Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

মোকসেদুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

অমরত্বের অমৃত সুধা

বিপদজনক সীমানা পেরিয়ে কবির ভালোবাসা ঢুকে গ্যাছে তোমার বুকের ভিতর। স্মৃতির রেড সিগন্যালে তাই জ্বলে ওঠেনি আতঙ্কের লালবাতি। অমরত্বের আশায় মোহের বৃত্তে বিকল্প সংসার গড়ে তুলে ইতিহাস করবে বলে শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষমান কবি নশ্বর জীবন ত্যাগ করতেও আজ রাজী। তীরন্দাজের তীরের মাথা ভোতা হয়ে যেতে পারে,লক্ষ্যভ্রষ্ট হতে পারে তার গতিবিধি । অমরত্বের অমৃত সুধা পান না করলে কবির বুভুক্ষু বুক আজ হয়ে যাবে মরূভূমী। শুধু তোমাকে একবার ছুঁতে পারলেই অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। তুমি বিশ্বাস করো কবিমানুষের ভালোবাসার ক্ষমতা অসীম, হৃদয়ের গভীর ক্ষতের উপর ভালোবাসার প্রলেপ দিতে পারে কবিরাই, তারাই পারে কামুক শরীরে হিমশীতল বাতাস বয়ে দিতে। ধরিত্রীর... continue reading

২৬৮

অদ্রি অপূর্ব

৭ বছর আগে লিখেছেন

ইচ্ছেঘুড়ির শব্দজট

বন্দী রাতে একলা স্মৃতি দেয়াল জুড়ে করছে ভীড়,
অষ্টপ্রহর দৃষ্টি কাড়ে ফেলে আসা নষ্টনীড়।
একলা বাতাস, একলা সময় যাচ্ছে ছুঁয়ে শূন্য হাত -
একলা আমার নির্বাসনে ভুল সময়ের বৃষ্টিপাত।
ভুল বাগানে ভুল স্লোগানে করছি চলে তোমার খোঁজ,
ভুল জীবনের মধ্যরাতে স্বপ্নাহত হচ্ছি রোজ।
আহত ভোর, আহত মোর ইচ্ছেঘুড়ির শব্দজট -
আহত নদীর ঘোর জোয়ার ভাসায় দূর খেয়ালী তট।
খেয়ালি শোক, খেয়ালী চোখ অবাক হয়ে জ্বলছে খুব-
খেয়ালী মন মগ্ন হয়ে কায়া ভেঙ্গে দিচ্ছে ডুব।
ভাঙ্গছে কথা, ভাঙ্গছে ব্যথা, তীব্র বিষে হচ্ছি নীল -
ভাঙ্গছে আকাশ, দৃষ্টিসীমায় উড়ছে পুড়ে একলা চিল।
পুড়ছে সাগর, পুড়ছে হৃদয়, মৃত ঘড়ি দিচ্ছে ডাক -
পুড়ছে সকল অবহেলা, একটা জীবন ব্যর্থ... continue reading

২৫৪

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

ফুল রানী

ফুলের মাঝে বসে আছে দেখ 
ফুল বাগানের রানী, 
ফুলের চেয়েও রূপবতী সে 
সেই কথাটিও মানি। 
ফুল গুলো সব রঙিন হলো 
রানীর রুপের রঙে, 
রুপের আলো উঠছে ফুটে 
রানীর সারা অঙ্গে। 
রানীর রুপেই রঙিন যে ফুল 
রানীর ঘ্রাণেই স্নিগ্ধ, 
রানীর টানেই আসছে ভ্রমর 
হচ্ছে পুড়ে দগ্ধ । continue reading

২৫৪

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

এমনটি হয়

রিমঝিম সেই বৃষ্টির শব্দে ভিজাই
সেই না দুপুর -সেই না বিকেল
হৃদয় দ্বারে ছুঁয়ে ছুঁয়ে যায় !
কথায় তোরা আয় ছুটে আয়;
নেমেছে এই বৃষ্টি ! মাঠভিটাই-
ফুটবল খেলতে যাবি আয় -আয়।

এখনো রূপালী বৃষ্টির মাঝে
সোনালী স্বপ্নের প্রজাপতি সাজে-
যায় ছুটে যায় -ঐ মাঠে ঐ ঘাটে
বল না -তোদের কি এমনটি হয় ?
জলকাদা মাখামাখির কি যে গন্ধ
তোদের হয়েছে শুধু স্বার্থের চন্দ্র !

কখনো বনঘুঘু ধানসালিক বেসে উড়ে যায়
রূপালীচোখের পাতায় সব দেখতে পাই
আর এক একটা স্মৃতির ক্ষণগুলো
নোনা জলে বুক ভেসে যায়-
বল না -তোদের কি... continue reading

২৬০

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

বাংলাদেশ মানে একটি জাতি

বাংলাদেশ মানে শুধু একটি দেশ নয়, 
বাংলাদেশ মানে সাড়ে সাত কোটি মানুষের স্বপ্নের বাস্তব রূপ। 
যে দেশের প্রতিটি ধূলিকণা ত্রিশলক্ষ শহীদের রক্তের বন্ধনে আবদ্ধ। 
যে দেশের বাতাশে উরে বেড়ায় মমতাময়ী মায়ের মমতার স্পর্শ 
যে দেশের ভার বহন করে বঙ্গ জননীর প্রতিটি সন্তান তার ভাইয়ের কাধে কাঁধ রেখে। 
বাংলাদেশ মানে শুধু একটি দেশ নয়, 
বাংলাদেশ মানে পুরো একটি জাতি, বাঙালী। continue reading

১৯১

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

ছাব্বিশে মার্চ

ছাব্বিশে মার্চ
সাইয়িদ রফিকুল হক
 
ছাব্বিশে মার্চ বীর-বাঙালির উত্থান,
মানুষখেকো পাকিস্তানের চিরপ্রস্থান।
এই দিনটাতে জ্বলে ওঠে বীর-বাঙালি,
গর্জে ওঠে: শয়তান-সঙ্গে নাই মিতালি।
বারুদসম চেতনার রঙ হয়ে ওঠে উজ্জ্বল,
বীর-বাঙালি স্বাধীনতা রাখবেই রাখবে সমুজ্জ্বল।
বিশ্বের বুকে আছে যত বীর-বাঙালির সন্তান,
এসো সবাই মিলেমিশে ধ্বংস করি পাকিস্তান।
জঙ্গিবাদের শিকড় কেটে এসো ফলাই সোনা,
এই দেশটাতে জঙ্গি আছে হাতেগোনা!
ভয় কী তাই? এসো বন্ধু দলে-দলে,
জঙ্গি রুখবো একাত্তরের বীর-চেতনায় বাহুবলে।
বাংলার মাটি চিনে নিবে রাজাকারি জঙ্গি-শয়তান,
একাত্তরের বীর-চেতনায় সব হবে রে গোরস্থান।
ছাব্বিশে মার্চ ফিরে এলো বীর-চেতনায় সাহসে,
এসো বন্ধু যুদ্ধ করি—কাজ নাই আর আপসে।
 
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/০৩/২০১৭ continue reading

২৩৭

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

ঘুম

ঘুম গুলো মোর হারিয়ে গেছে
মরছি তাকে খুঁজে।
চুপটি করে আছি শুয়ে
চোখ দুটিকে বুজে।
ঘুম গুলো সব আসবে ফিরে
এই বাসনা আছে,
ঘুম গুলো মোর হারিয়ে গেছে
ঘুম পরীদের কাছে।
ঘুম পরী কি আসবে ফিরে
চোখের পাতার নীড়ে?
আমার সকল স্বপ্নই এখন
ঘুম পরীকে জুড়ে।
ঘুম পরীর ঐ ডানায় চড়ে
দেখবো সকল রঙ
ঘুম হারিয়ে হটাৎ কখন
সাজবো হয়তো সঙ।
ঘুম গুলোকে হাতড়ে ফিরি
রাতের আঁধার ছাড়িয়ে,
আঁধার আবার আসবে ফিরে
দিনের আলো মাড়িয়ে। 
আমি নয়তো ঘুম কাতুরে
চেয়ে আছি তবুও ঘুমের পথে দাঁড়িয়ে।
continue reading

২৫৭

অদ্রি অপূর্ব

৭ বছর আগে লিখেছেন

এই মুহূর্তে

দিগভ্রান্ত পথিকের মতো এই মুহূর্তে
আমার এলোমেলো ভাবনাগুলো
এদিকে ওদিকে ছুটে চলছে উদ্দেশ্যহীন।
একান্তে বুকের গভীরে সমস্ত সুখ-দুঃখ,
কান্না-হাসি আর তোমার প্রতিচ্ছবি
জ্বলছে আর নিভছে জোনাকিদের মতো।
এ জীবনে সব পেয়েছি আমি, সব।
তবু একটা দীর্ঘশ্বাসই সব পাওয়া
মিথ্যে করে দেয় মুহূর্তেই;
আগলে রাখতে পারিনি তোমাকে।
আমার দেহের প্রতিটি শিরায় শিরায়,
প্রতিটি কোষে, সমস্ত অনুভূতিতে
মিশে থাকা তোমাকে হারিয়ে ফেলেছি।
এদিক থেকে বলা যায়, আমি সবই হারিয়েছি।
কিন্তু পাওয়া না পাওয়ার হিসাব নিকাষ
তুচ্ছ লাগছে এখন, এই মুহূর্তে।
মুহুর্মুহু উত্তেজনার স্রোত সব হারিয়ে
যাচ্ছে কোথায় যেন নিমিষেই।
খুবই হালকা লাগছে নিজেকে,
তুচ্ছ লাগছে জীবন, তুচ্ছ লাগছে সব।
মৃত্যুর আগ মুহূর্তে মানুষ যেমন আভাস পায়
আমিও তেমন আভাস পাচ্ছি... continue reading

২২২

তৌফিক মাসুদ

৭ বছর আগে লিখেছেন

ভাবনার নদী

কখনো কখনো মনে হয়
কী এক অন্ধকারে ডুবে আছি আমি!
ভাবনার নদীটা বড্ড বেশী ঢেউ তোলে
ভেবে সারা হই, কীভাবে আমায় নিয়ে
অলক্ষে মহান অন্তর্যামী।
 
মনের মাঝে কেন যেন সাথী হারা ঘুঘু পাখি
কারনে অকারনে ডেকে যায়।
আমি যেন হেমন্তের ধূধূ মাঠে
শুকনো একটি ডালে দোয়েল পাখি নিরুপায়।
continue reading

২৬২

অদ্রি অপূর্ব

৭ বছর আগে লিখেছেন

একটা শব্দের খোঁজে

একটা শব্দের খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,
একটা শব্দের খোঁজেই যেন এ জীবনযাপন।
এতো গোলাপের লাশ, এতো ধ্বংসের শ্মশান
সব পেরিয়ে এগিয়ে চলেছি একটা শব্দের খোঁজে।
এ মন কখনো আনমনে খুঁজে যায়, কখনোবা বিষণ্ণতায়
একটা শব্দ খোঁজে তোমাকে বলবে বলে...
কখনো কখনো রক্তের উৎসব খেলে যায় বুকের উঠানে।
রক্তপাতের স্বপ্ন নিয়ে মারমুখো এক রুক্ষ যুবক
হয়ে উঠতে চায় মন, অস্ত্র তুলে নিতে হাত নিশপিশ করে।
প্রতিবাদী মন একটা বিপ্লব খোঁজে, একটা যুদ্ধ।
যুদ্ধ করে হলেও ছিনিয়ে আনবো নতুন একটা শব্দ।
ভুল স্বপ্নে বেড়ে ওঠা ভুল জীবনের কোনো শব্দ দিয়ে নয়,
ভিন্ন ভিন্ন জনের বিভিন্ন... continue reading

২৫৬