Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Shahidul Islam Pramanik

১০ বছর আগে

সবাই চিন্তাবিদ

শহীদুল ইসলাম প্রামানিক

দেশ নিয়ে ভাই চিন্তা করতো
রাজনীতিবিদ যারা
মুজিবসহ হক, ভাসানী,
সোহরাওয়ার্দী তারা।

কিন্তু এখন উল্টে গেছে
সবাই দেশের নেতা
টোকাই মোকাই রিক্সাওয়ালা
চোর-চোট্টারা সেথা।

আগের নেতা চিন্তা করতো
দেশ-জনতা নিয়ে
সেই চিন্তাটা নাই তো এখন
পরছে উল্টে গিয়ে।

চোর চোট্টারাও নেতা এখন
তারাও চিন্তাবিদ
ওদের জ্বালায় যায় না থাকা
হয় না ঘরে নিদ।

চোর নেতারা চিন্তা করে
কেমনে করবে চুরি
অসৎ নেতায় টাকা কামাবে
কেমনে ভুরি ভুরি?

ডাকাত নেতা চিন্তা করে
কেমনে ডাকাতি করবে
ছিনতাইকারীও চিন্তা করে
কেমনে কাকে ধরবে?

টোকাই নেতা চিন্তা করে
কেমনে করবে বাড়ি
ড্রাইভার নেতা চিন্তা করে
কেমনে কিনবে গাড়ি?

ধীবর নেতা চিন্তা করে
মৎস কেমনে ধরবে
মাস্তান নেতা চিন্তা করে
কেমনে মাস্তানী করবে।

রিক্সার নেতা চিন্তা করে
রিক্সাওয়ালার সুযোগ
বাস নেতারা চিন্তা করে
বাড়তি ভাড়ার যোগ।

ভুমিদস্যুরা চিন্তা করে
কেমনে করবে দখল
জালিয়াত নেতা চিন্তা করে
কেমনে করবে নকল?

সবাই এখন চিন্তাবিদ ভাই
সবাই দেশের নেতা
আসল যারা বুদ্ধিজীবি
পাত্তা পায়না সেথা।

আসল যারা বুদ্ধিজীবি
ঘরের কোনায় বসা
তাদের কথা কেউ শোনেনা
মরণ হবার দশা।

মারদাঙ্গাভাব উগ্রস্বভাব
তারাও চিন্তাবিদ
তাদের কথায় ঝগড়া লেগে
হারাম হয়রে নিদ।

সবার জন্যে চিন্তা করে
চিন্তাবিদ আর নাই
পুরো দেশটায় অরাজকতা
শান্তি হয়না তাই।

যার যার মত দেশটা নিয়ে
চিন্তা করার ফলে
আমজনতা নাস্তানাবুদ
দেশটা রসাতলে।

০ Likes ১৭ Comments ০ Share ৪০৪ Views

Comments (17)

  • - মাসুম বাদল

    কবিতায় ভালোলাগা...

     

    (কবিতার নাম নিয়ে সংশয় আছে, একটু দেখবেন)

    - আলমগীর সরকার লিটন

    দাদা

    কবিতার নাম নিয়ে কি ধরনের সংশয় আছেন

    দেখাবেন--

    • - মাসুম বাদল

       পর্ণের শব্দটা নিয়ে সংশয়

    • Load more relies...
    - রোদের ছায়া

    মাসুম ভাই বলার পর ও বানানটি ঠিক করেন নি , এটা কিন্তু কোন ভাবেই ঠিক কাজ নয়। আপনি ভালো একটি বাংলা অভিধান হাতের কাছে রাখুন লেখার সময়।

    ঘিরা, ধূসর/ধুসর, পুড়া , বর্ণচূড়া , পূর্ণের  বানান ঠিক করে নিবেন।

    • - আলমগীর সরকার লিটন

      ঠিক আছে আপা

      বানানগুলো ঠিক করেছি

      অনেক ধন্যবাদ-----

    • Load more relies...
    Load more comments...