Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কষ্টের ফেরিয়লা

কষ্টের ফেরিয়লা
(সুন্দরী সিরিজের কবিতা)
.....................................

নিয়ে কষ্টের ঝোলা ডাকিছে ফেরিয়লা দখিন রাস্তার ধারে
বসে মনেতে ভাবি আছে কোন অভাবী আজব এ সংসারে
কষ্ট কিনতে চায় চুপি চুপি সুধায় এদিকে এসো ভাই
ফুরিয়ে গেছে সব কষ্টের কলোরব ঘরেতে কষ্ট নাই
বালক বালিকারা গুটিয়ে বই পড়া বারবার হাকায়
তাদের কষ্ট চাই নাই উপায় নাই কষ্ট গেল কোথায়!
এসব হবে নাকি ভাবি গিয়েতো দেখি কষ্টের ফেরিয়লা
কি এনেছে এমন এতো যে আয়োজন ডাকিছে মনভোলা।

নানা রকম কষ্ট লালচে নীল নষ্ট দেখতে পেয়ে ভাবি
চাপা ঘাসের সাদা এনেছে একগাদা আসল নাকি সবি?
ফেরিয়লার ঝোলা হলো খানিক খোলা কপাল পুড়া গন্ধ
একেবারে আসল একটু নয় ছল সব কাটলো দ্বন্ধ
আর কে দেবে তার মত কষ্ট এমন বলছে বারবার
হৃষ্ট পুষ্ট কষ্টগুলি থরে আছে ঝুলি বাহারি কারবার।
আমায় দেখে হেসে বলল অবশেষে ওরে শব্দ কান্ডরী
নাও না কিনে কিছু ছুটিয়া পিছু পিছু কেন করছ দেরি।

শব্দগুলি এমন হৃদয়ে হরদম তোলে যেই তোলপাড়
প্রকাশের যাতনা অগ্রন্থিত কামনা স্তব্দতা হাহাকার
আনন্দের উচ্ছ্বাস অযত্ন পরিহাস উঠবে সবি ভাসি
আকার হয়ে সব করবে কলোরব ফুটবে মুখে হাসি
কবুতরের ডাক কালচে কালো কাক কিচ্ কিচ্ চড়ুই
শিশিরের পতন বাতাস শন্ শন্ আকার পাবে সবি
আসল কষ্ট হতে নাও ভরে দুহাতে ওরে ও হৃদস্পর্শী
শব্দগুলির রূপ, হবে যে অপরূপ- তবু করছ দেরি?

যা হবে স্মরণীয় বহুতে বরণীয় বোধগুলো দুঃখের
ফেরিয়লা আমায় তড়িত বলে যায়- বেলা হয়েছে ঢের
শব্দের অলংকারে মুগ্ধতা চারিধারে যদি ছড়াতে চাও
আমার কাছে এসে স্তব্ধতা ভালোবেসে কষ্ট কিনিয়া নাও
শুধাই বারবার মিছে হোক সংসার কষ্ট লইব কিনে
এসেছি বাড়ি হতে মালের গাড়ি সাথে তোমার মূল্য জেনে
অবাক কান্ড একি! গাড়িতে নাই বাকি এখন কি যে করি
কখন চুপিসারে কষ্ট বোঝাই করে চলে গেল সুন্দরী!

০ Likes ০ Comments ০ Share ৩২৮ Views