Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

তানজিমুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

“কবিদের প্রস্থান”

হাসি মুখে প্রতিমা বিসর্জনের আনন্দ, মুক্তি দায় কালিমা ।
অন্তর্ঘাতে যদি গুড়িয়ে দেয়া যায় প্রিয় ফুলদানি,
তাতে নিজের ক্ষতি হলেও, মুক্তি পায় বিষাক্ত ফুল ।
যেখানে বুঝা না বুঝার ভান,মানবীর- চিরদিনের ;
সেখানে শ্রদ্ধার বাচনিক ভঙ্গি,অনেকটাই- পঙ্গু ।
'বিভ্রান্তি, বলতে যা বুঝায় তা নয়,
একটা প্রধাণ 'ভাবাবেগ,
শেষের কবিতার সুনিশ্চিত প্রস্থানের পূর্বাভাস যদি হয় ঠিক, তবে,
বিদায়ের শোক সুনিশ্চিত
বায়বীয়,
অষ্পষ্ট,
মৃদু সন্দ্ধ্যার মত ।
আজ, এক-দুই করে ফেলে আসা ছোট সন্ধ্যার অতীত,
তার দ্বায় ভার কম নয় ।
সুললিত ছন্দে গড়ে ওঠা
এক সম্পর্কের পটভূমিকায়
আমরা- এক প্রলম্বিত ছায়া,
চিরন্তন আকৃতি,
কোন কৃত্রিম... continue reading

৩৬৭

দীপঙ্কর বেরা

৭ বছর আগে লিখেছেন

নদী নির্জন

 
কষ্টের তুল্য নদীর তীরে দাঁড়িয়েছিল
বাঁধ বেঁধে সুখের চাঁদ
ডুব সাঁতারে ভাসিয়ে দিয়েছি,
 মায়ের শাড়ি শীত শীত আঁচল ছিল
সুবাসের পূর্বায়ন দিক বদলে
দূর পাহারায় সংসার আঁকত।
এসব এখন আর পাহাড় শোনে না
হেমন্তের পূর্ণিমাতে তার ঘরেও বৃষ্টির ছোঁয়া লাগত
প্রতি রাতে উদাস দুপুরের নির্জন গল্প চলত।
বড় হওয়া পারাপার
 নদী বরাবর বয়ে যেতে চায়।
continue reading

২৯১

শমীক বন্দ্যোপাধ্যায়

৭ বছর আগে লিখেছেন

শিল্পী

শ্রান্ত দেহ, অলস চরণ
তবু আছি আনন্দে,
আমরা শিল্পী।
আমরা রচি শিল্প,
তোমরা পাও আনন্দ।
মাটি, কাদা মেখে,
কাঠ, খড় দিয়ে তৈরি করি যে রূপ
তাকে পূর্ণতা দিই
তুলির টানে, আগুনের ছোঁয়ায়।
তোমরা বল শাবাশ।
আমাদের মন যায় ভরে,
অন্তর পূর্ণ হয় অপার্থিব আনন্দে,
ভুলে যাই দারিদ্র্যের যন্ত্রণা,
অন্তরে তখন সব পেয়েছির সুখ,
কারণ, আমরা যে শিল্পী।
  continue reading

২৭১

মিনাক্ষী বিশ্বাস

৭ বছর আগে লিখেছেন

শূন্য লাগে

ছাদের উপর শুকিয়ে যাওয়া শাড়ীখানা
লুটিয়ে গেছে কেউ জানেনি
কখন এলো দমকা বাতাস কেউ জানেনি
সেপ্টিপিন্টাই পড়ে আছে একলা একা তারের সাথে,
যেমন থাকে ঠাকুর দালান
ভাসান শেষে সিঁদুরের দাগ পুরোন হলে।
 
একদুপুরে জনশুন্য বাড়ির মতন
খা খা উঠোন,শেষ প্রানীটি
কুকুরটাও ক্লান্তিনিয়ে ঝিমিয়ে গেছে
তেমন যেন শূন্য লাগে।
 
গুমোট ধরা ঘরের ভেতর,শ্যাওলা ধরা
পলেস্তারা নির্লজ্জ দাঁড়িয়ে থাকে
অনেক গোপন গল্প নিয়ে
সঞ্জীবনী কষের ভেতর একলা একা
ঠিক তেমনি শূন্য লাগে।
continue reading

৪৭৭

সুমন সাহা

৭ বছর আগে লিখেছেন

চিরকুটের শব্দ

সেই একইভাবে ফিরে যাওয়া
   একই পথ ধরে ফিরে যাওয়া
চোখে মুখে ভিক্ষুকের মত দুঃখ
     পথে পড়ে আছে মিহিন কাঁচের মত জ্যোৎস্না
বুকের বামপাশে ছেঁড়া পকেট, হলুদ খাম
ভেতরেই চিরকুটখানা...
        ছিঁড়তে গিয়ে খসখস খসখস শব্দ
   ভেতরে শোনা যায় গাঢ় অভিমান-কান্না
যেন পৃথিবীময় অজস্র চিরকুট ছেঁড়া চলছে
        ছেড়া পাতার শব্দ এমন নিঃসঙ্গ
সেইসব চিরকুট ছড়ানো পথ ভেঙ্গে
      ভেঙ্গে ভেঙ্গে ভেঙ্গে ভেঙ্গে চলে যেতে
              যেতে যেতে যেতে যেতে
উত্তুরে হাওয়াতে অমন স্পর্শ যেন কার যেন কার যেন কার যেন কার?
মনেও পড়ে না ঠিক যেন কার কোমল আঙ্গুল
এই কপালে, মন্দ কপালে, আমার চোখে, এই অসুন্দর চোখে
ওষ্ঠে, ওষ্ঠের উপরে এবং ওষ্ঠের নিচে
বুকের উপরে যেখানে ঘন লোম সেখানেও
যেন কার, যেন কার কোমল আঙ্গুল?
কপালে... continue reading

৩৫০

কল্যাণ চন্দ্র রায়

৭ বছর আগে লিখেছেন

প্রিয় সাথী

প্রিয় সাথী
.
-কল্যাণ চন্দ্র রায়
.
ভালোবেসে কাছে এসে
তোমায় ছেয়েছি
জীবন সাথী করে আমি;
তোমায় পেয়েছি।।
.
তুমি আছো তুমি রবে
আমার হৃদয় জুরে
ভালোবেসে যাবো আমি
প্রিয় সাথী তোমারে।।
.
সুখে দুখে চিরোদিন
তবো পাশে থাকবো.....
প্রেমের বাঁধনে বেঁধে তোমারে 
বুকে ধরে রাখবো।।
.
continue reading

৩৩২

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

শেষ আশ্রয়

জীবনের এই উত্তাল গাঙে,
আমি অতিশয় ক্ষুদ্র খড়কুটো মাত্র।
উত্তাল ঢেউ-এ হারিয়ে কূল,
আমি হাতরে ফিরি ভেসে থাকার অবলম্বন।
তার উপর ভর করেই পৌছাতে চায়,
উত্তাল এই গাঙের কিনারে।
উজান স্রোতে ভাসমান অবস্থায়,
যখনই কোন অবলম্বন সামনে আসে,
স্রোতের ঘূর্ণিপাকে তা আবার নিমিষেয় মিলিয়ে যায়।
আমি পড়েরই অতল স্রোতে,
হাতরে ফিরি পথের দিশা,
হারিয়ে ফেলি পাড়ের ফেরার আশা।
স্রোতের তোড়ে নিমিষেয় নিমজ্জিত হই অতল তলে।
আবারও ভেসে উঠি,ঝাপসা দৃষ্টিতে দেখা মেলে কোন কিছুর,
মনের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।
সাথে মনে জাগে ভয়!
আবারও যদি তা পাশ বেয়ে চলে যায় আমাকে রেখে?
আবারও হারিয়ে যায় স্রোতের তলে,
স্রোতের তোড়ে কমতে থাকে নিজের সঞ্জীবনী শক্তি।
হটাৎ-ই... continue reading

২৮৪

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

ঊষার আলো

ঊষার আলো পড়েছে,
আজ আমার এই দুটি চোখে।
পেয়ে নতুন আলো
চোখ দুটি আমার নেমেছে,
নতুন স্বপ্নের খোঁজে ।
ঊষার আলো পড়েছে,
আজ আমার এই শরীরে।
পেয়ে নতুন আলো
শরীরের মধ্যে লুকায়িত কুঁড়ি গুলো চাইছে,
আবারও নতুন করে বেড়ে উঠতে।
ফোঁটাতে নতুন ভালবাসার ফুল।
ঊষার আলো পড়েছে,
আজ আমার এই হৃদয় গহীনে।
পেয়ে নতুন আলো
হৃদয়ের সুপ্ত ভালবাসার আগ্নেয়গিরিটাও,
চাইছে দিতে উদগীরন।
ভাসাতে আমায় নব প্রেমের স্রোতে।
উষার আলো পড়েছে,
আজ আমার এই মনে।
পেয়ে নতুন আলো
মন চাইছে সওয়ার হতে নব প্রেমের ভেলায়।
কাটাতে সময় তাহার সাথে দিন রাত সারা বেলায়।
continue reading

৩৫৫

নূর আহমদ

৭ বছর আগে লিখেছেন

চন্দ্রস্নান

নূর আহমদ
০১.
ভেজা চুল রোদে মেলে দিলে তুমি
মায়াবি গন্ধে ছুঁয়ে যায় মন
নিঃসঙ্গ রূপ দেখি দাড়িয়ে তোমার
আর স্বপ্নবুনে কেটে যায় ক্ষণ ।
০২.
রাত নিঝুম হলে ফেরারি স্বপ্নেরা
চোখের পাতায় বাধে বাড়ি
আধার কেটে গেলে দিনের আলো
স্বপ্নেরা দিতে চায় পাড়ি ।
০৩.
স্বপ্নের সাম্পানে ভেসে ভেসে
আকষ্মিক পড়ে যাই জলে
চন্দ্রস্নান শেষে তীরে উঠি
তুমি হাত বাড়িয়েছো বলে। continue reading

৩৩৪

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

মানুষ

চোখের কোণায় আটকে আছে সব পঙ্কিলতা

মস্তিষ্কের নিউরন খেয়ে ফেলেছে ঘুণপোকা 

দ্রোহের ক্যানভাস জুড়ে অচেনা নারীর আনাগোনা।
 
ক্যামেরা চলছে,

ক্লিক ক্লিক শব্দে কেঁপে উঠছে বিশ্বাসে ঘর

পর্ব, মাত্রায় যদি ভুল হয়ে থাকে সে দোষ কলমের

দোহাই তোমাদের, সত্যি বলছি আমি মানুষ।
 
continue reading

৩২৪