Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

ওয়ার্ডপ্রেসেও ইমোজি



বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকদিন ধরেইন ব্যবহার হয়ে আসছে ইমোজি’র। তবে এবার ব্লগিংয়েও শুরু হচ্ছে ইমোজির ব্যবহার। আর এই শুরুটা করছে জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস।

ওয়ার্ডপ্রেসের সর্বশেষ সংস্করণ ওয়ার্ডপ্রেস ৪.২-এ যুক্ত করা হয়েছে ইমোজি ব্যবহারের সুবিধা। আগে কোন একটি পোস্টে ইমোজি ব্যবহার করলে পোস্টটি সেভ করার ক্ষেত্রে সমস্যা হলেও এখন আর এই সমস্যা থাকবে না। এমনকি পোস্টের ইউআরএল স্লাগেও ব্যবহার করা যাবে ইমোজি।

এছাড়া ওয়ার্ডপ্রেসের সর্বশেষ এই সংস্করণে যুক্ত করা হয়েছে আরও কিছু আপডেট। এর মধ্যে আছে বেশ কিছু নতুন এমবেড টাইপ। এছাড়া ‘Press This’ এর ফিচারেও আনা হয়েছে কিছু পরিবর্তন।