Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আহমেদ রব্বানী

১০ বছর আগে

সময এখন রাজনীতিকের

সময় এখন রাজনীতিকের
জনগণ কোন ছার
সখিনাদের কপাল পুড়লে
ধারে না তো ধার।

রাস্তায় পুড়ে মানুষ মরে
ক্ষতি কিছু নাই
সত্য কথা বলতে গেলেই
লাল দালানে ঠাঁই।
ভাল মন্দের ধার ধারে না
যখন যাহা চায়
পেলেই ওরা মহাখুশি
যদি তাহা পায়।

রাজা ওরা মহারাজা
পাঁচটি বছর পেলে
জনগণকে বন্ধু করে
ভোটের সময় এলে।

দু’হাত ভরে অর্থ বিলোয়
হয়ে তখন দাতা
পাশ করিলে যায় যে ভুলে
জনগণ-ই ত্রাতা।

এত কিছু দেখে বুঝেও
দেশের জনগণ
ভোটের সময় ঠিকই ওদের
করেন সিলেকশন।

কেমন করে বলুন তবে
ওরা ভাল হয়
আসলে এই আমজনতাই
ভাল মানুষ নয়।।

০ Likes ৮ Comments ০ Share ৪৪৫ Views

Comments (8)

  • - মাসুম বাদল

    চমৎকার আলাপচারিতা!!!

    কবিতা জুড়ে ভাললাগা ... 

    • - এই মেঘ এই রোদ্দুর

      থ্যাংকু

    - রোদেলা

    কবিতা পরে আমারতো চা খেতে মন চাইছে,দেখি অফিসে পানি গরম করা আছে কিনা।

    একটু না হয় কাটালে সময়
    শুধু আমার জন্য।

    শুগার ছারাই মিষ্টি

    • - এই মেঘ এই রোদ্দুর

      চিনি ছাড়াই মিষ্টি । থ্যাংকু

    - লুৎফুর রহমান পাশা

    বাহ দারুন তো

    • - এই মেঘ এই রোদ্দুর

      ধন্যবাদ অনেক অনেক

    Load more comments...