Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

গুগলের চেয়ে একশ গুণ বেশি শক্তিশালী বিটকয়েন



বিটকয়েনকে ‍গুগলের চেয়ে একশ গুণ বেশি শক্তিশালী বলে মন্তব্য করলেন ২১ ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বালাজি শ্রীনিবাসন। প্রতিষ্ঠানটি বিটকয়েনের ইতিহাসে সবচেয়ে নিরাপদ কোম্পানি বলে গণ্য করা হয়।

১১৬ মিলিয়ন ডলারের এই কোম্পানির প্রতিষ্ঠাতা মনে করেন, আজকের গুগল আসলে বিটকয়েনের ১ শতাংশ কাজও করতে পারে না। কারণ হিসেবে বলেন, বিটকয়েন এর সার্ভার প্রতি সেকেন্ডে ১ পেটাহ্যাশ গতিতে কাজ করে। এক পেটাহ্যাশ আদতে এক হাজার টেরাহ্যাশের সমান।

কিন্তু বিটকয়েনের এই তথ্যগুলো সংবাদমাধ্যমে আসে না অভিযোগ করে শ্রীনিবাসন বলেন, ‘আমরা যদি মনে করি যে ১ কোটি গুগল সার্ভার রয়েছে। তারা যদি শুধু বিটকয়েনের সঙ্গে তুলনা করে তবে সেটি তাদের ১ শতাংশ হবে।

গুগল যদি সবদেশের সরকারের সঙ্গে কাজ করে তবেই শুধুমাত্র বিটকয়েনের মতো শক্তিশালী হতে পারবে। বিটকয়েন থুব দ্রুতই সম্প্রসারিত হচ্ছে এবং বিগত ১৮ মাসে ইতোমধ্যে এটি সাড়ে তিনহাজার গুণ বড় হয়ে গেছে।

সবশেষে তিনি বলেন, খুব অস্বাভাবিক আকারের কোনো বিনিয়োগ না করলে গুগলের বিটকয়েনের মতো শক্তিশালী হওয়ার কোনো সম্ভাবনাই নেই।