Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

গুগল ড্রাইভে রাখা যাবে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ

Technology Image

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে গুগল ড্রাইভ ব্যাকআপ সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের মেসেজ এবং অন্যান্য মাল্টিমিডিয়া কনটেন্টের ব্যাকআপ রাখতে পারবেন গুগল ড্রাইভে।
ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি দারুণ কাজে আসবে বলে মনে করে হোয়াটসঅ্যাপ। কারণ এর মাধ্যমে একদিকে যেমন ফোনের মূল্যবান স্টোরেজ স্পেস বেচে যাবে, তেমনি নতুন কোন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হলে সেখানে খুব সহজেই আগের সব মেসেজ ও কনটেন্ট পাওয়া যাবে।
শীঘ্রই সকল ব্যবহারকারীর জন্য আপডেটের মাধ্যমে এই ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

Continue Reading...

ললিপপ ভার্সনের কিছু কমন সমস্যা এবং সমাধান

Technology Image

যদিও অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চলে এসেছে অ্যান্ড্রয়েডের জগতে তবে এখনও কিন্তু অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপের বিভিন্ন আপডেট পাচ্ছে অনেক ডিভাইসই। তাছাড়া, বর্তমানের অনেক ডিভাইসই মার্শম্যালোর এই আপডেট পাবেনা ফলে সেই ডিভাইসগুলোতে ললিপপ আপডেট আসতেই থাকবে। মজার বিষয় হচ্ছে, আযন্ড্রয়েড ৫.০ এবং ৬.০ এর মধ্যে কিছুটা জলদিই করেছিল আর ফলে ললিপপে থেকে গিয়েছে বেশ কিছু কমন ল্যাগ যা নিয়েই আজ মূলত আলোচনা করব। চলুন তাহলে, কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ল্যাগ এবং অ্যাপলিকেশন ক্র্যাশ সমস্যা
এই সমস্যাটিকে ললিপপের সবচাইতে বড় সমস্যাগুলোর একটি হিসেবেই বিবেচনা করা হয়। ললিপপে রয়েছে মেমরি লিকের সমস্যা যা ল্যাগ এবং ক্র্যাশিং এর পেছনে কাজ করে থাকে মূলত। এই সমস্যার কারণে স্মার্টফোনের ক্লোজড অ্যাপগুলো হঠাত ব্যাকগ্রাউন্ডে রান হয়ে যেতে পারে, অ্যাপলিকেশন নেভিগেট করার সময় আপনি ল্যাগ অনুভব করতে পারেন এবং এমনকি চলতে চলতে হঠাত করে কোন অ্যাপলিকেশন কোন প্রকার ওয়ার্নিং ছাড়াই বন্ধ হয়ে যেতে পারে। এমনকি অনেকের এমনও সমস্যা হয়েছে যে হোমস্ক্রিনে ফিরে আসার পরই প্রথমবার হোমস্ক্রিনের আইকনগুলো উধাও হয়ে যায় এবং পরে ফিরে আসে।
তবে হাই এন্ড ডিভাইসগুলোতে হার্ডওয়্যার অনেক ভালো ব্যবহার করার কারণে বেশিরভাগ ব্যবহারকারী হয়তো এসকল সমস্যা কখনোই ফেস করেননি, সমস্যাগুলো বেশি হয়ে থাকে মিড রেঞ্জা বা লো-এন্ড ডিভাইসগুলোতেই।
এই সমস্যাটি থেকে সাময়িকভাবে মুক্তি পেতে আপনি আপনার ডিভাইসটিকে রিবুট করে দেখতে পারেন। তবে এই সমস্যা আবার ফিরে আসবে কেননা গুগল থেকে এই সমস্যাটির জন্য এখন পর্যন্ত কোন প্রকার প্যাচ ছাড়া হয়নি।
তবে অনেক ব্যবহারকারীই জানিয়েছেন গুগলের অ্যাপ সার্চ ডাটা মুছে দেয়ার পর তারা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। এর জন্য আপনাকে Settings > Apps > All এ গিয়ে Google...

Continue Reading...

ইএমসি কিনে নিচ্ছে ডেল

Technology Image

৬৭ বিলিয়ন ডলারে ডেটা স্টোরেজ কোম্পানি ইএমসি কিনে নিতে যাচ্ছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল। বৈশ্বিক প্রযুক্তি খাতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবসায়িক অধিগ্রহণ সংক্রান্ত চুক্তি।
এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এই চুক্তির আওতায় ইএমসি'র প্রতিটি শেয়ারের বিনিময়ে ডেল ৩৩.১৫ ডলার পরিশোধ করবে। তবে এই অর্থ স্টক এবং নগদ অর্থ, এই দুয়ের সমন্বয়ে পরিশোধ করা হবে। অধিগ্রহণের ঘোষণা আসার পর ৩.৯ শতাংশ দাম বেড়ে ইএমসি'র শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ২৯.০৮ ডলারে।
বর্তমানে ডেটা স্টোরেজ সফটওয়্যার এবং হার্ডওয়্যারের বাজার বেশ রমরমা। ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল কম্পিউটার বাজারের পাশাপাশি এবার স্টোরেজ বাজারেও নিজেদের আধিপত্য বিস্তার করবে, এমনটাই ধারণা করা হচ্ছে।
ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল এই চুক্তির বিষয়ে জানান, "ডেল এবং ইএমসি, এই দুয়ে মিলে একটি এন্টারপ্রাইজ সলিউশন পাওয়ারহাউজ গড়ে তুলবে।" অধিগ্রহণের পর সমন্বিত এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে নেতৃত্ব দেবেন তিনি।
ইতোমধ্যেই ইএমসি'র পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে।
ইএমসি ডেলের অধীনে চলে গেলেও এর সহযোগী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ভিএমওয়্যার স্বতন্ত্র কোম্পানি হিসেবেই কাজ করবে এবং শেয়ার বাজারে থাকবে।

Continue Reading...

উইন্ডোজ ১০ এর ৬টি দারুন শর্টকাট

Technology Image

মাইক্রোসফট এর জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এর সর্বশেষ ভার্শন উইন্ডোজ ১০ মার্কেটে এনে বেশ বড় সড় একটা চমক দেখিয়েছিলো মাইক্রোসফট। চমকটা আরো বিস্তৃত হয়েছিলো উইন্ডোজ ৭, ৮ বা ৮.১ ব্যাবহারকারীদের ফ্রি উইন্ডোজ ১০ এ আপগ্রেড করার সুবিধায়। ফলশ্রুতিতে অবমুক্ত করার কয়েকদিনের মধ্যেই লাখো লাখো কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে ডাউনলোড করা হয় উইন্ডোজ ১০।
আপনি যদি অলরেডি উইন্ডোজ ১০ ব্যাবহার করা শুরু করে থাকেন তাহলে ইতিমধ্যেই উইন্ডোজ ১০ এর বিভিন্ন শর্টকাট সুবিধা ব্যাবহার করছেন। যারা এখনো উইন্ডোজ ১০ এর বেশকিছু দারুন শর্টকাট আয়ত্ব করতে পারেননি বা জানেন না তাদের জন্য আজ তুলে ধরছি উইন্ডোজ ১০ এর দারুন ৬ টি শর্টকাট সুবিধা।
১. শর্টকাটের মাধ্যমে কোন ফাইল বা ফোল্ডারের Properties মেনু তে যাওয়া
উইন্ডোজ ১০ এ যে কোন ফাইল বা ফোল্ডারের Properties মেন্যুতে যাওয়া আরো সহজ করেছে মাইক্রোসফট। এখন Alt কী চেপে যে কোন ফোল্ডার বা ফাইল এ ডাবল ক্লিক করলেই ওই ফোল্ডার বা ফাইলের Prperties মেন্যু ওপেন হয়ে যাবে। দারুন না?
২. উইন্ডজ কী শর্টকাট
উইন্ডোজ কী তে আগে থেকেই কিছু শর্টকাট কী সুবিধা ছিলো। উইন্ডজ ১০ এ নতুন করে আরো কিছু শর্টকাট কী সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। যেমনঃ
Win কী + I = নতুন সেটিংস মেন্যু
Win কী + A = নতুন অ্যাকশন সেন্টার
Win কী + X = সিক্রেট স্টার্ট মেন্যু
৩. রিসাইকেল বিন কে স্টার্ট মেন্যু তে সংযুক্ত ক্রয়া
স্টার্ট মেন্যুর অ্যাকসেস এখন থেকে স্টার্ট মেন্যুতেই পাওয়া যাবে। এর জন্য রিসাইকেল বিন এর উপর রাইট ক্লিক করে Pin to Start সিলেক্ট করতে হবে।
৪. ব্যাকগ্রাউন্ড স্ক্রলিং
বিভিন্ন দরকারে উইন্ডোজের ব্যাকগ্রাউন্ডে থাকা কোন উইন্ডো স্ক্রলিং করার প্রয়োজন হয়। উইন্ডোজ ১০ এ এই সুবিধাটি রাখা...

Continue Reading...

ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুমকি কোয়াবের

Technology Image

আগামী ২৭ অক্টোবরের মধ্যে ৬ দফা দাবি না মানলে ২৮ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ঘেরাও এবং আবেদনকারী প্রতিষ্ঠানকে হয়রানি বন্ধ ও দ্রুত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স প্রদান না করলে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে কোয়াবের আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনটির সভাপতি এস এম জুলফিকার হায়দার এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম, সিনিয়র সহ সভাপতি নেয়ামুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জুলফিকার হায়দার বলেন, ঢাকায় ১৭৫টি এবং ঢাকার বাইরে ৭০টি প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ এর ১৮ নং আইনের ৩৬ এর ২ (খ) ধারা অনুসারে আবেদনের ১৮০ দিনের মধ্যে লাইসেন্স দেওয়ার বিধান রয়েছে। কিন্তু দেশজুড়ে দ্রুত ইন্টারনেট সেবা দেওয়ার জন্য আরও পাঁচ শতাধিক প্রতিষ্ঠান আইএসপির লাইসেন্সের জন্য আবেদন করলেও বিটিআরসি অদৃশ্য কারণে লাইসেন্স দিচ্ছে না।
সংবাদ সম্মেলনে আবেদনকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান, আবেদনকারী প্রতিষ্ঠানে র‌্যাব, পুলিশের অভিযান বন্ধ, গোয়েন্দা প্রতিবেদন জটিলতা নিরসন এবং কোয়াব’র সাথে আলোচনা সাপেক্ষে ইন্টারনেটের মূল্য নির্ধারণসহ সংগঠনের পক্ষ থেকে ৬ দফা তুলে ধরেন তিনি।
২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানলে ২৮ অক্টোবর বিটিআরসি ঘেরাও এবং ডিজিটাল হরতালের (সারাদেশে একদিন ইন্টারনেট সেবা বন্ধ রাখা) হুমকি দেন সভাপতি। ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে এর দায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন এ নেতা।
জুলফিকার হায়দার বলেন, কোয়াব ১৯৯৮ সালে এ দেশে ইন্টারনেট ব্যবসা শুরু করে। ২০০০ সাল থেকে কম মূল্যে গ্রাহক পর্যায়ে (বাসা-বাড়ি) ইন্টারনেট সংযোগ দিয়ে আসছে সংগঠনের সদস্যরা। দেশে প্রায় ৪ হাজার সাইবার ক্যাফে ও লোকাল...

Continue Reading...

ইয়াহুর উদ্ধারকর্তা গুগল

Technology Image

সার্চ ইঞ্জিন জগতে দুই প্রতিদ্বন্দ্বী ইয়াহু ও গুগল। তবে ইয়াহুর বিপদের সময়ে সেই গুগলই ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এসেছে। বিজ্ঞাপন সেবা দিতে ইয়াহুর সাথে এক বিশেষ চুক্তি করেছে এই সার্চ জায়ান্ট।
ইয়াহুর সাথে বর্তমানে একই ধরণের একটি চুক্তি রয়েছে মাইক্রোসফটেরও। আর এর আওতায় বিজ্ঞাপন বাবদ প্রাপ্ত অর্থ থেকে একটি অংশ পেয়ে থাকে ইয়াহু। গুগলের সাথে চুক্তির অংশ হিসেবে এবার এই সার্চ জায়ান্টের কাছ থেকেও রাজস্ব পাবে ইয়াহু।
বর্তমানে এই চুক্তি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট ডিভিশনের অনুমোদনের অপেক্ষায় আছে।
সাম্প্রতিক সময়ে বিজ্ঞাপন খাতে একচেটিয়া রাজস্ব করছে গুগল ও ফেসবুক। আর তাই এই খাত থেকে ইয়াহুর আয় কমেছে উল্লেখযোগ্য হারে। এর পাশাপাশি অন্যান্য খাত থেকেও ইয়াহুর আয় কমে যাওয়ার কারণে বেশ চাপে আছে প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্লেষকদের ১৩৩ কোটি ডলারের লক্ষ্যমাত্রাও এবার পূরণ করতে পারবে না ইয়াহু। ইয়াহুর মতে, চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আয়ের পরিমাণ ১১৬ কোটি ডলার থেকে ১২০ কোটি ডলার হতে পারে।

Continue Reading...

মার্শম্যালোতে গুগল প্লে পারচেজের জন্য যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন সুবিধা

Technology Image

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ মার্শম্যালোতে গুগল প্লে সার্ভিস সুবিধাটিকে উপভোগ্য এবং আরও নিরাপদ করতে নানা রকম প্রচেষ্টা নেয়া হয়েছে, এবং এরই ভিত্তিতে অপারেটিং সিস্টেমটিতে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন সুবিধা যার মাধ্যমে বর্তমানে আপনি যদি গুগল প্লে থেকে কোন কিছু পারচেজ করতে চান তবে এর জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে।
মার্শম্যালোতে নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহারের মাধ্যমে এই সুবিধা যোগ করা হয়েছে বলেই জানা গিয়েছে। পূর্বের মত ডিভাইস লক করা বা লক স্ক্রিন থেকে ফিঙ্গারপ্রিন্টের কিছু সুবিধা ব্যবহারের পাশাপাশি এখন থেকে এই এক্সটেন্ডেড সুবিধাটি ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে তাদের অ্যাকাউন্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। ফলে এরপর থেকে ব্যবহারকারীরে অবর্তমানে তার ডিভাইস থেকে কেউ কিছু পারচেজ করতে পারবেনা ফলে ব্যবহারকারীর অ্যাকাউন্টটি থাকবে খুবই নিরাপদ। 

Continue Reading...

বাংলাদেশের বাজারে মাইক্রোসফট অফিস ২০১৬

Technology Image

বিশ্ববাজারে অবমুক্তির পরই সবার আগে দেশের বাজারে ডিভাইস ও ক্লাউড বান্ধব ‘মাইক্রোসফট অফিস ২০১৬’ নিয়ে এলো প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
নান্দনিক ডিজাইনের এই অফিস সফটওয়্যারে রয়েছে -একটি ফাইল বা ডকুমেন্ট একইসঙ্গে একাধিকজন ব্যবহারে ‘কো-অথরিং’; ভিডিও ও ছবি দ্রুত সম্পাদন করে তা ওয়েবে বন্ধু-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে ‘অফিস স্যোয়ে’।
এছাড়া ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, আউটলুক, প্রজেক্ট এবং ভিডিও ব্যবহারে তাৎক্ষণিক পরামর্শ পেতে ‘টেল মি’; অভিধান ও তথ্য সহায়তায় আছে ‘স্মার্ট লুকআপ’।
ভার্চুয়ালি তথ্য সংরক্ষণে ওয়ানড্রাইভ এবং অনলাইন বৈঠকের জন্য পাওয়া যাবে স্কাইপে। এসব সুবিধা ছাড়াও ব্যবহারকারীরা কম্পিউটারের পর্দা ভাগাভাগি করে কাজ করার সুবিধা পাবে।
মোবাইল, ট্যাব, ডেস্কটপ ও ল্যাপটপে ব্যবহার বান্ধব বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ অফিস ২০১৬ এর মূল্য ১৮ হাজার টাকা।

Continue Reading...

বিশ্বের সবচেয় জনপ্রিয় ১০ প্রযুক্তি প্রতিষ্ঠান

Technology Image

প্রতিবছর জনপ্রিয় প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। মূলত ব্যবহারকারীদের পছন্দের উপর ভিত্তি করেই এই তালিকা প্রকাশ করা হয়। লিংকডইনের জরিপের উপর ভিত্তি করে এবার জনপ্রিয় ১০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
১০. সেলসফোর্স কর্মীদের পছন্দের তালিকার ১০ম স্থানে থাকা সেলসফোর্সের ‍বাজার মূল্য ৫০ বিলিয়ন ডলার। আর তাদের বার্ষিক রেভিনিউ ৫.২ বিলিয়ন ডলার। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ হাজার কর্মী কাজ করছে। মূলত বিজনেস সফটওয়ার তৈরি ও মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির সিইও মার্ত বেনিওফ
৯. অ্যাডোবি সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি আছে তালিকার নবম স্থানে। বর্তমানে ১৩ হাজার কর্মী কাজ করে প্রতিষ্ঠানটিতে। বছরে ৪.১ বিলিয়ন ডলার রেভিনিউ আসে অ্যাডোবির।
৮. ইয়াহু ইন্টারনেট কোম্পানি ইয়াহুর কর্মী সংখ্যা ১২ হাজার। যুক্তরাষ্ট্রের সানিডেল ভিত্তিক এই কোম্পানিটির আয় ৪.৬ বিলিয়ন ডলার। একসময়ে ইন্টারনেটের শীর্ষ স্থানে থাকা প্রতিষ্ঠানটি বর্তমানে রয়েছে পছন্দের তালিকার ৮ম স্থানে।
৭. টুইটার লাকি সেভেন স্থানটিতে জায়গা পেয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটের কর্মী সংখ্যা ৪ হাজার। স্যান ফ্রান্সিসকো ভিত্তিক এই প্রতিষ্ঠানের বার্ষিক আয় ১.৪ বিলিয়ন ডলার।
৬. জিই তালিকার ৬ষ্ঠ স্থানে থাকা জিই মূলত একটি সফটওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি। কিন্তু ব্যবসায়কি গ্যাজেটও তৈরি করে থকে তারা। বছরে ১৪৮ বিলিয়ন ডলার আয় করা প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৬০ হাজার।
৫. অ্যামাজন অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট অ্যামাজন রয়েছে পছন্দের তালিকার ৫ম স্থানে। প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ৮৯ বিলিয়ন ডলার এবং কর্মী সংখ্যা ৬৬ হাজার।
৪. মাইক্রোসফট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট রয়েছে তালিকার চতুর্থ স্থানে। তাদের কর্মী সংখ্যা ১ লাখ ১৭ হাজার। বার্ষিক আয় ৯৩.৫ বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস এর মাইক্রোসফটে কাজ করতে আগ্রহী হবেন...

Continue Reading...