Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুখেন্দু বিশ্বাস

৯ বছর আগে লিখেছেন

ঘুরে আসুন এস এম ই মেলাঃ

 
 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শের-এ-বাংলা নগর, ঢাকাতে গত ৪ঠা এপ্রিল ২০১৪, শুক্রবার, শুরু হয়েছে ৩য় জাতীয় এস এম ই মেলা। চলবে ৮ই এপ্রিল ২০১৪ পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রতিদিন বেলা ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই মেলা। কোন প্রবেশ মূল্য নেই। চাইলেই ঘুরে আসতে পারেন আপনিও।
 
এস এম ই কি?
এস এম ই (SME) হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (Small and Medium Enterprise)। এস এম ই ফাউন্ডেশন কর্তৃক ৩য় বারের মত আয়োজিত এই মেলায় সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পন্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হচ্ছে। উদ্দেশ্য দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পন্যের প্রচার ও প্রসার এবং তরুন উদ্যোক্তাদের শিল্পায়নের মাধ্যমে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করা। মেলায় প্রায় ১৫০ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্টল রয়েছে। যার মধ্যে আছে-
১) পাটজাত পন্য।
২) চামড়াজাত সামগ্রী।
৩) পোশাক ডিজাইন ও ফ্যাশন ওয়্যার ।
৪) হ্যান্ডিক্রাফটস।
৫) কৃষি প্রক্রিয়াজাত পন্য।
৬) গৃহস্থালি পন্য।
৬) প্ল্যাস্টিক ও সিন্থেটিকস।
৭) ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিকস।
৮) লাইট ইঞ্জিনিয়ারিং পন্য।
৯) অন্যান্য সেক্টরের দেশীয় পন্য।
 
চলুন, আমার সাধারণ মোবাইল ক্যামেরায় তোলা মেলাটির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা যাক।
 

 
 

 
 

 
 

 
 
 
 

 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 

 
 
 
 
 
 
 
 

 

 
continue reading
Likes Comments
০ Shares

সুখেন্দু বিশ্বাস

১০ বছর আগে লিখেছেন

পঞ্চপদী ছড়াঃ মন্তব্যে খরা

মন্তব্যের খরা লেগেছে কি ব্লগে,
এতটা করুন হবে ভাবিনি তো আগে।
পাঠকেরা আসে যায়,
ফিরে তারা নাহি চায়।
কমেন্ট তো দূরে থাক, ক্লিকও নেই ভাগে।।  
(২৯/০৩/২০১৪ইং)  
continue reading
Likes ২৫ Comments
০ Shares

Comments (25)

  • - ছড়াবাজ

    ঝাঁপসা চোখের বাষ্প ঝরা,
    লাগলো ভালো পাগল করা;
    ভিডিও কলের যুগেও দেখ, মনটা করে হু হু।

    আপন জনা অনেক দুরে,
    ভাবনা উদাস আকুল সুরে,
    ভাল্লাগেনা কোনো কিছুই, ফিরতে যে চায় শুধু।

    - আলমগীর সরকার লিটন

    কবিতা অনেক গভীরতা

    মায়ের প্রতি ফুলেল শ্রদ্ধা

    - মাসুম বাদল

    মা, তোমায় ছেড়ে এসেছি

    নিয়ে এসেছি তোমারই ভালবাসা

    যার প্রতিটি অক্ষরে মিশে আছে

    নিঃস্বার্থ স্পষ্টতা

    মা তোমারই অবয়বে সাজাবো নিজেকে

    এই আমার অনন্ত প্রচেষ্টা।

     

    মা, আজ তুমি অনেক দূরে

    তবু প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে

     

    শুধু তোমায় মনে পড়ে।

     

     

    খুব খুব ভাললাগা জানালাম।

    শুভেচ্ছা... 

সুখেন্দু বিশ্বাস

১০ বছর আগে লিখেছেন

আমি এখন অনলাইনে

অনলাইনে প্রেম-পিরিতি,
অনলাইনে বিয়ে,
অনলাইনেই পড়াশুনা
যাচ্ছি তো চালিয়ে।
অনলাইনে প্রতারনা,
ভাঙল কারো ঘর।
অনলাইনে প্রতিবাদের
উঠলো ভীষণ ঝড়।
অনলাইনে হিসেব খুলি
অনলাইনে ডিল,
অনলাইনে চাকরি পেলাম
পাথরে পাঁচ কিল।
অনলাইনে গেম খেলা যায়,
অনলাইনে চ্যাট,
অনলাইনে কোষাগারে
নিচ্ছে জমা ভ্যাট।
­­­­অনলাইনে কুমড়ো কিনি,
অনলাইনে চিনি,
অনলাইনে পোশাক কিনি,
লার্জ, মিডিয়াম, মিনি।
তোর বাড়িতে যাই না আমি
নেই না কোন খোঁজ -
আমায় নিয়ে নিত্য শুনি
এমন অভিযোগ।
মিছেই কেন খুঁজিস আমায়
বামে কিংবা ডাইনে,
গুগল সার্চে ক্লিক করে দেখ
আছি যে অনলাইনে।
 
(২২/০৩/২০১৪ইং)
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - সেলিনা ইসলাম

    ভিতরে বাইরে অন্তরে মধুর বাংলা ভাষ

    স্মৃতি সত্ত্বা জুড়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস ।  শুভকামনা রইল 

    - আলমগীর সরকার লিটন

    দাদা

    কবিতা খুবি অসাধারণ

    শুভ কামনা----

সুখেন্দু বিশ্বাস

১০ বছর আগে লিখেছেন

মশক

সাঁঝের আঁধার ঘনিয়ে এলে,
ছোট্ট দুটি পাখনা মেলে,
গুন গুনিয়ে কানের পাশে,
ঝাঁকে ঝাঁকে ছুটে আসে।
ছয়টি পা তার, আছে শুঁড়ও,
জ্বালিয়ে মারে ছেলে বুড়ো,
কুটুশ করে কামড়ে দিয়ে,
আবার কোথায় যায় হারিয়ে।
ভয়ংকর এই ছোট্ট প্রাণী,
মশক নামে সবাই জানি।
নামটি শুনেই হেসে ওঠ ?
ছোট হলেও নয় সে ছোট -
ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া,
সদাই ঘোরে সঙ্গে নিয়া।
যদি ভাব কয়েল জ্বেলে,
খুব সহজেই মুক্তি মেলে।
তবে তুমি সাজবে বোকা,
কয়েলকেও দেয় সে ধোঁকা। ­­
মশারিটা টাঙিয়ে নিলে,
তবেই খানিক স্বস্তি মেলে।।
 
(১৭/০২/২০১৪ইং)
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - ইকবাল মাহমুদ ইকু

    কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার প্রতি । ভালো থাকবেন । 

    • - নিঃশ্চুপ অর্ণব

      ভালবাসা নিবেন

    - চারু মান্নান

    বাহ দারুন কবি, এই বসন্তে ভাল থাকুন,,,

    • - নিঃশ্চুপ অর্ণব

      ভালবাসা নিন গো দাদা...... আপনাকে পেলে ভালো লাগে

    - আলমগীর সরকার লিটন

    হু বেশ লাগল কবিতা-----অভিনন্দন

    • - নিঃশ্চুপ অর্ণব

      ভালবাসা নিবেন গো দাদা

সুখেন্দু বিশ্বাস

১০ বছর আগে লিখেছেন

ছোট গল্পঃ প্রতীক্ষা

 
সকালে যখন তমাল ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল, পাশের রুমে তার ছোট কাকী, কাকাকে বলছিল
-     আমি কি দান ছত্র খুলে বসেছি নাকি হ্যাঁ? যত সব উটকো ঝামেলা আমার ঘাড়ে। তোমার ভাইপোকে বলে দিয়ো, আজকের ইন্টারভিউ দিয়ে যদি চাকরিটা না হয়, তবে আমার ঘরে তার আর জায়গা নেই। মানে মানে যেন কেটে পরে।
 
কথাগুলো যেন তমালের কান দিয়ে ঢুঁকে একেবারে হৃদপিণ্ডের গায়ে আঘাত করছিল। মাস্টার্স শেষ করার পর দু’ বছর হল সে তার ছোট কাকার বাসায় আছে। আগে হলেই থাকত। কিন্তু পাশ করার পর হল ছেড়ে দিতে হল। কাকা ডেকে বলেছিল
-     তমাল, বাসায় তো একটা রুম ফাঁকাই পরে আছে। এখানেই চলে আয়। যত দিন চাকরি -বাকরি না হয় এখানেই থাকলি। মিশুকেও পড়াটা একটু দেখিয়ে দিবি।
 
তখন থেকেই তামাল ছোট কাকার বাসায় আছে। ক্লাস নাইনে পড়া কাকাতো বোন মিশুর হাউজ টিউটরের দায়িত্ব নেওয়ার পাশাপাশি আরও দুটি টিউশনিও পেয়ে যায়। সাথে চলতে থাকে একটা চাকরির পাওয়ার প্রানান্তকর চেষ্টা। ছোট কাকী প্রথম দিকে তমালকে মেনে নিলেও, ইদানিং সে যেন তার চক্ষুশূল হয়ে উঠেছে। সকালে কথাগুলো শোনার পর একেবারে মূষরে পরে তমাল।
 
মায়ের কটূক্তি মিশুর কানেও গিয়েছিল। নিজের বড় ভাই নাই তার, তমালকে সে আপন বড় ভাইএর মতই জানে। মন খারাপ নিয়ে সে তমালের রুমে আসে।
-     আজ তোমার ইন্টারভিউ আছে দাদা?
-     হ্যাঁ, কেন রে?
-     না, দেখ তো, ইন্টারভিউ দিতে যাবার আগে মা তোমার মনটা কেমন খারাপ করে দিল।
-     আরে ও কিছু নয়।
-     দেখে নিও তোমার ইন্টারভিউ খুব ভাল হবে। আর চাকরিটা পেয়ে গেলে তোমাকে আর মা’র মুখ ঝামটা শুনতে হবেনা।
 
মলিন মুখে হাসে তমাল। আদর করে মিশুর... continue reading
Likes ১৯ Comments
০ Shares

Comments (19)

  • - জাকিয়া জেসমিন যূথী

    আপনার এই লেখায় আগের লিঙ্কের গানটি দিয়ে দেন। সবাই এখানে এসে আগের পোস্টে চলে যাচ্ছে তা কি ঠিক হলো? 

Load more writings...