Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নতুন কিন্তু নূতন

 

 

নতুন কিন্তু নূতন হবে

নয়তো কী আর বলছি

দৈন্য হলেও দৈনতা না

দেরি দেখে চলছি।

 

ধূলিসাৎ তো আজব দেখি

নস্যাৎ-এ সব নষ্ট

লিখলে ধাঁধাঁ বলবে গাধা

ধাঁধা বড় কষ্ট।

 

দিকনির্ণয় আর হবে না

দিঙনির্ণয় লেখো

দিশারী নয় দিশারি ভাই

ধরন ধারণ শেখো।

 

বাকযুদ্ধ চলবে না আর

বাগযুদ্ধ হবে

বানান দেখি বিপজ্জনক

শিখবো না আর তবে।

 

মন্তব্য:

কয়েকটা বানান সতর্কতার সাথে মনে রাখতে হবে।

যেমন-নতুন কিন্তু নূতন। নয় তো > নয়তো। দৈন্য তবে দৈনতা না। দেরি তবে দেরী না। নস্যাৎ কিন্তু ধূলিসাৎ। ধাঁধাঁ নয় ধাঁধা। দিকনির্ণয়> দিঙনির্ণয় হবে। দিশারী নয় দিশারি। ধরন কিন্তু ধারণ। বাকযুদ্ধ হবে না, লিখতে হবে বাগযুদ্ধ। বিপদজনক না, লিখতে হবে বিপজ্জনক।

৩ Likes ২৫ Comments ০ Share ৫১৩ Views

Comments (25)

  • - মাসুম বাদল

    কবিতায় ভাললাগা, রব্বানী ভাই!!! 

    • - আহমেদ রব্বানী

      ধন্যবাদ প্রিয় মাসুম ভাই।মহান নেতার প্রতির একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা আর কী.........

      ভাল থাকবেন।

    - ছাইফুল হুদা ছিদ্দিকী

    নিয়েছ যত দিয়েছ বেশি
    সালাম তোমায় মাদিবা
    ধন্য তোমার মানব জনম
    এর বেশি আর কী নিবা?

    অসাধারন লেখনী রব্বানী ভাই।ধন্যবাদ অবিরত।

    • - আহমেদ রব্বানী

      ধন্যবাদ প্রিয় হুদা ভাই।ভাল থাকবেন।

    - কামরুন নাহার ইসলাম

    সব পেয়ে তুমি দিয়েছ ফিরায়ে
    শিখিয়েছ ত্যাগ মহিমার!
    ছিলে তুমি কত যে মহান নেতা
    নেই তুলনা তুল্য তোমার।
     

    অনেক অনেক শুভেচ্ছা রব্বানী ভাই। খুব ভাল লিখেছেন। 

    • - আহমেদ রব্বানী

      ধন্যবাদ প্রিয় আপা।ভাল থাকবেন।

    Load more comments...