Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফেসবুকের বাজারমূল্য ৩০ হাজার কোটি ডলার

Technology Image

বাজারমূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ইলেকট্রিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিককে পেছনে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বর্তমানে ফেসবুকের বাজারমূল্য ৩০৬ বিলিয়ন ডলার। অন্যদিকে জেনারেল ইলেকট্রিকের বাজারমূল্য ২৯৯.৬ বিলিয়ন ডলার।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশের পর শেয়ার বাজারে ফেসবুকের দর বৃদ্ধি পাওয়ায় বাজারমূল্যে উল্লম্ফন ঘটেছে।
বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় এস অ্যান্ড পি ৫০০ ইন্ডেক্সের সবচেয়ে মূল্যবান ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ফেসবুক। আর তালিকায় ফেসবুক পেছনে ফেলেছে ওয়েলস ফার্গো, জনসন অ্যান্ড জনসন, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানকেও।

Continue Reading...

বাংলাদেশে আসছে রিভ এন্টিভাইরাস

Technology Image

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের তথ্য-প্রযুক্তি মেলায় উন্মুক্ত হয়েছে বাংলাদেশী বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ গ্রুপের নতুন পণ্য ‘রিভ এন্টিভাইরাস’। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় তথ্য-প্রযুক্তি মেলা ‘জিটেক্স টেকনোলজি উইকের’ ৩৫তম আসরে নতুন এন্টিভাইরাসটি প্রদর্শন করা হয়। শিগগির রিভ এন্টিভাইরাস বাংলাদেশের বাজারেও উন্মুক্ত করা হবে।
ব্যবহারকারীর তথ্য ও ব্যবহারকারী যন্ত্রের নিরাপত্তার জন্য নতুন এই এন্টিভাইরাসটিতে রাখা হয়েছে আকর্ষণীয় সব ফিচার। বিশ্বব্যাপী টেলিকমখাতে স্বনামধন্য বাংলাদেশী বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান রিভ গ্রুপের এটি এক অনন্য অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নতুন এই এন্টিভাইরাস সম্পর্কে রিভ গ্রুপের প্রধান নির্বাহী এম. রেজাউল হাসান জানান, বর্তমান সময়ে এসে প্রযুক্তিপণ্য ব্যবহারকারীদের সবাই একাধিক ডিভাইস ব্যবহার করেন। পার্সোনাল কম্পিউটার থেকে হাতের মুঠোফোন পর্যন্ত ব্যাবহারকারীদের ইন্টারনেট দুনিয়ায় নিরাপত্তা দিতে প্রস্তুত ‘রিভ এন্টিভাইরাস’। আর ব্যাবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে রিভ এন্টিভাইরাসে থাকছে কমপক্ষে দুটি লাইসেন্স।
রিভ এন্টিভাইরাসের সিইও সঞ্জিত চ্যাটার্জি বলেন, ‘রিভ এন্টিভাইরাসের একটি প্রধান ফিচার হল এর মোবাইল অ্যাপ্লিকেশন, যা দিয়ে ব্যবহারকারী নিজের সব ডিভাইস সবসময় মনিটর করতে পারবেন। এছাড়া নতুন এই অ্যান্টিভাইরাসটিতে যুগের সাথে তাল মিলিয়ে রয়েছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ এর ব্যবস্থাও। যা দিয়ে অভিভাবক সন্তানের অনুপযোগী ওয়েবসাইট ব্রাউজ নিয়ন্ত্রণ করতে পারবেন।’
নতুন এন্টিভাইরাসটির আকর্ষণীয় ফিচার সম্পর্কে প্রযুক্তি বিশেষজ্ঞ সঞ্জিত চ্যাটার্জি আরও বলেন, ‘রিভ এন্টিভাইরাসে রয়েছে ইমেইল, এন্টি স্প্যাম সিকিউরিটি, ফিশিং তথা ম্যালওয়্যার থেকে সুরক্ষা ও ব্ল্যাক এবং হোয়াইট লিস্টসহ অনলাইন ট্রানজেকশনের জন্য নিরাপত্তা ব্যবস্থা।’
‘ভাইরাস স্ক্যানিং’ এর জন্য রিভ এন্টিভাইরাসে ব্যবহার করা হয়েছে ‘অ্যাডভান্সড রুটকিট টেকনোলোজি’ এবং ‘রিয়েল টাইম ট্রোজান স্পাইওয়্যার’। ডিভাইস ম্যানেজার হিসেবে ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ও ব্রাউজার ক্লিনারসহ ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার এবং কোনো ফাইল বা ফোল্ডার চিরতরে মুছে দেয়ার জন্য ফাইল শ্রেডার সুবিধাও রয়েছে এই এন্টিভাইরাসটিতে। এছাড়া রিভ এন্টিভাইরাসে আছে...

Continue Reading...

১৪ ঘন্টায় ১০০০ কোটি ডলারের পণ্য বিক্রি করে আলিবাবার রেকর্ড

Technology Image

আলিবাবার রেকর্ড শুধু আলিবাবাই ভাঙ্গতে পারে। এ কথাটি আবারও প্রমাণ করে দিল চীনের এই ই-কমার্স জায়ান্ট। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া 'সিঙ্গেল ডে' উপলক্ষ্যে মাত্র ১০ ঘন্টায় ৮০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে জ্যাক মা'র এই প্রতিষ্ঠান যা বিশ্বের ই-কমার্সের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ১৪ ঘন্টা শেষে বিক্রির পরিমাণ ১০০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
বুধবার মধ্যরাতে শুরু হওয়ার পর সকাল ৯টা ৫২ মিনিটের মধ্যেই ৫০০০ কোটি ইউয়ান বা ৭৮৬ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে বলে নিজেদের ওয়েবসাইটে ঘোষণা দেয় আলিবাবা। ধারণা করা হচ্ছে, সিঙ্গেল ডে ক্যাম্পেইনের শেষ পর্যন্ত প্রায় দ্বিগুণ হতে পারে এই বিক্রির পরিমাণ।
কমস্কোরের তথ্য অনুযায়ী, এর আগে ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং ডে থেকে শুরু করে সাইবার মানডে পর্যন্ত পাঁচদিনে মোট ৬৫৬ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছিল। অন্যদিকে ২০১৪ সালে সিঙ্গেল ডে ক্যাম্পেইনের আওতায় মোট ৯৩০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছিল আলিবাবা।
প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গেল ডে চীনের কোন ঐতিহ্যবাহী কিছু নয়। তবে ১১ নভেম্বরকে (১১-১১) ২০০৯ সাল থেকেই বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে আসছে আলিবাবা। সে বছরই এই দিনকে সামনে রেখে বিশেষ ক্যাম্পেইন শুরু করে চীনের এই ই-কমার্স জায়ান্ট।

Continue Reading...

গুগলের চেয়ে একশ গুণ বেশি শক্তিশালী বিটকয়েন

Technology Image

বিটকয়েনকে ‍গুগলের চেয়ে একশ গুণ বেশি শক্তিশালী বলে মন্তব্য করলেন ২১ ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বালাজি শ্রীনিবাসন। প্রতিষ্ঠানটি বিটকয়েনের ইতিহাসে সবচেয়ে নিরাপদ কোম্পানি বলে গণ্য করা হয়।
১১৬ মিলিয়ন ডলারের এই কোম্পানির প্রতিষ্ঠাতা মনে করেন, আজকের গুগল আসলে বিটকয়েনের ১ শতাংশ কাজও করতে পারে না। কারণ হিসেবে বলেন, বিটকয়েন এর সার্ভার প্রতি সেকেন্ডে ১ পেটাহ্যাশ গতিতে কাজ করে। এক পেটাহ্যাশ আদতে এক হাজার টেরাহ্যাশের সমান।
কিন্তু বিটকয়েনের এই তথ্যগুলো সংবাদমাধ্যমে আসে না অভিযোগ করে শ্রীনিবাসন বলেন, ‘আমরা যদি মনে করি যে ১ কোটি গুগল সার্ভার রয়েছে। তারা যদি শুধু বিটকয়েনের সঙ্গে তুলনা করে তবে সেটি তাদের ১ শতাংশ হবে।
গুগল যদি সবদেশের সরকারের সঙ্গে কাজ করে তবেই শুধুমাত্র বিটকয়েনের মতো শক্তিশালী হতে পারবে। বিটকয়েন থুব দ্রুতই সম্প্রসারিত হচ্ছে এবং বিগত ১৮ মাসে ইতোমধ্যে এটি সাড়ে তিনহাজার গুণ বড় হয়ে গেছে।
সবশেষে তিনি বলেন, খুব অস্বাভাবিক আকারের কোনো বিনিয়োগ না করলে গুগলের বিটকয়েনের মতো শক্তিশালী হওয়ার কোনো সম্ভাবনাই নেই।

Continue Reading...

এন্টিডাস্ট রিসিভার স্মার্টফোন নিয়ে এলো সিম্ফনি

Technology Image

বাংলাদেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো স্মার্টফোন “এইচ-২৫০”। অপূর্ব ডিজাইন এবং অসাধারণ ডিসপ্লের এই স্মার্টফোনটির উভয় পাশে ব্যবহার করা হয়েছে আশাহী এনহ্যান্সড গ্লাস। ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে এবং ৬৪ বিট , ১.৩ গিগা হার্জ এর কোয়াড কোর প্রসেসর ও ২ জিবি ডিডিআর থ্রী র‍্যাম এর কারণে ফুল এইচডি ভিডিও দেখা যাবে সাবলীল গতিতে এবং এ্যাপস চলবে অনেক দ্রুত। Mali T720 GPU থাকার কারণে গেমস খেলা যাবে সাবলীল ভাবে। সাইড স্পীকার ডিজাইন এর সাথে আছে ইজি ইউএসবি কানেক্টর।
বেস্ট ভিউইং এর জন্য এতে ব্যবহার করা হয়েছে মীরাভিশন টেকনোলজি। মীরাভিশন টেকনোলজি এর কারণে ডিভাইস এর স্ক্রীন কালার চোখে যেমন আরামদায়ক, ছবি, ভিডিও, ওয়েব পেজ, অ্যাপস, টেক্সট সব ফুটে উঠবে আরও অসাধারণ ভাবে।
হাইব্রিড ডুয়াল সিম এর এই হ্যান্ডসেটটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকার কারণে ছবি গুলো হবে অনেক বেশী প্রাণবন্ত। এতে আরো আছে ১৬ জিবি স্টোরেজ সুবিধা, যেখানে রাখা যাবে অনেক বেশী ভিডিও, ছবি এবং মিউজিক । এর এক্সপান্ডেবল মেমোরী ৩২ জিবি পর্যন্ত। এতে আরও থাকছে পপ আপ ভিডিও প্লেয়ার। ২৩৫০ এম এ এইচ এর লি পলিমার ব্যাটারি এর সাথে থাকছে এ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম।
এই হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এন্টিডাস্ট রিসিভার সিস্টেম যার কারণে ফোনের রিসিভার ধুলো বালি ঢুকবে না এর কারণে কথা শোনা যাবে অনেক স্পষ্ট। ম্যাক্স বেস টেকনোলজি ব্যবহার করার কারণে গান শোনার পারফরমেন্স বাড়বে ২০০%। এই সেটটির দাম ধরা হয়েছে মাত্র ১০৯৯০ টাকা।

Continue Reading...

নিজস্ব স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে গুগল

Technology Image

স্মার্টফোন বাজারে অ্যাপলের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পরিকল্পনা করছে গুগল। পরিকল্পনার অংশ হিসেবে এবার নিজস্ব স্মার্টফোন বাজারে আনতে পারে এই সার্চ জায়ান্ট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইনফরমেশন।
গুগল অবশ্য এখন নেক্সাস ফোনের ডিজাইন, বাজারজাত এবং বিক্রি (প্লে স্টোরের মাধ্যমে) বিক্রি করে থাকে।ফোনগুলো তৈরি ও সংযোজন করে গুগলের অরিজিনাল ইকুইপমেন্ট মেকার বা ওইএম সহযোগিরা।
তবে নেক্সাস ডিভাইসগুলোতে সর্বপ্রথম নতুন কোন অ্যান্ড্রয়েড সফটওয়্যার বা আপডেট আগে আসে। আর এর ফলে ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড প্রেমীদের (শুধু ডেভলপার নয়) কাছে অনন্য এবং আকর্ষণীয় হয়ে ওঠে। সাথে সাথে ডিভাইসগুলোতে ব্লোটওয়্যার এবং কাস্টম ইউআই স্কিনস অনুপস্থিত। নেক্সাস ফোন তৈরিতে গুগল এখন পর্যন্ত এইচটিসি, স্যামসাং, এলজি, মটোরোলা ও হুয়াউয়েরি সঙ্গে চুক্তি করেছে।
যাই হোক, মনে হচ্ছে গুগল আপনার মোবাইল ফোনের দিকে নজর রাখছে। দ্য ইনফরমেশনের মতে, গুগলের কর্মীরা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে এখন বিতর্ক ও আলোচনা চলছে। ২০১০ সালের পর প্রথম বার গুগল সম্প্রতি এক বারে দুটি নেক্সাস ফোন তৈরির ঘোষণা দেয়। ৫.২ ও ৫.৭ ইঞ্চি ডিসপ্লেসহ নেক্সাস ৫এক্স এবং নেক্সাস ৬পি ফোন দুটি যথাক্রমে এলজি এবং হুয়াউয়ে তৈরি করছে। গুগল সেপ্টেম্বরে সান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়।
২০১২ সালে গুগল ১২.৪ বিলিয়ন মার্কিন ডলারে মটোরোলাকে কিনেছিল গুগল। তবে, ২০১৪ সালে মটোরোলাকে লেনেভোর কাছে বিক্রি করে দেয় গুগল। তবে মটোরোলার স্মার্টফোন সংক্রান্ত পেটেন্টগুলো সংরক্ষণ করে রেখেছে গুগল।

Continue Reading...

বাজারে আসছে ইমোজি কিবোর্ড

Technology Image

সহজে মনের ভাব প্রকাশে ইমোজির জুড়ি নেই। আর এরা সর্বদাই আমাদের নাগালের বাইরে। আপনার ফোনে এগুলো অন্তত একটি ট্যাপের নিচে লুকিয়ে থাকে। ম্যাক বা পিসিতে এগুলো যুক্ত করার ব্যাপারটি আরও বিভ্রান্তিকর।
তবে এবার সরাসরি কীবোর্ড থেকেই টাইপ করা যাবে ইমোজি। আর এই সুযোগ পাওয়া যাবে ইমোজিওয়ার্কস নামের কিবোর্ডটিতে। যেখানে একই বাটনে ডবল ইমোজি আছে। তবে এটিই ইমোজি কিবোর্ড তৈরির প্রথম উদ্যোগ নয়।
মূল ভাবনা খুবই সরল। আপনি যতক্ষণ পর্যন্ত না চাইবেন ইমোজিগুলো কাজ করুক ততক্ষণ এটি সাধারণ কিবোর্ড হিসেবেই কাজ করবে। ইমোজি মোডিফায়ার চাপ দেওয়ার পরই এটি ইমোজি পোস্টের জন্য কার্যকরী হয়ে উঠবে। কিবোর্ডটি আপনাকে সাম্প্রতিককালে চালু হওয়া স্কিনটোন টেঞ্জারের সুবিধাও প্রদান করবে। কিবোর্ডটিতে এ সুবিধাটি পেতে গেলে আপনাকে অবশ্যই একটি সফটওয়্যার ইনস্টল করা লাগবে। আপনি ইমোজির মডেলও পছন্দমতো পরিবর্তন করতে পারবেন। স্টান্ডার্ড সংস্করণে ৪৭টি, প্লাসে ৯৪, এবং প্রোতে ১২০টি ইমোজি আছে। শিফট বাটন প্রেস করার মাধ্যমে আপনি বিকল্প ইমোজি ব্যবহার করতে পারবেন।
কিবোর্ডটি ম্যাক, উইন্ডোজ এবং আইওএস অপারেটিং সিস্টেমে ব্লুটুথের মাধ্যমে চালানো যাবে। কিবোর্ডটি অ্যাপল ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি অ্যাপলের তারবিহীন কিবোর্ডের শেষ ঘন্টা বাজিয়ে দিতে পারে। আর এটি কোন রকম ব্যাখ্যা ছাড়াই অ্যাপলের ডিজাইনকৃত ইমোজিই ব্যবহার করছে। কিবোর্ডের এই আধুনিকতায় অ্যাপলের ভাবনা সম্বন্ধে আমরা নিশ্চিত নই। তবে আইকনগুলোর নকশা বিশেষভাবে অ্যাপলের জন্য করা হয়েছে আর কোম্পানিটি টাকাও খরচ করেছে। আর তাই এটি রক্ষার অধিকার কোম্পানিটির আছে।
ইমোজিওয়ার্কস কিবোর্ডটি এখন আগে থেকেই অর্ডার করা যাবে। কিবোর্ডটি ডিসেম্বরের ১ তারিখের আগে বাজারে আসবে না। যদিও কোম্পানিটি বাজারে ছাড়ার সম্ভাব্য তারিখ পরিবর্তন করতে পারে বলে জানিয়েছে। ৪৭টি ইমোজিসহ কিবোর্ডের দাম পড়বে ৮০ মার্কিন ডলার। আর ৯৪-ইমোজিযুক্ত কিবোর্ড...

Continue Reading...

মাত্র ১০ ডলারে স্মার্টফোন

Technology Image

একটি সস্তা স্মার্টফোনের মূল্য কত হতে পারে? ৫০ ডলার? নাকি তার থেকেও কম? ওয়ালমার্টের কোন কর্মীকে যদি এই প্রশ্ন করা হয়, তাহলে সে উত্তর দেবে মাত্র ১০ ডলার। অবাক হওয়ার কিছু নেই। মাত্র ১০ ডলারেই স্মার্টফোন বিক্রি করছে বিশ্বের এই সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি।
এলজি ১৬ মডেলের এই স্মার্টফোনটি ওয়ালমার্টে পাওয়া যাচ্ছে মাত্র ৯.৮২ ডলারে। এখন পর্যন্ত কোন রিটেইল স্টোরে বিক্রিত এটিই সবচেয়ে কম মূল্যের স্মার্টফোন।
ফিচারের দিক থেকে অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ফোন থেকে পিছিয়ে থাকলেও সাধারণ ব্যবহারের জন্য এটি হবে দারুণ একটি স্মার্টফোন। ৩.৮ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনে থাকছে ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই সহ অন্যান্য সাধারণ সব ফিচার। অপারেটিং সিস্টেম হিসেবে এলজি'র এই স্মার্টফোনে থাকছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট।
৫০ ডলারের বেশি কেনাকাটার ক্ষেত্রে ওয়ালমার্ট বিনামূল্যে বাসায় পৌঁছে দেবে স্মার্টফোনটি।

Continue Reading...

নতুন রূপে এলো গুগল প্লাস

Technology Image

ধুঁকে ধুঁকে চলতে থাকা গুগল প্লাসের নতুন সংস্করণ চালু করল গুগল। ফেসবুক থেকে প্রতিযোগিতায় বহুগুণে পিছিয়ে থাকা যোগাযোগ মাধ্যমটিতে ‘কমিউনিটিজ’ নামে ইন্টারেস্ট গ্রুপের নামকরণ করা হয়েছে। আর গ্রুপ পোস্টগুলোকে ‘কালেকশনস’ নামে নামকরণ করা হয়েছে।
গুগল জানায়, নতুন সাইটটির ইউজার ইন্টারফেস অনেক সাধারণ এবং ব্যবহারকারীরা সদৃশমনা মানুষদের সহজে খুঁজে পাবেন। তাছাড়া তারা নিজেদের পছন্দের কন্টেন্টগুলোও সহজেই খুঁজে পাবেন।
গুগল প্লাসের প্রোডাক্ট ম্যানেজার লুক রবলেওস্কি গুগল প্লাসে এক বার্তায় লেখেন, ‘কালেকশনস আপনাকে কন্টেন্টে নিবিষ্ট করবে। আর কমিউনিটিস সদৃশমনা ব্যক্তিদের একই গ্রুপে নিয়ে আসতে সহায়তা করবে। এটি ব্যবহারকারীদের গেম অব থ্রোনস থেকে শুরু করে পেইন্টিং সবকিছুই খুঁজে পেতে সহায়তা করবে।’
গুগল প্লাসের ফটো প্রোডাক্ট বিভক্তিকরণ এবং সেগুলোকে ইউটিউব থেকে সরিয়ে ফেলার পর পরই গুগল এমন উদ্যোগ নিল।
গুগল গ্লাসের নেতৃস্থানীয় নেতা ব্রাডলি হরোউইটজ টেকক্রাঞ্চকে জানান, সামাজিক নেটওয়ার্কটিকে বিভক্তিকরণ করে প্রতিষ্ঠানটি আবারেও এটিকে নতুনরূপে দিল। এখানে গুগল প্লাসের কয়েকটি নতুন ফিচারের সংগ্রহ দেখানো হলো:
গুগল প্লাসের কমিউনিটিজ
এখন আপনাকে অপশন-ইন্টুর মাধ্যমে নতুন সংস্করণ চালাতে হবে। পরবর্তীতে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

Continue Reading...