Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৭ বছর আগে

পথের বাঁকে

পথের বাঁকে 

ঋতু বদলের বিচিত্র খেলা 
রং সাজানো রাত্রি দিন; কোথায় তুমি রইলে পরে? 
জানি, ফিরবে না কোন দিন? 

সবাই ফিরে দিনের শেষে 
উড়ে উড়ে পাখিরা ঘরে; হিজল বনে ডাহুক ডাকে 
যেন শরৎ আকাশে মেঘফুল হাসে। 
জল কেলিতে বুনো হাঁস 
রং লাগা ঐ ঠোঁট পালকে; পদ্মপাতায় জলমাকড়ষা 
মৃদু হাওয়ায় শান্তজলে ঢেউয়ের কাঁপন। 

গেরুয়া সাজে সাঁঝের মায়া 
পথের খেলা আলো ছায়া; ডুব সাঁতারে পানকৌড়ি 
পেটের ক্ষুধা ভুলিয়েছে আলো খানিক। 

ফিরবে যখন দেখবে শুধু 
পথে পথে বাঁকের খেলা; সেই বাঁকটি চিনতে হলে! 
মিইয়ে যাওয়া দিন রাত্রির গোলক ধাঁ ধাঁ। 

১৪২৩/ ০৬, ভাদ্র/ শরৎকাল।
০ Likes ০ Comments ০ Share ২৮৪ Views