Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

আইফোন আটে দুই ডিসপ্লে



আইফোন ৭ এখনও বাজারে আসেনি। তবে ডিজাইনাররা এখনই আইফোন ৮ নিয়ে ভাবতে শুরু করেছেন। আইফোন ৮ কেমন হবে, সে ব্যাপারে কনসেপ্ট দিতেও শুরু করেছেন তারা।

জেরমাইন স্মিট নামক একজন ডিজাইনারের কথাই ধরা যাক। তিনিও আইফোনের এই ভবিষ্যৎ সংস্করণ নিয়ে ভাবছেন। তবে তার ভাবনার জায়গাটা অন্যদের থেকে কিছুটা আলাদাই বটে। কারণ তার কল্পনায় আইফোন আটে রয়েছে দুদিকে দুটি ডিসপ্লে।

এই দুটি ডিসপ্লের একটিতে আছে ৪৮০ পিক্সেল ডিসপ্লে এবং অন্যটিতে আছে ২কে ডিসপ্লে। দেখতে অনেকটা আইফোন ৫ এর মত হলেও এতে নেই কোন হোম বাটন।

তবে অ্যাপল কখনও এই ডিজাইনে আইফোন তৈরি করবে, এমন সম্ভাবনা নেই বললেই চলে। শুধু একজন ডিজাইনারের ভাবনার মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকবে দুই ডিসপ্লের এই আইফোন।

দুই ডিসপ্লের স্মার্টফোন বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে। ইয়োটাফোন এবং ইয়োটাফোন ২ স্মার্টফোন দুটিতে আছে দুদিকে ডিসপ্লে।