Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আমি মেঘ বালক এর স্বপ্ন

আমি মেঘ বালক,
মেঘের বেশে তোমার দেশে আমি ঘুরেছি কতটা পথ।
তুমি মেঘ বালিকা,
মেঘ বালকের ডানায় চড়ে তুমি ঘুরেছ ততটা পথ।
আমি মেঘ বালক,
আমার যত স্বপ্ন তা তোমারই স্বপ্নের মতই।
কেননা মেঘ বালিকা,
তুমিই তো মেঘ বালকের ডানায় বসে এঁকেছিলে সে স্বপ্ন।
আমি মেঘ বালক,
আমার আর কোন স্বপ্ন বাঁকি নেই।
তুমি মেঘ বালিকা,
যদি না তুমি কোন স্বপ্ন লুকিয়ে রাখ তোমার বুকের ভেতরে।
আমি মেঘ বালক,
আমার যদি কোন স্বপ্ন বাঁকি থাকে তাহলে মেঘ হয়ে আবার আসব আমি তোমার আকাশে।
তুমি মেঘ বালিকা,
সেদিন তুমি স্বপ্ন খানি বুকের ভেতর থেকে বের করে তোমার উঠানখানি রাঙ্গিয়ে রেখ।
১ Likes ০ Comments ০ Share ৩৫৫ Views

Comments (0)

  • - এই মেঘ এই রোদ্দুর

    ভাল লাগল

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ আপু

    - তানিম হক

    বেশ ভালো লেগেছে, বোতামের স্থানে বোদাম হয়েছে। সময় করে শুদ্ধ করে নিবেন।

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ ও শুভ কামনা

    - সোহেল আহমেদ পরান

    "আমি মহৎ নই, শুধু অন্ধকার ঘোঁচাবো বলে শান্তির পক্ষে গাইছি গান
    টি-শার্টের গন্ধ পছন্দ হলে যেমন মেয়েরা হাটে পিছু পিছু
    সমুদ্র ডাকার আগেই আমিও বুকের সবগুলো বোতাম খুলে রেখেছি
    নতজানু প্রার্থনার মতো বোধের উৎসবে ছড়িয়ে দেবো লোবানের ঘ্রাণ।

     

    অসাধারণ লিখেছেন প্রিয়।

    শুভকামনা রলো।

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ ও ভালোবাসা পরান ভাই