Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

বাংলাদেশ হেরেছে রাবাদার বোলিং এর কাছেই



গত ভারত সিরিজেই অচেনা মুস্তাফিজের কাছে হেরে গিয়েছিল ভারত । প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে একাই ওই দুই ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ । আর ৩ ম্যাচ সিরিজে মোট ১৩ উইকেট নিয়ে সিরিজে ম্যাচ অব দ্যা সিরিজ এর পুরস্কার পান মুস্তাফিজ । আজ যেন মুস্তাফিজের সেই বোলিং এর রূপটাই বিপক্ষ দলের পেস বোলার রাবাদা দেখিয়ে দিল । অনেকটাই আনপ্লেয়বল বোলারের ভূমিকায় অবতীর্ন হন এই পেস বোলার ।

রাবাদার বোলিং তোপে দিশেহারা হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ । আজ তামিম , লিটন , রিয়াদকে পর পর তিন বলে আউট করে নিজের অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করেন এই বোলার । এরপর সৌম্যকেও আউট করেন রাবাদা । বাংলাদেশের প্রথম যে ৪ টি উইকেট পড়ে তার সবগুলাই পান রাবাদা । এরপর আরো দুই নেন । মোট ৬ টি উইকেট পান রাবাদা ।

রাবাদার আজকের বোলিং স্পেলটা ছিল এরকম ৮-৩-১৬-৬ অর্থাৎ ৮ ওভার বল করে ৩ টি ওভার মেইডেন দেন , আর ১৬ রান দিয়ে ৬ উইকেট লাভ করেন । তার অসাধারণ বোলিং এর জন্য আজ তিনি ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হন । যারা মনে করছেন বাংলাদেশ খারাপ খেলেছে , আসলে ব্যাপারটা ঠিক তা নয় । আজ রাবাদার দাড়ুন বোলিংয়ের কাছেই হেরে যায় বাংলাদেশ । তার বোলিং তোপে মাত্র ১৬০ রানে অল আউট হয় বাংলাদেশ । সেখান থেকে আর ম্যাচে ফেরা হয় নাই টাইগারদের ।