Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আসল দোষে দোষি কে?

আসল দোষে দোষি কে?
...........................কাজী ফাতেমা ছবি
=======================
দিন অস্থির রাত অস্থির
নি:শ্বাসটাও হয় না স্বস্থির,
রাত পোরালে দিনে শুনি
অবরোধ এর জয়ধ্বনি...
গাড়ি জ্বলে; মানুষ পুড়ে
লাশের গন্ধ বাতাসে উড়ে।
আতঙ্ক পলে পলে;
কে যে কি করছে তলে তলে!!
কার মনে কি আছে!
ষড়যন্ত্র করে পাছে......
আইন কানুনের বালাইষাট
অবরোধে শুন্য মাঠ,
লাশ গুম; থাকলে শত্রুতার জের
কারা মারছে করবে না কেউ বের;
সুযোগ নাও আসতে পারে ফের
অস্থিতিশীল দেশে এখন সবাই শের ।
রাস্তায় গাছ; রেলে আগুন
আমজনতা খায় পুড়া বেগুন।
ঘরে বসে নেতারা
বাজায় আনন্দের সেতারা;
আঙ্গুল উঁচিয়ে হুকুমনামা
মূর্খরা না বুঝেই গায় সারেগামা।
ক্ষমতার দাপট; জনতা রোবট
হুকুম তামিল; অন্যায়াচারে শামিল।
একে একে দুই; বোয়াল আর রুই
বোয়াল করেছে ব্রত; রুইও হবে না নত;
এটা আমার চেয়ার; তোড়াই করি কেয়ার,
নড়ব না এক চুল; রুই করিস না ভুল;
নড়বি না? তো মজা দেখ
করব তোর ক্ষমতা হ্যাক।
রইবে না একটাও চুল;
সাঁতরায়ে পাবি না কূল।
চেয়ারের নিচে দিলাম অগ্নি;
পালাবি কইরে তুই ভগ্নি।
চুলাচুলি; দলাদলি
আমি তুমি বলাবলি;
সাতেও নাই পাঁচেও নাই
ধনী গরিব ভাই ভাই।
ঘরে বসে মুড়ি খাই
আগুনে তোরা হ ছাই;
তোগো সাথে আমরা নাই
পায়ের তলায় মাটি নাই;
স্বার্থ লোভীদের নাই ঠাঁই।
কিলাকিলি ঘোষাঘুষি;
কর তোরা যত খুশি।
বোয়াল রুই তোরাই দোষি
মানুষ মারছিস!!
মরবি দেখিস, গলায় ফাঁসি।
রাম, সাধু, যদু, মধু
তুই লাউ; তুইও কদু।
পুড়িস তোরা রোষানলে;
দেশ যাকগা রসাতলে....
আসল দোষে দোষি তোরা
এক পা কবরে; হইছিস বুড়া।
বন্ধ এবার লাফ ঝাপ
ঘরে বসে তছবি ঝপ;
আপনজনদের সাথে কর গপ সপ;
ছড়াসনে না বাবা আর আগুনের উত্তাপ;
দেশ বাঁচুক; আমরা বাঁচি ছেড়ে হাফ।



০ Likes ১৪ Comments ০ Share ৪৫০ Views

Comments (14)

  • - আল ইমরান

    আমার সাথেও সাইফ ভাই এর খুব ভালো সম্পর্ক ছিল। উনি মানুষ হিসেবে চমৎকার মানুষ ছিলেন। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

    - মাসুম বাদল

    শ্রদ্ধাঞ্জলি 

    - সনাতন পাঠক

    শুভ জন্মদিন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

    ধন্যবাদ আপনাকে।

    Load more comments...