Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পাড়ে বসে পার পাওয়া

 

পার ও পাড়

 

পুকুরপাড়ে তালগাছটায়

বাবুইপাখির বাসা

নদীর ও-পার যেতে হবে

জলদি তরী ভাসা।

 

পুকুর পাড়ে নদীর পাড়ে

পার তাহলে কোনটা ?

দ্বিধায় থাকি বানান নিয়ে

নেই যে ভালো মনটা।

 

পার কথাটা বিপরীতে

এ-পার ও-পার হবে

পাড় হলে তো প্রান্ত বোঝায়

শাড়ির পাড়ও তবে।

 

পার বোঝা কি সহজ হবে

বানান বলে কথা

পার পাওয়া তো নিষ্কৃতি

নয়তো বাতুলতা।

 

 

মন্তব্য: ১) পার অর্থ নদীর বিপরীত তীর( নদীর এ-পার ও-পার); নিষ্কৃতি(পার পাওয়া)

২) পাড় অর্থ জলাশয়াদির তীর(পুকুর পাড়; নদীর পাড়) প্রান্তদেশ(শাড়ির পাড়)।

০ Likes ১৩ Comments ০ Share ৫২৮ Views