Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাজীব নূর খান

৭ বছর আগে

আমার মৃত্যু চাই

মৃত্যু চাই
কষ্টের মৃত্যু নয়
আনন্দময় ঘুমের মধ্যে মৃত্যু
কারো শোকের আমার দরকার নেই
যদিও অভাগার মৃত্যুতে কেউ শোক করে না।
প্রতি নিয়ত মৃত্যুর চেয়ে চির মৃত্যু অনেক শ্রেয়
অনেক প্রশ্ন জেগেছে মনে?
মৃত্যুর কাছে সব প্রশ্নই অবান্তর
মৃত মানুষের কাছে শুধু নিরবতাই কাম্য
হৈ-চৈ করো না বন্ধু,
দাও এক মুঠো সৌরব
ফেলো না চোখের জল।

মৃত্যু চাই সহজ সরল আনন্দময় মৃত্যু।

আমি কবি না। কবি হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। তারপরও মনের গোপন কথা গুলো কবিতার মতোন করে লিখতে চেষ্টা করি। নিজেকে হালকা করি।
০ Likes ০ Comments ০ Share ২৬৭ Views