Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শমীক বন্দ্যোপাধ্যায়

৭ বছর আগে লিখেছেন

শিল্পী

শ্রান্ত দেহ, অলস চরণ
তবু আছি আনন্দে,
আমরা শিল্পী।
আমরা রচি শিল্প,
তোমরা পাও আনন্দ।
মাটি, কাদা মেখে,
কাঠ, খড় দিয়ে তৈরি করি যে রূপ
তাকে পূর্ণতা দিই
তুলির টানে, আগুনের ছোঁয়ায়।
তোমরা বল শাবাশ।
আমাদের মন যায় ভরে,
অন্তর পূর্ণ হয় অপার্থিব আনন্দে,
ভুলে যাই দারিদ্র্যের যন্ত্রণা,
অন্তরে তখন সব পেয়েছির সুখ,
কারণ, আমরা যে শিল্পী।
  continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - তানিম হক

    ভালো লিখেছিস বন্ধু।

    • - রুদ্র আমিন

      ধন্যবাদ।

    - সোহেল আহমেদ পরান

    গবেষণালব্ধ নারী>> শুভকামনা

    • - রুদ্র আমিন

      আপনার মন্তব্যে মুগ্ধ হলাম ভাইজান।

    - জাকিয়া জেসমিন যূথী

    নারীকে নিয়ে এত্ত গবেষণায় মাঝের প্যারাটা বোধগম্য হলো না। তবে শেষ লাইনটা দারুন দোলা দিয়ে গেলো। 

    শুভকামনা রইলো অনেক, বন্ধু। 

শমীক বন্দ্যোপাধ্যায়

৭ বছর আগে লিখেছেন

সৎকার

আমাদের বন্ধুত্বের মাঝে মিশে ছিল
তোমার কিছু চাওয়া আর পাওয়ার হিসাব।
আজ তোমার সব চাহিদা হয়েছে পূরণ,
সব পাওয়া গেছে মিটে-
তবে, বন্ধুত্বের লাশ মিছে না বয়ে
এস করি ফেলি সৎকার,
নিই বন্ধন মুক্ত করে। continue reading
Likes Comments
০ Shares