Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

তোমার বন্দকি প্রেম

তোমার বন্দকি প্রেম 
তোমার বন্দকি প্রেম 
আগলে রাখা জীবন ভর 
কি দায়? কার দায়? 
কিসে এর বইবার ভার? 
যেন বেনামি দলিল দস্তাবেজ 
একই নামে রইল সারাটি জীবন। 
ভাললাগার এ কোন রশিকতা? 
তার মাশুল গুনতে হয় 
বংশ পরম্পপরা। 
চাঁদ বিনে রাতের খড়া 
আঁধার ক্ষণ যায় চলে নিরবে 
এ যে পুন:পার্বণ স্বপ্ন ভোর। 
তাই যদি হয; 
বন্দকি প্রেম, আজন্মের লাল ফিতায় আঁটা 
ধুলা ঝেঁড়ে স্মৃতির আগল খোলা 
উদাস আকাশ বন্ধুর বেশ 
চঞ্চল হাওয়া কয় কানে কানে 
বিরহ অনলে পুড়ে বাঁচার সাধ কেন জাগে? 
তৃঞ্চার আরধ্য প্রেম স্মৃতির আঁধারে বাঁচে। 
১৪২৩/০১, ভাদ্র/শরৎকাল। continue reading

২৬৭

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

যাতনা মাখা বর্ষা সাজ

যাতনা মাখা বর্ষা সাজ 
মাখো মাখো বানের কাদা জলে 
পা ফেলেছে ঝাঁক ঝাঁক পাখি, 
সদ্য আগছার ঝাড়ে ডাহুক ডাহুকি 
প্রেম আলাপনে ছুটে করছে ডাকা ডাকি। 
বানে ভেসে আসা নলখাগড়ার বাদারটি 
ভেসে ভেসে ভাটির পলির চরে ঠেকেছে, 
বানে দিশেহারা দলছুট পোষা হাসেরা 
সেথায় প্যক প্যক ডাকে হাসের ঝাঁক বেঁধেছে। 
সাদা বক শালিকের ঝাঁক সদ্য জেগে উঠা পলির চরে 
কিচির মিচির ডাকে উদাস আকাশ চেয়ে থাকে, 
যে দিকে চাই শুধু জলে ভাসা জলে থৈ থৈ 
ঐ দূরে মেঘের শূর নামে ঝর ঝর বৃষ্টিতে সন্ধ্যা নেমে আসে। 
ঝাঁক ঝাঁক পাখিরা যায় উড়ে 
কোথায় তাদের ঠাঁই মিলেছে কে বা তাহা জানে? 
মানুষ মানুষেরা ভেসে ভেসে যায়রে উজান ঠেলে 
সব হারিয়ে ঠাঁই মিলেছে একটু উঁচু মাঠে।  continue reading

২৫৩

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

স্বপ্নভ্রম নাকের ডগায় পিছুটানের রেখা টানে

স্বপ্নভ্রম নাকের ডগায় পিছুটানের রেখা টানে 
এমনি কত মায়ার টান? 
ছিঁড়েছে কত এমনি এমনি হেলায় ফেলায়? 
সময় কেন তার গান শুধু বাজায়? 
বাজায় পুনঃ পুনঃবার! 
ফিরে আসে নতুন কালে ছদ্মবেশে। 
সেই ছদ্মবেশ এখন আর আনকোড়া নেই 
ময়লা যাপন, ধুলার গাত্র দাহ অঙ্গজুড়ে 
কেই বা ঠোঁটে বিদ্রুপ ঠুকে একলহমায় 
কেই বা অবাক চোখে তাকিয়ে রয় বোকা বুনে। 
ঝরনার জল, 
পথার গায়ে আঘাত হেনে 
মিইয়ে যায় নিত্য দিন; এমনি করে 
কাকতালীয় কত মায়া ম্যাজিক বুনে হাওয়া! 
হাওয়ার কথাই যদি শোন? 
শুনতে কি পাওয়া আদি অন্ত? কোথায় সেই মায়ার টান? 
ধরছে টেনে পিছু টান; চোখখুলে যেই তাকালে 
স্বপ্নভ্রম নাকের ডগায় পিছুটানের রেখা টানে। 
১৪২৩/৫, ভাদ্র/শরৎকাল। continue reading

২৯৭

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

পথের বাঁকে

পথের বাঁকে 
ঋতু বদলের বিচিত্র খেলা 
রং সাজানো রাত্রি দিন; কোথায় তুমি রইলে পরে? 
জানি, ফিরবে না কোন দিন? 
সবাই ফিরে দিনের শেষে 
উড়ে উড়ে পাখিরা ঘরে; হিজল বনে ডাহুক ডাকে 
যেন শরৎ আকাশে মেঘফুল হাসে। 
জল কেলিতে বুনো হাঁস 
রং লাগা ঐ ঠোঁট পালকে; পদ্মপাতায় জলমাকড়ষা 
মৃদু হাওয়ায় শান্তজলে ঢেউয়ের কাঁপন। 
গেরুয়া সাজে সাঁঝের মায়া 
পথের খেলা আলো ছায়া; ডুব সাঁতারে পানকৌড়ি 
পেটের ক্ষুধা ভুলিয়েছে আলো খানিক। 
ফিরবে যখন দেখবে শুধু 
পথে পথে বাঁকের খেলা; সেই বাঁকটি চিনতে হলে! 
মিইয়ে যাওয়া দিন রাত্রির গোলক ধাঁ ধাঁ। 
১৪২৩/ ০৬, ভাদ্র/ শরৎকাল। continue reading

২৮৪

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

এইতো যাচ্ছে বেশ

এইতো যাচ্ছে বেশ 
এইতো যাচ্ছে বেশ 
অফিস, বাসা, বাজার, রাস্তায় যানজট 
প্রত্যহ সদাই পাতি; 
অফিস পাড়ায় 
কপি পেষ্ট, বসের তারা, লাঞ্চ পেরিয়ে বিকেল 
অভিযোগ ফোন ধর না কেন? 
অভিযোগ আর কত? 
কাজে ফাঁকি, টু্ইটার, ফেইসবুক, ব্লগ নিয়ে মাতি 
এই তো অফিসের গতি। 
আর কত? বসের হুক্কার 
এইতো যাচ্ছে বেশ, 
কাজের জন্য গ্যনোর গ্যনোর 
যেন আষাঢ়ে ব্যঙের ঘ্যগড় ঘ্যগড় ডাক। 
১৪২৩/৮, ভাদ্র/শরৎকাল। continue reading

২৪৫

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

খন্ডিত চাওয়া

খন্ডিত চাওয়া 
দুপুর রাত কুকুরগুলো নিদ্রাহীন ছুটাছুটি 
আঁধার রন্ধ্রে রন্ধ্রে অগোচাল বিদ্রুপ যেন 
চাওয়া তো ছিল তার; অমোঘ জোছনা ভাসা 
রন্ধ্রের কালো টুটবে এবার। 
অথচ আঁধার ভাবতেই পারে না, এমনি 
চাওয়ার বাসনা মিলবে আচমকা। 
আধেক আকাশ দিগন্তে ঢাকে; চাইলে তা 
পিছে সরে যায় পথের দুরত্ব সম্ভার। 
এমনি পথে পথে ফুরায় পথিকের চাওয়া 
খন্ডিত বেলায় খন্ডিত বাসনা পোড়ায় চিতার মহিমা। 
চেনা অচেনা পথে আধেক চাওয়ার চিহ্ন আঁকে 
যা চাই তা আকাশে আকাশে বাসনার ঐশ্বর্য্য ভাসে। 
সে তো নিঃস্ব এখন বিন্দুতে ঠেকেছে 
খন্ডিত বিবর রাত দিনের মতো আধেক স্বম্বল 
ভাগাভাগির যুতসই লড়াই যুগ যুগ ধরে সরব 
ক্ষয়িঞ্চুকালে এমনি বিভক্তির আকড়। 
১৪২৩/০৯, ভাদ্র/শরৎকাল। continue reading

২১৪

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

যাতনা নেশা ধরায় গভীর রাত

যাতনা নেশা ধরায় গভীর রাত 
কে যানে? 
চমুকে চমুকে  নেশা ধরা 
শরাব পানে একি স্বপ্নঘোর দিশা? 
যাতনা গিলে চমুকে চমুকে যাতনা ত্যাজে 
চোখে ঘোর আঁধার তবুও অতীত ভাসে 
এ  কোন জলছবি ভাসে টলটলে স্থীর জলে। 
বিরহী কাঞ্চনজঙ্ঘার শরীর জুড়ে, 
এ কি পোড়া চিতা ভস্ম? অঙ্গারে জৌলুস 
এ যে জনমের প্রেম! 
জনম পিঞ্জরে শরাব চমুকে জাগে। 
এমনি শরাব গিলে 
পথিক তার পথভুলে ধুলিমাখা পথে 
ধুলার ঝালড় উড়ে পথে পথে; 
একি কাঞ্চনজঙ্ঘার জৌসুল পোড়ায়? 
যাতনা নেশা ধরায় গভীর রাত। 
১৪২৩/১২, ভাদ্র/শরৎকাল। continue reading

২৬৯

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

চারিদিক এখন শুধু স্বপ্নপোড়া গন্ধ

চারিদিক এখন শুধু স্বপ্নপোড়া গন্ধ 
চারিদিক এখন শুধু স্বপ্নপোড়া গন্ধ 
যার আকাশ ছিল, 
স্বপ্ন দিঘল তেপান্তর; 
তর তাজা ক্ষয়ে যাওয়া মেঘের মতো ছন্নছাড়া 
যেন পৌষে শিশির ভেজা 
ধানের ক্ষেতে নাড়া পোড়ানো; পাঁচ গাঁও জুড়ে 
ধূসর বিবর্ণ ধুঁয়া ছড়ানো কুন্ডলী দিগন্তে 
যানান দেয়, নিঃশেষ আজ 
ধীবর জালে গরিয়ে পরা জল। 
নিত্য পরছে খসে ঐ যে, 
ঐ তারাটার পাশে 
ছিল যে, জ্বলজ্বলে নক্ষত্র 
আধেক আলোয় নিভু নিভু; সে ছিল পরম প্রিয় 
আদরে ভালোবাসার! 
ভার্চুয়াল ছিল বটে, ছোঁয়া যায়না মোটে 
তবুও নেশা ছিল পরম পাওয়া; কবিতা 
আর কবিতায় যত সামন্য স্বপ্ন বেঁচে রাখা। 
১৪২৩/১৫, ভাদ্র/ শরৎকাল। continue reading

২৯২

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

পাপ-ই না হয় হোক ব্যক্তিগত সঙ্গি

ইচ্ছে করলে ধরা যেতো  
তবু মানুষ কেন যে ইচ্ছে করে খোলে না তালাবন্ধ সুখ  
পাপ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তবুও ছাড়ে না পিছু
আদ্যোপান্ত খুলে বলো 
মৃত্যুর মতো যারা নীবর ক্যামনে তারা হাত বাড়াচ্ছে 
অপরিণত শরীর যার সে ক্যামলে সারছে পথের আলাপ।
 
অবিশ্বাস্য ঘটনা বটে  
সত্যগুলো অনায়াসে ঢুকে পড়ছে শ্মশানযাত্রীর ঘুমে  
বিপরীত দর্পণে ফুটে উঠছে মৃত্যুলিপ্ত জীবনের সঙ্গম
 দীর্ঘশ্বাস! একটা প্রতীক্ষার নাম  
আঁধার সময়ে নির্ঘুম স্বপ্নের ভেতর যে অনবরত হাটাচলা করে   
সে শেখায় পুড়ে যাওয়ার নিত্যনতুন কৌশল।
 
এটা আহ্বান নয়  
বুকের ভেতর বাড়ছে যেসব বেহায়া স্মৃতিচিত্র  
তার অস্তিত্ব ধরে আজকাল কেউ দিচ্ছে... continue reading

৩১৪

কাফাশ মুনহামাননা

৬ বছর আগে লিখেছেন

তোর ইচ্ছে সাজাবো

প্রেমের সপ্তম নৌ বহর নিয়ে
দাড়িয়ে আছি তোর প্রতিশ্রুতির আশায়
তুই শুধু এক টুকরো ভালবাসা দিয়ে দেখ
আমি তোর চোখে সারা পৃথিবী এনে দেবো।
ছোট্ট একটি ঘর বুনেছি হৃদয়ে
সবুজের ছাউনি দিয়ে তোর জন্যে
একান্ত কিছু অনুভূতির বিন্যাসে
তোর আগমনের প্রারম্ভিক খুশিতে
জ্বালিয়েছি অগ্নিপ্রদীপ মন-মন্দিরে
তুই শুধু একপলক তাকিয়ে যা সলাজে
আমি তোর কষ্ট তাড়াবো রাজ্যের সীমানার বাইরে।
অগোছালো কিছু স্বপ্ন এঁকেছি চোখে
অধরা রঙধনুর নির্লিপ্ততায়
নিমজ্জমান জোসনার স্নিগ্ধ আদরে
তোর ফিরে চাওয়ার অনুরাগে
ভিজেছি একপশলা প্রসন্ন অনুরণনে
তুই শুধু একবার ছুঁয়ে যা আনমনে
আমি তোর ইচ্ছে সাজাবো জীবনের বিনিময়ে। continue reading

২২০