Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Shahidul Islam Pramanik

১০ বছর আগে

পথিক রক্তে পথ লালে লাল


শহীদুল ইসলাম প্রামানিক

হায়রে পথিক ভাগ্য গতিক
বুকের রক্ত ঢেলে
রাজপথে আজ ঘুমিয়ে আছ
কার বা বাপের ছেলে?

নাম না জানা নাই ঠিকানা
হলে রাস্তার লাশ
মারছে যারা হাসছে তারা
দেশ জনতার ত্রাস।

এমনি করে রাস্তায় পড়ে
ঝরছে অনেক প্রাণ
বিনা কারণে পথিক মাশাই
হচ্ছে বলীদান।

যাদের রক্তে লাল হলো রে
পীচ ঢালা রাজপথ
তারাও কিন্তু দেশের মানুষ
ভিন্ন নয় তার মত?

তার পরেতেও খুন হয়রে
জবাব নাইকো তার
মরার পরে করলে বিচার
কি লাভ হবে আর?

০ Likes ১৮ Comments ০ Share ৪১৮ Views

Comments (18)

  • - নীল সাধু

    তুঘলকি পোষ্ট!

    দেশপ্রেম গড়ে উঠে পারিবারিক আবহেই। একটি শিশুর মন মানসিকতা মানসিক গঠন তৈরীতে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশী। তাই এ হেন তুঘলকি দেশ প্রেমে আমি দায়ী করবো তার পরিবার তথা তাদের মাতাপিতাকে। 

     

    ধন্যবাদ তাহমিদ, বিষয়টি নিয়ে লেখার জন্য।

    - তাহমিদুর রহমান

    ধন্যবাদ দাদা। এই উপমহাদেশটাই বড় গোলমেলে।

    - মোকসেদুল ইসলাম

    বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামীলীগ বলে দেশটা পাকিস্তানে পরিণত হবে, তালেবানী কায়দায় শাসন পরিচালনা করবে সরকার। আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বিএনপি ঘরনার যারা তারা বলে দেশটা এবার ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। মুলত এগুলো কিছুই না সব হচ্ছে ক্ষমতায় যাওয়ার টালবাহনা। কেননা আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসলে যেমন দেশটা পাকিস্তান হয়ে যায় নি তেমনি আওয়ামীলীগ ক্ষমতায় আসলেও দেশ ভারতের অংগরাজ্যে পরিণত হয়নি।

    • - তাহমিদুর রহমান

      হুম। ভাল বলেছেন।

    Load more comments...