুকের তিল থেকে চোখ সরিয়ে
কপালের ঠিক মাঝখানে,
লাল টিপ যেখানে সূর্যের মত হাসে
ঠিক তার নিচে  চোখ রাখো,
 
        কি দেখছ?
একজোড়া শান্ত সরোবর
 কি গভীর কালো তার জল
কেমন প্রশান্ত তার অবয়ব ।
 
 আঁখি পল্লবের ছায়া ঘেরা
  যেন রাজ হংসীর নীড় ।
  সামনে গিয়ে দাঁড়াবে যখন
 নিজেকেই খুঁজে পাবে তাতে।
 
 
    দৃষ্টি আরো গভীরে নাও
         কি দেখছো ?
        কামনার ঝড়
   শান্ত জলে তুলেছে  কাঁপন,
  দুরুদুরু বুকে সাথী  হলে তার
প্রেমের প্লাবন জেনো ভাসাবে আবার।
continue reading
Likes Comments
০ Shares

রোদের ছায়া

৯ বছর আগে লিখেছেন

অচেনা শহর

আমার প্রিয় শহর আজ আর চেনা নেই
বাঁকে বাঁকে মৃত্যু পরোয়ানা নিয়ে
দাঁড়ায় প্রাচীন জল্লাদ

হাতের রেখার মতো চেনা পথগুলো
আকস্মিক বদলে ফেলে গতিপথ
মৃত্যুপুরী তার গন্তব্য

প্রিয় শহরের প্রিয় সিনেমাহলে
আজকাল আর বিনোদিত হতে
যায় না আমার পড়শিরা
ভয়ংকর মৃত্যু দৃশ্য তাদের
দিশাহারা করে।

অবুঝ শিশু অথবা বৃদ্ধের লাশ
অচেনা অন্ধকারে ছুড়ে ফেলে
আমার অস্তিত্ব- আমাকে।

এসিডে ঝলসে যাওয়া তরুণীর
মুখের মতো বিকৃত এখন
চেনা শহরের মুখ,
ভীষণ অচেনা-ভীষণ অচেনা!
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - আহমেদ নীল

    যদিও শব্দগুলো একটু কঠিন,দাদা আপনি বড় মাপের একজন কবি আমি বিশ্বাস করি।

    • - মাইদুল আলম সিদ্দিকী

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভাই আমি লেখার জন্য লিখি আপনি যা বলছেন তার যোগ্য আমি না।

    - মোঃ আরিফুর রহমান (ডিজিটাল কবি )

    মুগ্ধকর!

    • - মাইদুল আলম সিদ্দিকী

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া

    - হাসান বিন নজরুল

    জীবনটা যেন এমনই 

    • - মাইদুল আলম সিদ্দিকী

      হ্যাঁ ভাইয়া, অশেষ ধন্যবাদ

    Load more comments...

রোদের ছায়া

১০ বছর আগে লিখেছেন

শীতল অন্ধকার

আঁধারে ঢেকেছে বেলা
ধ্বসে পড়া ভবনের নীচে
জমেছে মৃত্যুর মেলা
জীবনকে করে  মিছে
 
হাজারো প্রাণের আর্ত চিৎকার
জানায় প্রতিবাদ
গুড়িয়ে দিয়ে  মানবিকতার
তীব্র আর্তনাদ
 
বিধাতা শোনেনি আহাজারি কারো
দেখেনি মৃত্যু খেলা
মানুষের পাশে মানুষই দাঁড়াবে
জেনেছি এই বেলা
 
মৃত্যুপুরীর  বিভীষিকা আর
শীতল অন্ধকার
লুটিয়ে  পড়া তরুন সতেজ
দেহগুলো  নিঃসাড়
 
পরপারে পাড়ি  দেবার খেলায়
হিসাব মিলানো ভার
দশ বিশ করে শুধু বেড়ে যায়
শতক ছাড়িয়ে হাজার
 
মৃত্যু যাদের জীবন প্রদীপ
নেভাতে পারেনি সেক্ষণে
আঁধার তাদের সঙ্গী এখন
পোড়া-ভাঙ্গা ঝড়ো  জীবনে ।
 
 
 (সাভার ট্রাজেডিতে আহত ও প্রাণ হারানো মানুষগুলোকে স্মরণ করে )
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - মাসুম বাদল

    দুঃখ প্রকাশ করা ছাড়া

    আর কোনো ভাষা নেই, ভাই...

    - রোদের ছায়া

    আপনি কি পরাণের কথা নামে প্রথম আলো ব্লগে লেখেন? আপনার লেখা আগেও পড়েছি, খুব ভালো লাগে। আজকের লেখাটিও মনে বেদনা জাগালো।

Load more writings...