Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

অযোগ্য ভাবনা

(ছবিটা নেট থেকে সংগ্রহ) (দীঘ একবছর পর নক্ষত্রে পর্থাপণ করলাম )
রূপের বিকৃতে প্রেমময় চোখ অযোগ্য-
তাহলে কি কাম্য শুধু চোখের পলকে মৃদূহাসি !
এতোশত বুঝিনা- সামনে এসে পরো ;
যোগহীন কি দেখলে ? দেখো না- মৌমাছি মধু আহরণে-
দেখো না- প্রজাপতি উড়ে বসে ঘাসফড়িংর বুকে-
তেমনী করে অযোগ্য ভাবো কি করে ?
ক্ষীণ রূপের সাথে লাগাছো বিদ্বেষীর রঙ সরিষা ;
আমি চর হয়ে যাবো -কাঁচালঙ্কার !
তখন নাহয় ভাবো অযোগ্য ভমরের অস্থিপঞ্জর -
দৃষ্টির অগোচরে -সাদা ভেলায় জলঝরে ।
২৭/১২/১৬
=======
continue reading

৩২১

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

লেবাস

আমি তোমাদের মাঝে বস বাসকারী ভদ্রতম এক চরিত্র। 
আমার দ্বারাই হচ্ছে ক্ষতি তোমার,তোমাদের 
যা তোমাদের কল্পনাতীত,ভাবান্তরেও আসেনি। 
হয়তো আমার দ্বারায় অপদস্থ হচ্ছে, 
তোমাদেরই বৃদ্ধ মা-বাবা। 
হয়তো আমার কামোনার দৃষ্টিতে ধর্ষিত হচ্ছে, 
তোমাদেরই বউ বোন। 
হয়তো আমার লালসার বলী 
তোমাদেরই কোন না বালেগ সন্তান। 
হয়তো আমার দ্বারায় নিগৃহীত হচ্ছে 
তোমাদেরই ভাই কিংবা কোন আত্মীয়। 
হয়তো আমার দ্বারায় সংঘটিত হচ্ছে 
এমন কোন অসামাজিক কার্যকলাপ। 
যা তোমার ও তোমাদের অনাগত ভবিষ্যৎ এর জন্য 
অসামাজিক পথভ্রষ্ট হতে সহায়ক। 
কিন্তু আমার প্রতি তোমাদের বিন্দু মাত্র অবিশ্বাস নেই, 
নেই কোন সন্দেহ। 
আমার তো তোমাদেরই মাঝে বসবাস, 
কিন্তু আমার মুখের উপর লেপ্টে আছে ভদ্রতার লেবাস। 
আর চিনবেই বা কি করে বলো? continue reading

২৩৯

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

আজকে খুশির ঈদ


আজকে খুশির ঈদ
সাইয়িদ রফিকুল হক
সারা জাহান আজকে দেখি 
হাসছে খুশির জোশে,
নুরের নবী ধরাধামে
এলেন যে এই দিবসে।
ফুলে-ফুলে উড়ছে ভ্রমর
গাইছে মধুর গান,
আজকে যেন খুশির ঈদ
দেখছে সারা জাহান।
সবার মনে খুশির জোয়ার
আজকে নবীর জন্মদিন,
মুমীন হলে তোমার মুখটি 
হয় না যেন মলিন।
নবীজীর এই মিলাদ দেখে
হয় না যারা খুশি,
এই দুনিয়ায় পশু তারা
খাবে লোকের ঘুষি।
বিশ্বজুড়ে খুশির জোয়ার
হাসছে মুমীন-দল,
এমন দিনে নবীপ্রেমে
পাবে বিরাট ফল।
আয়রে সবাই আজকে করি
মনের সুখে ঈদ,
নবীর প্রেমে পাগল হয়ে 
ভাঙ্গরে সবার নিদ।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২ই রবিউল আউয়াল, ১৪৩৮ হিজরী।
১৩/১২/২০১৬
continue reading

২১৬

মামুন

৭ বছর আগে লিখেছেন

তারা গুনি আকাশে আকাশে

বন্ধুরা! কেমন আছিস সবাই?
এখনো কি ক্ষ্যাপা চত্বরে আড্ডা দিস
শহীদুলের চা'র দোকানে
নেড়ে শফিক কি সেই আগের মতই উচ্ছল-
ছল ছল নদীর মত এখনো কি বয়ে চলে সে
হৃদয় থেকে হৃদয়ে..সারাটাক্ষণ?
আকাশের বিদেশ যাবার কি হলো
জানাস তো
পপির সাথে ওর কি এখনো যুদ্ধ চলে
সম্পর্কটা কি টিকে আছে  ওদের?
বাতেন স্যার এখন কেমন আছেন রে
আগের মতন এখনো কি কবিতা লেখেন?
একটা বই বের করতে চেয়েছিলেন..
আচ্ছা বলতো, আমরা এতগুলি ছাত্র থাকতে
স্যারের এই ইচ্ছেটা পূর্ণ হল না কেন?
তোরা না জানালে ও
খবর রেখেছিলাম আমি.. একজন ফোনে জানিয়েছিল আমায়
সেই রাতে স্যারের মৃত্যু সংবাদ পেয়ে অনেক কেঁদেছিলাম!
আমাদের মত এমন কুলাংগার ছাত্র স্যার রেখে... continue reading

৩১৩

কৃষ্ণেন্দু দাস

৭ বছর আগে লিখেছেন

"অনতিক্রান্ত সময়ের নির্লিপ্ততা"

খুব সম্ভবত একটু পরেই আমার ট্রেন,
ঘড়ির কাটায় গুনে গুনে- ঠিক পনেরো ঘন্টায় ছাড়বে গাড়ি।
হাত ঘড়িটার আয়ু ফুরিয়ে গিয়ে-
সাতটা চল্লিশে দাঁড়িয়ে আছে চারদিন আগে থেকে।
অনেক কিছু ভেবে চিন্তে অবশেষে বাড়ি ছাড়ছি আমি…
হয়তো আর ফেরা হবেনা এ তল্লাটে।
এই রাস্তা, চায়ের দোকন- বটতলার মোড়ের নিতাই লন্ড্রী,
তোমাদের পুরানো কাঠের দোতলা বাড়ি আর এই ষ্টেশন,
সবকিছুই হবে ধোঁয়াটে কোন স্মৃতি।
মগজের সব অলি-গলি পার হয়ে স্বপ্নেরা এসে হানা দেবে একদিন-
এইখানে, সেইসব পথে- যেখানে হেঁটেছি শৈশবে,
কিংবা সেই ঝিলে যেখানে নৌকা চেপে কেটেছে অগুনতি বেলা।
সময় যেন ব্যস্ততা ভুলে থমকে গেছে... continue reading

৩১৯

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

লোকালয় ছেড়ে

লোকালয় ছেড়ে,জনমানব শুন্য মাঠের মাঝে 
দুই পা ছড়ায়ে সবুজ ঘাসে বসে আছি। 
সামনে সবুজ ধান ক্ষেত,হেঁটে যাওয়ার পথ,   
ওপারে সরষে ফুলের আগুন লাগা হলুদ বাতাশে খায় দোল। 
তারপরে আবারও মাঠ,মাঠের পরে ক্ষেত, 
দূরের ঝাপসা দৃষ্টিতে দেখা যায় কালো গ্রাম। 
মাথার উপর দিয়ে উরে যায় সাদা বকের ঝাঁক, 
ঐ আঁধার মাখানো কালো গ্রামের দিকে। 
পেছনে নদীর মধ্য থেকে,   
সন্ধার কুজঝটিকা ধেয়ে আসছে আপন গতিতে। 
নিমিষেয় ঢাকা পড়ি আমি, 
সোজা হয়ে উঠে দাঁড়ায়, 
পায়ের নিচে চেপে থাকা জুতো জোড়া বগলে তুলি 
সামনের পানে চলা শুরু,ঐ সাদা বকের পেছনে। 
আঁধার মাখা গ্রামে বাঁশ বাগান আছে, 
কানা বকের বাসা ঐ বাঁশ বাগানে। 
কিন্তু আমি, আমার। continue reading

২৫৯

কৃষ্ণেন্দু দাস

৭ বছর আগে লিখেছেন

“পাতায় শিশিরের শব্দ”

যখন ডুবে যাবে সূর্য-
পৌষের ক্লান্তিহীন কোন দিনের শেষভাগে,
গ্রামের মেঠোপথে আবার হবে দেখা
ফেলে আসা স্মৃতি যদি তোমার হৃদয়ে জাগে।
মাঠের সোনালী ধানে অথবা ঘাসের সবুজে
গোধূলীর আলো মিশে হবে একাকার,
আমরাও মিলেমিশে এক হব পাশাপাশি-
চাওয়া-পাওয়া মিটে গেলে এ জীবনে হয়তো আবার।
যখন নামবে নিঝুম কোন সন্ধ্যা-
জোনাকীর আলো জ্বালা পুকুরের পাড়ে,
ক্লান্ত ডানায় ঠোটে নিয়ে টুকরো শস্যদানা
ফিরে যাবে একঝাঁক পাখি- পাখিদের নীড়ে।
কুয়াশায় ঢেকে গেলে চারিদিক, সব চরাচর-
চাদরের ঘোমটায় ঢুকবে যখন তুমি ঘরে,
বেড়ালের পায়ে পায়ে চুপিচুপি এসে জানালায়
দাঁড়াব তখন আমি- সন্ধ্যাটা মেলাবার পরে।
... continue reading

২৫৯

মোঃসরোয়ার জাহান

৭ বছর আগে লিখেছেন

“কঠিন আঁচড়”

নিঃশব্দে দেখেছি পরিবর্তি মুখে প্রেমিকার দীপ্ত মুখ
তোমার নিপুণ নিরিখে বুকে বিনষ্ট অনিদ্র ভায়োলিন
দীর্ঘ দূপুর ভরে অপেক্ষমাণ হারানো মেঘের খোঁজে
সন্ধ্যার চকিত উদ্ভাসে লালাভ স্পন্দনে বাসন্তী আকাশ!
 
নক্ষত্র ফোঁটায়-ফোঁটায় প্রাণবীজ কঠিন ম্লান হাস্যে
দুঃখ শ্লোক গাইবো না আমি কেবল জানিয়েছি
হৃদয় হয়নি তবু কি সর্বনাশ
রক্তের খেদ রয় কি ধূলায় ঢাকা হৃদয়পুরে জটিলতায়
সুদীর্ঘ বাতাস মাথা নাড়ে জ্বলজ্বল করে অশ্রু-ঝলোমলো!
 
বহুদূর নীল সমুদ্রের আকাশে প্রাণ হবে উজ্জ্বল তিমিরে
ঝড়েও কাতর নয়,বৃষ্টিতে বসন্তের আলো লেগে
স্বপ্নের ভিতরে নেশার শস্য প্রাণবান সুদীর্ঘ বাতাসে
আকাঙ্ক্ষার কঠিন আঁচড়ে ঐন্দ্রজালিক লাটাই নীলাভ... continue reading

২৭০

মোঃসরোয়ার জাহান

৭ বছর আগে লিখেছেন

“শূন্য প্লাটফর্ম” মোঃসরোয়ার জাহান

দিগন্ত ময় শূন্য প্লাটফর্ম
ক’ফোঁটা হাহাকার মৃন্ময়ী যৌবনে
এই ভাবে সুদূর অজ্ঞাতবাসে
ক্লান্ত হতে হতে
ও আমার নিরুদ্দেশ,স্পর্শ কি পাও এখনো?
চলমান মেঘের ভিতরে কখনো কখনো
জীবনের সুতোয় স্বপ্ন গাঁথতে 
তোমার সীমাহীন উপেক্ষাতে!
আজো সেই মুহূর্তের প্রেম
একা একা হাঁটা এতোটা পথ
নেই অনুযোগ, নেই অভিযোগ, নেই দাবী;
দেখো দেখো……
ভালোবাসা ফিরে যাচ্ছে বিষাদ ক্লান্ত নগ্ন পায়ে একা !
===============================
১৬-১১-১৬
কল্যাণপুর,ঢাকা continue reading

২৮০

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

নিরুদ্দেশে যাত্রা

একদা আমাদের সবই ছিল, আমরা জন্মে ছিলাম এক নক্ষত্র রাতে
একফালি মেঘের নিচে একটা ছোট্ট ঘর, মাথার উপর আকাশ
স্বপ্নের মতো মনের কোণে বুদবুদ করে ওঠে নোনা জল
অভ্যাস বশতঃ সুখ সুখভাব করে দমবন্ধ নিশ্বাস
এভাবে ঘরেই দিনাতিপাত করছিলাম আমরা।
হঠাৎ কোথা থেকে উড়ে এলো দুর্লভ প্রজাতির মানুষ!
তারপর.......
বাক্সে গুছিয়ে রাখছি জীবন সংসার
উদ্বাস্তু হওয়ার এমন লজ্জা কাকে দেখাই
পেটের ভেতর টান পরেছে কাঙালি খিদের
আমি তো প্রভূ নতজানুই ছিলাম তোমার কাছে
আগে তো জানিনি এমন নিরুদ্দেশে যাত্রা হবে আমাদের।
continue reading

২৯১