Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মরণজ্বালা

 

 

অকারণে রূপের ফাঁদে

আঁটকে গেছে মন

মুক্তি চেয়ে পার পাবে না

কাঁদলে সারাক্ষণ।

 

এখন থেকে জ্বলতে হবে

নরকসম জ্বালা

পুড়ে পুড়ে অঙ্গ হবে

নিথর এবং কালা।

 

রূপের ফাঁদে আঁটকে গেলে

কেউ বাঁচে না আর

এমন কথা মনকে আমি

জানাই শত বার।

 

তবু মনে বুঝ মানে নি

পড়ল ধরা শেষে

বুঝুক এখন মরণজ্বালা

কেমন ভালবেসে।

১ Likes ১৬ Comments ০ Share ৩৮৬ Views

Comments (16)

  • - ঘাস ফুল

    অন্ধকার দূর করার জন্য আলো জ্বালাতেই হবে। কারো জন্য যেন এটা বন্ধ না হয়। না ফেরার দেশে চলে গেলেও পাশে থাকার অঙ্গীকার হয়তো তাকে সাহস জোগাবে সামনে এগিয়ে যাওয়ার। তবু আলোটা যেন জ্বালান হয়। ভাল লাগলো কবিতা যাত্রী। আরও ভালো লেগেছে কবিতার ভাবার্থ। ধন্যবাদ। 

    • - ভূতের আছড়

      একজন ভালো ও প্রিয় কবির ভালো লাগায়

      কবিতা লেখায় উৎসাহ বাড়ে বৈকি।

      সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ

       

    - লুৎফুর রহমান পাশা

    আমার অপেক্ষায় থেকোনা। তুমি শুরু করে দিও।

    • - ভূতের আছড়

       মন্তব্যের জন্য ধন্যবাদ

    - নীল সাধু

    আমি দীর্ঘদিন আপনার লেখা পড়ি, নানা ধরনের লেখা আপনি লিখেন সেটা আমি জানি, কিন্তু ইদানীং আপনার কবিতা পড়ে আমি চমতকৃত। বেশ ভাল লিখছেন। নাইস। 

    • - ভূতের আছড়

      নিয়মিত পড়েন বলেই দু কলম লেখার প্রেরনা পাই।

      অশেষ ধন্যবাদ। আন্তরিকতার জন্য।

    Load more comments...