Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ঘাস ফুল

১০ বছর আগে লিখেছেন

অণুগল্প

শিকারের খোঁজে, শিকারির ভাঁজে প্রলম্বিত সময়। পূর্বাকাশে আলোর রেখা উত্তর-দক্ষিণে বিস্তৃত হয়। দলিত মথিত রজনীগন্ধা দুর্গন্ধময় হয়ে উঠলে, নামিয়ে রেখেই দামী গাড়ীটি দ্রুত ফাঁকা রাস্তায় মিলিয়ে যায়। বুকের উঠা নামায় উষ্ণতার পরশে পদযুগলে কিঞ্চিৎ শক্তি সঞ্চারিত হয়। 
মুয়াজ্জিনের আযানের সুরেলা ধ্বনিতে বাঁশের মাচায় বাঁধা ঘরগুলোতে ক্যাঁচর ম্যাচর শব্দের কোলাহল। ঘুমন্ত মুখগুলোতে ক্লান্ত দৃষ্টিপাত, ঠোঁটে এক চিলতে মলিন হাসি। তবুও নীরব অশ্রুপাত। 
continue reading
Likes ১৮ Comments
০ Shares

Comments (18)

  • - মনির হোসেন মমি(মা মাটি দেশ)

    ভিতরের গান চমৎকার।

    • - মেজদা

      ধন্যবাদ মা মাটি মানুষ। খুব সুন্দর নিক। শুভেচ্ছা রইলো। 

    - মোঃসরোয়ার জাহান

    অসাধারণ একটি লেখা  মেজদা!,কেমন আছেন ?মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা২০১৪ ক্যাটাগরি ১ এ আমার কবিতা “প্রিয় স্বদেশআছে,প্রতিযোগিতার জন্য।আপনাকে কবিতাটি পড়তে আমন্ত্রণ রইল।যদি ভালো লাগে তবে আপনার মূল্যবান একটি ভোট চাই।ভালো থাকবেন শুভ কামনা রইল।

     

    • - মেজদা

      ধন্যবাদ সরোয়ার ভাই। আমি অবশ্যই পড়বো আপনার কবিতা। শুভেচ্ছা জানবেন। 

    - মাসুম বাদল

    খুব খুব ভাললাগা জানালাম, মেজদা'!!!

     

     

    (বইটি সংগ্রহে আছে)

    • - মেজদা

      আপনার সংগ্রহে আছে তা আমি জানি। সব সময় পাশে পাই আরও ভাল লাগে। ধন্যবাদ মাসুম ভাই। 

    Load more comments...

ঘাস ফুল

১০ বছর আগে লিখেছেন

অণুগল্প

আভিজাত্যে মোড়ানো আলিশান বাড়ি
নিচে গাড়ির শব্দ।
সিঁড়িতে ত্রস্ত পায়ের আওয়াজে
দরজা খুলে যাওয়া।
কিছুক্ষণ পর…
আফনার চা।
এই শোন,
এটা তোর জন্য।
প্রসারিত চোখে অবিশ্বাসের ছায়া!
তবু লোভাতুর হাত লুফে নেয় ফাঁদ।
 
অতঃপর-
অপেক্ষার প্রহর তার
এলোমেলো করে দেয় প্রতিটা দিন।

continue reading
Likes ২৯ Comments
০ Shares

Comments (29)

  • - মাসুম বাদল

    বেশ ভালো লাগলো... 

    • - মোঃসরোয়ার জাহান

      thank u so much

    - রইসুজ্জামান

    খুব ভাল লাগল ভাইয়। শুধু তোমার জন্য যুদ্ধে যাব হে প্রিয় স্বদেশ- অসাধারন।

    • - মোঃসরোয়ার জাহান

      thank u so much

    - কেতন শেখ

    চমত্কার!

    • - মোঃসরোয়ার জাহান

      thank's

    Load more comments...

ঘাস ফুল

১০ বছর আগে লিখেছেন

অণুগল্প

কামোপহত একদল কীটের চোখে জ্বলে উঠলো কামাগ্নি।
আঁধারের বাঁকে বাঁকে জ্বেলে দিল সম্ভোগী আলো।
দূরীভূত হল সমস্ত আঁধার।
সুবহ সাদিকের পর শাড়ীর আঁচলে হল ভোরের সূর্যোদয়।
একাকীত্বের হাত ধরে অবিন্যস্ত জীবনের চোরাগলিতে পা দিল ছেলেটি।
এক সময় আঁধারের খোঁজে আঁধার গলিতেই আশ্রয় পেলো।
বুঁদ হয়ে কাটিয়ে দিল দু’টো বিরহী শীতনিদ্রা।  
 
ভালোবাসায় আর নির্ভরতায় উষ্ণতা ছড়ালো নতুন আঁধার।
সাজানো বাগান এখন প্রস্ফুটিত পুস্পের সৌরভে সুরভিত। 
continue reading
Likes ২৮ Comments
০ Shares

Comments (28)

  • - সুখেন্দু বিশ্বাস

    হোকনা যান্ত্রিক নগর জীবন

    স্বপ্ন যে একদিন হবেই পূরণ।

     

    শুভকামনা সতত ভাই রথী ।     

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইলো।

    - আলমগীর সরকার লিটন

    বা সবি সুন্দর লাগল কবিতা-----

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      ধন্যবাদ লিটন ভাই। শুভেচ্ছা রইলো।

ঘাস ফুল

১০ বছর আগে লিখেছেন

অণুগল্প

মূর্তিমান হয়ে বিস্ফোরিত চোখে ধুঁয়ার কুণ্ডলী পাকিয়ে ফুটপাতে দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে মাংসল রোহিত সড়কের দিকে। যান্ত্রিক যানের নির্মম গতির তবুও কোন শ্রান্তি নাই। কিছুক্ষণ আগে তার প্রতিবন্ধ গা ঘেঁষেই ব্যস্ত সড়কে নেমে পড়েছিল যষ্টি বিহীন ক্লিষ্ট পান্থ, দিন রাত্রি হয় না যার ক্ষান্ত।  
উদাসী ভ্রান্তির বিনাশী ক্রান্তিতে, তার সাজানো বাগান এখন ঝকমারি কুণ্ডলীতে ঘূর্ণায়মান রক্তমাখা বিভীষিকা।
continue reading
Likes ১৪ Comments
০ Shares

Comments (14)

  • - আলমগীর সরকার লিটন

    ভুল কার মঙ্গল আবার ভুর কার সর্বনাশ

    • - কাজী যুবাইর মাহমুদ

      যত ভুল করি, তত নতুন হই...

    - নুসরাত জাহান আজমী

    ভুল করেই তো সবাই শিখে। অনেকে অবশ্য বার বার ভুল করলেও কিচ্ছু শিখেনা।

    • - কাজী যুবাইর মাহমুদ

      ঠিক বলেছেন।

    - মোঃসরোয়ার জাহান

    এটা অসাধারণ একটি কবিতা,খুব ভালো লেগেছে ।

ঘাস ফুল

১০ বছর আগে লিখেছেন

নক্ষত্র আয়োজিত মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা- ২০১৪ এর প্রকাশিত পোষ্টসমূহের লিংক

আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন, নক্ষত্র আয়োজিত মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা- ২০১৪ এর লেখা জমা দেয়ার সময় সীমা বাড়িয়ে ২৬শে মার্চ ২০১৪ রাত বারোটা পর্যন্ত করা হয়েছে।
প্রতিযোগিতার জন্য এই পর্যন্ত অনেক কবিতা, গল্প এবং চিঠি পোস্ট আকারে প্রকাশিত হয়েছে। এর জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।  
আপনাদের পড়ার সুবিধার্থে সব পোস্টের লিংক এই পোস্টে দিয়ে দেয়া হল। যদি কারো পোস্টের লিংক ভুলে এখানে যুক্ত করা না হয়, মন্তব্যের ঘরে স্বীয় পোস্টের লিংক তুলে ধরার জন্য অনুরোধ রইলো। আপডেট করে উক্ত পোস্টের লিংক এই পোস্টে সংযোজিত করা হবে। কারো লেখা যদি পূর্বে কোথায় প্রকাশিত হয়ে থাকে, দয়া করে আমাদের অবহিত করলে, প্রতিযোগিতার জন্য সুবিধা হবে। অন্যথায় খুঁজে নিয়ে সেটাকে বাদ করে দেয়া হবে।
এই পোস্টটি প্রতিদিন রাত বারোটার পর আপডেট করা হবে এবং প্রতিযোগিতার জন্য প্রকাশিত নতুন লেখাগুলোর লিংক এর সাথে যুক্ত করা হবে। সকলের জন্য অনেক শুভ কামনা রইলো। 
 
বিভাগ-১-মুক্তিযুদ্ধের কবিতাঃ 
০১. স্বাধীনতা আমার পাওয়া- আলমগীর সরকার লিটন
০২. বাংলার নক্ষত্র- আলমগীর সরকার লিটন
০৩. এক মুক্তিযোদ্ধার রাইফেলের বাক্স আর গুলির খশা- আলমগীর সরকার লিটন 
০৪. একাত্তরের দিনগুলি- মোঃ মালেক জোমাদ্দার
০৫. অহংকারের পতাকা- অর্ঘ্য
০৬. হিসেব মেলে না কিছুতেই- মাসুম বাদল
০৭. কাটা পেঁয়াজের চাপড়ী- বর্ণা আহমেদ
০৮. মার্চ মানে স্বাধীনতা- আলমগীর সরকার লিটন
০৯. এ ইতিহাস প্রকাশ্যে হয়েছিল লেখা দেশপ্রেম ছিল তার নাম- সুমন আহমেদ
১০. মলয় চোখে স্বাধীনতা দাও- আলমগীর সরকার লিটন 
১১. স্বাধীনতা নিয়ে পাঁচটি কবিতা- সকাল রায়
১২. স্বাধীনতার পর- পিয়ালী দত্ত
১৩. ফেরা হলো না- আজিম হোসেন আকাশ
১৪. আর একটা স্বাধীন বাংলা- মোঃ গোলাম রব্বানী
১৫. স্বর্গপ্রণয়ের ৭১- আলমগীর সরকার লিটন
১৬. স্বাধীনতা- হরি দাস পাল
১৭. আমি যুদ্ধ দেখেছি- মোঃ জামান
১৮. যদি বুক চিরে দেখো, পাবে মুক্তিযোদ্ধা ভাই- কবিরুল ইসলাম কঙ্ক
১৯. ফসলের মাঠে লাশের মিছিল- গোলাম মোস্তফা
২০. অপেক্ষা- বৈশাখী ঝড়
... continue reading
Likes ৫২ Comments
০ Shares
Load more writings...