Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

তোমার হাসি দেখবো বলে


তোমার হাসি দেখবো বলে
সাইয়িদ রফিকুল হক
 
চাতকপাখির মতো কী এক আশায় বসে থাকি
দিনান্তে দেখবো তোমার মুখের হাসি,
সারাটি দিন কেটে যায় অপেক্ষার প্রহর গুনে
কখন বলবো তোমায় একটু ভালোবাসি!
তোমার হাতের একটু ছোঁয়া পেতাম যদি
একনিমিষে হয়ে যেতাম আমি ধন্য,
একটুখানি ভালোবাসা জাগবে কি এই দুনিয়ায়
তোমার মনে শুধু এই আমার জন্য?
 
তোমার মুখের মধুর হাসি দেখতে পেলে
মেঘ জমবে না আমার মনের আকাশে,
কদমফুলের মতো তোমার মনোলোভা হাসি
ভেসে আসে ঘ্রাণ যেন তাই বাতাসে!
দিনটি আমার কেটে যায় কঠিন-সংগ্রামে
তোমার হাসি দেখবো-দেখবো... continue reading

৩৬৭

রাজীব নূর খান

৭ বছর আগে লিখেছেন

আমার মৃত্যু চাই

মৃত্যু চাই
কষ্টের মৃত্যু নয়
আনন্দময় ঘুমের মধ্যে মৃত্যু
কারো শোকের আমার দরকার নেই
যদিও অভাগার মৃত্যুতে কেউ শোক করে না।
প্রতি নিয়ত মৃত্যুর চেয়ে চির মৃত্যু অনেক শ্রেয়
অনেক প্রশ্ন জেগেছে মনে?
মৃত্যুর কাছে সব প্রশ্নই অবান্তর
মৃত মানুষের কাছে শুধু নিরবতাই কাম্য
হৈ-চৈ করো না বন্ধু,
দাও এক মুঠো সৌরব
ফেলো না চোখের জল।
মৃত্যু চাই সহজ সরল আনন্দময় মৃত্যু।
আমি কবি না। কবি হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। তারপরও মনের গোপন কথা গুলো কবিতার মতোন করে লিখতে চেষ্টা করি। নিজেকে হালকা করি। continue reading

২৬৭

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

সময়টা এখন যাচ্ছে বড় মন্দ

সময়টা এখন যাচ্ছে বড় মন্দ,
চারিদিকে আজ ছড়িয়ে আছে বিবেক পোড়ার গন্ধ। 
সহমর্মিতার সকল দুয়ার আজকে যখন বন্ধ,
চোখ থাকিতেও আমরা সকলে সেজে আছি অন্ধ।
কোনটা আসল ,কোনটা নকল চিনতে জাগে সন্দ,
তাই বিপদে হাত বাড়াতেও মনে লাগে দ্বন্দ। 
কথা আর কাজের মাঝে নেই কোন আর ছন্দ, 
সকল কিছুই মিলেই আজ ,জীবনটা বড় নিরানন্দ। continue reading

২৫৯

শমীক বন্দ্যোপাধ্যায়

৭ বছর আগে লিখেছেন

সৎকার

আমাদের বন্ধুত্বের মাঝে মিশে ছিল
তোমার কিছু চাওয়া আর পাওয়ার হিসাব।
আজ তোমার সব চাহিদা হয়েছে পূরণ,
সব পাওয়া গেছে মিটে-
তবে, বন্ধুত্বের লাশ মিছে না বয়ে
এস করি ফেলি সৎকার,
নিই বন্ধন মুক্ত করে। continue reading

৩৫৯

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

আজ সমাজের অবস্থা...

মাথার উপর জেঁকে বসেছে নানান রকম বোঝা,
এত বছরেও হলো না আমারা, কোমর খানি সোজা।
নিজের পায়ে হাঁটতে গিয়ে খাচ্ছি আমি উষ্ঠা 
মাথা ভর্তি বোঝা নিয়ে আমি, আজ সমাজের বিষ্ঠা।
চলতে পথে কেউবা যদি হাত খানিটা ধরে
তাইনা দেখে অন্যরা সব চোখের ব্যথায় মরে।
শত জনে মিলে গড়ে ফেলে তারা বিরোধিতার জোট
বোঝার চাপে নড়ছে না শরীর, নড়ছে শুধু ঠোঁট।
মুখে উচ্চারিত আমার কথা পৌছে কি না কানে? 
অন্যরা সব ব্যস্ত সবাই আপন উদযাপনে। 
চলতে আমার এই না পথে কেউ নাই আর সঙ্গে
শক্তি জোগায় বোঝা বাওয়ার আমার সারা অঙ্গে। 
নিজের বোঝা নিজেই বাইয়ে হব আমি বলীয়ান
সমাজের শত বাঁধা ঠেলে আমায় হতে হবে সফলকাম। continue reading

৪০৭

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

আমি মেঘ বালক এর স্বপ্ন

আমি মেঘ বালক,
মেঘের বেশে তোমার দেশে আমি ঘুরেছি কতটা পথ।
তুমি মেঘ বালিকা,
মেঘ বালকের ডানায় চড়ে তুমি ঘুরেছ ততটা পথ।
আমি মেঘ বালক,
আমার যত স্বপ্ন তা তোমারই স্বপ্নের মতই।
কেননা মেঘ বালিকা,
তুমিই তো মেঘ বালকের ডানায় বসে এঁকেছিলে সে স্বপ্ন।
আমি মেঘ বালক,
আমার আর কোন স্বপ্ন বাঁকি নেই।
তুমি মেঘ বালিকা,
যদি না তুমি কোন স্বপ্ন লুকিয়ে রাখ তোমার বুকের ভেতরে।
আমি মেঘ বালক,
আমার যদি কোন স্বপ্ন বাঁকি থাকে তাহলে মেঘ হয়ে আবার আসব আমি তোমার আকাশে।
তুমি মেঘ বালিকা,
সেদিন তুমি স্বপ্ন খানি বুকের ভেতর থেকে বের করে তোমার উঠানখানি রাঙ্গিয়ে রেখ। continue reading

৩৫৫

নদী

৭ বছর আগে লিখেছেন

শুধু, তুমি, একবার ভালবাস....

শুধু একবার ভালবাসো.........
একবার তুমি ভালোবাসো
দেখবে, মরুভূমি কেমন সবুজ বাগান হয়,
কেমন করে চরের বুকে জাগে নতুন বসত
চৈত্রের আকাশ রংধনুর আভা ছড়ায়।
একবার তুমি ভালোবাসো
সমস্ত মৌনতা ভেঙে বেজে উঠবে চৌরাশিয়ার বাঁশি,
কাল বৈশাখীর ঝড়ো আকাশ ছড়াবে নীল দ্যুতি
কঠিন পাহাড়ের বুক চিড়ে জন্ম নিবে ঝরনা রাশি রাশি।
একবার তুমি ভালোবাসো
দেখবে,সবুজ বৃক্ষের মত উজ্জল আর প্রাণবন্ত হয় উঠবে
এই নির্জীব রুগ্ন হাত আমার,
শুভ্র ভোরের মত উৎফুল্ল আর সজীব হয়ে উঠবে এই নির্ঘুম ক্লান্ত দু'চোখ আবার।
শুধু একবার, তুমি ভালোবাসো
continue reading

৪৯২

ফকির আবদুল মালেক

৭ বছর আগে লিখেছেন

কষ্টের ফেরিয়লা

কষ্টের ফেরিয়লা
(সুন্দরী সিরিজের কবিতা)
.....................................
নিয়ে কষ্টের ঝোলা ডাকিছে ফেরিয়লা দখিন রাস্তার ধারে
বসে মনেতে ভাবি আছে কোন অভাবী আজব এ সংসারে
কষ্ট কিনতে চায় চুপি চুপি সুধায় এদিকে এসো ভাই
ফুরিয়ে গেছে সব কষ্টের কলোরব ঘরেতে কষ্ট নাই
বালক বালিকারা গুটিয়ে বই পড়া বারবার হাকায়
তাদের কষ্ট চাই নাই উপায় নাই কষ্ট গেল কোথায়!
এসব হবে নাকি ভাবি গিয়েতো দেখি কষ্টের ফেরিয়লা
কি এনেছে এমন এতো যে আয়োজন ডাকিছে মনভোলা।
নানা রকম কষ্ট লালচে নীল নষ্ট দেখতে পেয়ে ভাবি
চাপা ঘাসের সাদা এনেছে একগাদা আসল নাকি সবি?
ফেরিয়লার ঝোলা হলো... continue reading

৩২৮

নদী

৭ বছর আগে লিখেছেন

পায়ের শব্দে অপেক্ষা জেগে উঠে....

সে আসেনি,
সে আসবে না,
তবুও কেন পায়ের আওয়াজ পাই ?
তবু কেন মন খারাপ হয়?
যে-কোনো শব্দ শুনেই
বাইরে উঠে যাই কেন ?
মনে হয় এই সে এলো বুঝি
নাহ, কেউ নেই।
নাহ, কোন অপেক্ষা বা অভিশাপ নয় শুধু,
অদ্ভুত নির্জন এক পৃথিবীতে জীবন্ত ফসিল হয়ে আছি... continue reading

৪৫৮

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

যদি বলি, ভালোবাসা তুমি

যদি বলি, ভালোবাসা তুমি 
যদি বলি, ভালোবাসা তুমি 
সন্ধ্যা আবিরে ফুটপাত ধরে, 
খোসা ছাড়িয়ে বাদাম চিবানোর আবেশ। 
যদি বলি, ভালোবাসা তুমি 
সাঁঝ আঁধারে ধুঁয়া তোলা চায়ের কাপে 
আড্ডা গল্পে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে আলতো চুমুক। 
যদি বলি, ভালোবাসা তুমি 
সাদা কাগজে মড়ানো কৌশর 
রঙিন কাগজে মড়ানো স্বপ্নময় যৌবন। 
যদি বলি, ভালোবাসা তুমি 
আচমকা বৃষ্টিতে ভিজে দিলে সব 
খানিক জলের ফোটা জলে যে জলছবি ভাসে। 
যদি বলি, ভালোবাসা তুমি 
মেঘে মেঘে এমনি বিন্দুর ভাব 
মেঘ জটলা শ্রাবণ বাদলে অবিরাম ঝর ঝর ঝর। 
১৪২৩/৩০, শ্রাবণ/ বর্ষাকাল। continue reading

৩২০