Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘালয়

৭ বছর আগে লিখেছেন

যাহা বলিব

একদিন এক প্রভাতকালে সূর্যদয়ের আগে
হাঁটিতে গিয়া মন্ত্রীমশায় দেশপ্রেম অনুরাগে
ভাবিতেছিলেন দেশের জন্য কত কী করেছি দেখি
হিসাব করিয়া বাহির করিব- কতটুক তার মেকি!
যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিবার নয়
সজোরে কহিয়া থমকে দাঁড়ালেন মন্ত্রী মহাশয়।
সুযোগ বুঝিয়া বিবেক তাহার প্রশ্ন করিয়া বসে
বিবেক আজিকা বিচারক আর শুনিতে লাগিল দশে।
গাছ-পালা পাখি নির্মল বায়ু বয়ে চলা পথ ঘাট
সাক্ষী রহিল বোবা প্রাণীসব সবুজের বড় মাঠ।
সকলে চাহিয়া নীরব দৃষ্টি চারিদিকে হাহাকার
আইনই বুঝি আইনের লোক ধরে বসে এইবার।
কে দিবে মুক্তি কোন সে যুক্তি দিন কাটে বুঝি জেলে
সত্য কি চায় মিথ্যা জিতুক, মিথ্যাকে হাতে পেলে?
এইতো সেদিন বানভাসী লোক চাহিতে আসিল ত্রাণ
তাড়া খেয়ে সব ছুটিয়া চলিল বাঁচিয়া আপন প্রাণ।
মন্ত্রী বলিলে- এভাবে চলিলে থাকে কি কিছুই ঘরে?
রাজকোষ বুঝি ফাঁকা হয়ে যায় সকলি লইলে পরে।
পুলিশ-পেয়াদা নিয়া চল্‌ সব- এসব আমারই ধন
ছোটলোক সব যত দিব লবে- "পাব কি এদের মন?"
পথ ঘাট যত নিকট দূরে সকলি গড়েছি আমি
বিস্তর মাঠ দূরে খেয়া ঘাট, আমি তার ভূ-স্বামী।
কিন্তু যে হায়! কোন সে উপায়- গড়েছি ধনের এ বর
এত কিছু সব আমার তো নয়! সকলি প্রজাদের কর।
সভয়ে বিষমে মন্ত্রী এবার ভাবিয়া চলিল কালে
একে একে সব ধরা পড়িল বিবেকের পাতা জালে।
হেন কালে তথা জোর করে কথা কহিলেন মহাশয়
যাহা বলিব মিথ্যা বলিব সত্য বলিবার নয়।
১৭ আগস্ট, ২০১৬ ।। মানুষের জন্যে
continue reading
Likes Comments
০ Shares

মেঘালয়

৮ বছর আগে লিখেছেন

মরীচিকা (মরীচিকা)

সদ্য জেগেছে চাঁদ 
কুয়াশার ছাঁদে ঢাকা পড়ে গেছে 
জোৎস্না ছড়ানো রাত। 
নিঝুম চারিপাশ- 
একেলা আমি দৃষ্টি মেলেছি তাতে 
কাহারারো ছায়ার বিম্ব এঁকেছি আঁখির পাতায়। 
আমি একেলা- 
নিঝুম চারিপাশ। 
ছায়া নয় সে মায়া হরিণ। 
মেঘাচ্ছন্ন আকাশ। 
নেই’ক আলো পূর্বাভাষ কোনো- 
প্রভাতের কত দেরি? 
ঐ আসে তেড়ে সব বাঁধা ছেড়ে 
ডিঙিয়ে মেঘের ভেড়ি। 
আসা তার ভুল- 
প্রভাত আসেনা’ক- আসে নিছক আলো 
আঁধারে জাগা আলোর পলশা মুছতে কালো। 
ব্যাহত আমার দৃষ্টি মেলা- 
আলো আর আঁধারের লুকোচুরি 
মিছে আমি আর আমার ব্যর্থ আকুলি। 
আমার মিনতি কেউ শোনে না 
কেউ দেখে না কষ্টের ভার। 
যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলা 
পথ চেয়ে থাকা কার? 
কেউ আসেনা’ক। আসবে কখনো আর। 
সবপ্নগুলো রঙিন হবে না। সাদাকালো- 
তুমি আর তোমার পৃথিবী। 
হাজার বছরের কান্তিগুলো- 
রাখা আছে 
আছে জমা। 
বলতেই হবে তুমি ভুল করে পথ চেয়ে আছ 
চাইতেই হবে ক্ষমা। continue reading
Likes Comments
০ Shares

মেঘালয়

৯ বছর আগে লিখেছেন

কাপুরুষ

আমি সেই নরাধম পশুর সাথেই
করছি বসবাস-
যারা আমার প্রিয় বাংলা মায়ের
করছে সর্বনাশ।
ভয়ে ভীতু তাই নীরব আমি
বলেতে পারিনা কথা।
মনের মাঝে বারছে ঘৃণা
বাইরে নীরবতা।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মুন জারিন আলম

    ধর্মের সাথে নববর্ষের অনুষ্ঠানকে মিলিয়ে ফেলবেন না প্লিজ।ইসলাম শরীয়ত ১০০% মেনে চলা একটু কঠিন ই ভাই।এতটা রিজিড হওয়া আমার মনে হয় না আল্লাহ পালনকারী হবেন আমরা আমাদের বৎসরের শুরু টা উদযাপন করলে শয়তানের কাজ এর সাথে দেখবেন।পহেলা বৈশাখে তো আসলে কি বেশী বাড়াবাড়ি হয় যা ধর্মীয় রীতিনীিতির সঙ্গে বিরাট ব্যবধান তৈয়ারী করে।ওইদিন তো ছায়ানট আরও সব সাংস্কৃতিক গোষ্ঠি কবিতা আবৃত্তি করে দেশীয় সাজে।আপনি বলতে পারেন থার্টি ফাষ্ট নাইটে যা হয় তা আমাদের ধর্মীর রীতির কিছুটা বিরোধী।

    আপনার লেখাটা পড়লাম বিশ্লেষন টা বুঝলাম। আসলে এত এক্সট্রিম ধর্ম পালন করা কষ্ট ই বৈকি।আপনি করছেন সাধুবাদ জানাই।যারা চরম ভাবে ধর্ম পালন করেনা তাদের দোষ আমি দেখছিনা।আসলে আমি মনে করি বিবেক মনূষত্য এই দুইটি জিনিস ধর্মের চেয়ে উর্ধে। মানুষের জন্য/কল্যানের জন্য ধর্ম।ধর্মের জন্য মানুষ না।

    আমি আরও অনেক কিছু লিখতে পারি।লিখাটা বড় হয়ে যাচ্ছে দেখে থামতে হল।আপনাকে  অনেক ধন্যবাদ পোষ্ট টির জন্য।বাংলা নববর্ষ কে শুভেচ্ছা জানান।এটাতে গুনাহর কিছু দেখিনা।আপনার জন্য শুভকামনা রইল।ভাল থাকবেন। 

মেঘালয়

১০ বছর আগে লিখেছেন

রুখে দাঁড়াও

আম জনতা দাঁড়াও রুখে
ছুড়ছে যারা বুলেট বুকে
দেশটা কাদের মরছে কারা
ভাবছ কিছু সবার সুখে?
 
লাল বাহিনী আসলো কারা
দিন দুপুরে অন্ধকারে
দেশ বাঁচাবার দোহায় দিয়ে
মারছে মানুষ যারে তারে।
 
মারতে কারা করছে ভাড়া
ভীনদেশিদের সীমান্তরে
স্বাধীন দেশের মানুষ গুলো
লুকিয়ে কেন বনান্তরে?
 
আজকে তারা মরছে যারা
বিচার বিহীন মধ্যরাতে
কোট কাচারি আইন তবে
করবে বিচার কিসের কাতে?
 
কি দোষ ছিল পুড়িয়ে দিল
বোদ্ধ বিহার মন্দিরালয়
কে সে পশু বিনোদ বসু
সাজলো সাধু দিনের আলোয়?
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    চারু দা

    বেশ লাগল-------

    - চারু মান্নান

    কবিকে আমার বসন্ত ভালোবাসা,,,,,,,,,,

    - মাসুম বাদল

    বেশ ভালো লাগলো

    বড় ভাই ...

    • - চারু মান্নান

      কবিকে আমার বসন্ত ভালোবাসা,,,,,,,,,,

    Load more comments...

মেঘালয়

১০ বছর আগে লিখেছেন

ছড়া-১৭

আয় সোনা ময়না
কিনে দিব গয়না
কিনে দিব লাল চুড়ি
যত তোর বায়না।
 
শাড়ী দিব, বাড়ি দিব
দিব এনে আলতা
সোনা দিঘি হাটে গিয়ে
কিনে দিব চালতা।
 
লাল ফিতা, নীল ফিতা
জাল বোনা খোপাটি 
কালো টিপ, ভালো টিপ
চুল বেধে দোপাটি।
 
কিনে দিব মুঠো ফোন
নিয়ে দিব সিমটা
মাটি গড়া পাখি দিব
সাথে দিব ডিমটা।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - জাহাঙ্গীর আলম

    সবটা বললে আর পাবলিক ছবি দেখব ৷রিভিউতে ব্যতিক্রমী বা আকর্ষণীয় দিকখুলো তুলে ধরলে দর্শক ছবি দেখতে আগ্রহী হবে ৷ আপনার প্রচেষ্টা ভাল লাগছে ৷

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      আলম ভাই ধন্যবাদ। নেক্সট টাইম ব্যতিক্রমী বা আকর্ষণীয় দিকখুলো তুলে ধরবো।

Load more writings...