১। যখন বিদায় বলবেনঃ
কয়েক সেকেন্ডের জন্যে জড়িয়ে ধরুন।
২। মর্যাদার অনুভূতিঃ
যখন আপনার সঙ্গিনীর মন খারাপ তখন তার সাথে খুব ভালো ভাবে কথা বলুন। যাতে সে মনে করে যে আপনার কাছে তার মর্যাদা অনেক গুরুত্বপূর্ণ।
৩। দাঁড়িয়ে সম্মান দেখানঃ
আপনার সঙ্গিনীকে অনেকক্ষণ পর দেখলে তাকে দাঁড়িয়ে সম্মান জানান।
৪। গিফট কিনুনঃ
মাঝে মাঝে তাকে গিফট উপাহার দিন। এতে সে খুশি হবে।
৫। ভালোবাসার প্রতিউত্তরঃ
আপনার সঙ্গিনী যদি আপনাকে ভালোবাসা জানায় তবে তাকে আলতোভাবে চুমু দিয়ে আপনিও ভালোবাসা জানান।
৬। বাইরে বেড়াতে যানঃ
মাঝে মাঝে সঙ্গিনীকে বাইরে থেকে ঘুরিয়ে আনুন। যেখানে আপনাদের প্রথম পরিচয় হয়েছিল সেখানে যাওয়াটাও অনেক রোমান্টিক।
৭। হাত ধরুনঃ
বাইরে বের হলে বা বন্ধুদের সামনে হাত ধরে দাঁড়ান। এতে আপনার প্রতি আরো ভালোবাসা অনুভব করবে।
৮। হাসানঃ
মাঝে মাঝে জোকস বলে সঙ্গিনীকে হাসান।
৯। প্রিয় খাবারঃ
মাঝে মাঝে সঙ্গিনীর প্রিয় খাবার কিনে এনে বাসায় একসাথে ডিনার করুন।
১০। কলব্যাক করুনঃ
শুধু ভালোবাসি জানানোর জন্যে হলেও সবসময় তাকে কলব্যাক করুন।
১১। সাথে চলুনঃ
কখনো হাঁটতে বের হলে সঙ্গিনী পিছিয়ে পড়লে একটু থেমে তাকে সঙ্গে নিয়ে পাশাপাশি হাঁটুন।
১২। গান শোনাঃ
প্রিয় গানগুলো একসাথে শুনুন। এতে ভালোবাসা বাড়বে।
১৩। মনোযোগ দিয়ে শুনুনঃ
সবসময় তার কথা মনোযোগ দিয়ে শুনুন নয়ত সে মনে ব্যাথা পাবে।
১৪। একা থাকতে দিনঃ
মাঝে মাঝে আপনার সঙ্গী কিছু সময় একা থাকতে পছন্দ করে। সে সময়গুলো তাকে একা থাকতে দিন।
১৫। ফুল উপহারঃ
সে যখন হতাশায় থাকে তখন তাকে ফুল উপহার দিন।
১৬। চোখের জল মুছে দিনঃ
যদি কখনো কোন কারণে আপনার সঙ্গিনী কাঁদে তবে তার চোখের জল মুছে দিন।
১৭। সবচেয়ে সুন্দর নারীঃ
আপনার সঙ্গিনীই যে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী সেটা তাকে অনুভব করার সুযোগ দিন।
১৮। পুরনো প্রেমের সাথে তুলনা নয়ঃ
কখনোই আপনার বর্তমান সঙ্গিনীর সাথে পুরনো সঙ্গিনীর তুলনা করবেন না।