Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জিমেইলের অতিপ্রয়োজনীয় ১০ টিপস

Technology Image

যাত্রা শুরুর পর এক দশকেরও বেশি সময় পার করেছে জনপ্রিয় ইমেইল সেবা জিমেইল। ইতোমধ্যেই এটি বিশ্বের সবচেয়ে বড় বিনামূল্যের ওয়েবমেইল সেবায় পরিণত হয়েছে। এমন একটা সময় ছিল যখন শুধুমাত্র আমন্ত্রণ পেলেই ব্যবহার করা যেত জিমেইল। অর্থাৎ সাধারণ মানুষ চাইলেই এটি ব্যবহার করতে পারতো না। অবশেষে ২০০৭ সালে এটি সাধারণ মানুষের কাছে সহজ ব্যবহারযোগ্য হয়। আর ২০০৯-এর জুলাই মাসে এটি বেটা ভার্সন থেকে বেরিয়ে আসে।
ধারণা করা হচ্ছে এ মাসের মধ্যেই ১ বিলিয়ন ব্যবহারকারীর মাইলস্টোন অতিক্রম করবে জিমেইল। ইন্টারনেটের এই যুগে জিমেইল আমাদের অনেক কাছের হলেও আমরা অনেকেই এটি ব্যবহারের অনেক খুঁটিনাটি জানিনা, অথচ প্রতিদিনই এ জিনিসগুলোর ভেতর দিয়েই যাই। আজকের লেখায় আমি জিমেইলের কিছু টিপস, ট্রিক্স আর সিক্রেট নিয়ে কথা বলবো। হয়তো বেশীরভাগ ব্যবহারকারীরই এ বিষয়ে কোন ধারনাই নেই। তাই ধৈর্য ধরে লেখাটি পড়ুন আর জিমেইল এর অজানা ভুবনে ঘুরে আসুন।

১. জিমেইল এ ফরবিডেন বা নিষিদ্ধ ফাইল পাঠানো: ব্যবহারের শর্তানুযায়ী জিমেইল এর মাধ্যমে কিছু নির্দিষ্ট ফরমেট এর ফাইলে আদান প্রদান করা যায় না, যেমন .exe ফাইল। এমনকি জিপ করেও এটি পাঠানো সম্ভব নয়। এক্ষেত্রে সহজ একটি উপায় হতে পারে ফাইল হোস্টিং সার্ভিস এ প্রথমে ফাইলটি হোস্ট করে তার লিংকটি মেইল এর বডিতে শেয়ার করা। এক্ষেত্রে হোস্টিং করতে গুগল ড্রাইভ, ড্রপ বক্স বা ওয়ান ড্রাইভের মত সেবাগুলো বেছে নিতে পারেন আপনি।


২. জিমেইল এ বড় আকারের ফাইল পাঠানো: জিমেইল ২৫ মেগাবাইটের বড় মেইল পাঠাতে দেয় না। যেকোনো সংযুক্তিসহ পুরো মেইলটি যদি ২৫ মেগাবাইট অতিক্রম করে, তবে এটি আর পাঠানো সম্ভব হবে না। তবে এ ব্যাপারটি এড়ানোর বেশ কয়েকটি পথ আছে।
এক্ষেত্রে প্রথমেই যেটি করতে পারেন তা হল...

Continue Reading...

মোবাইলে রাত্রিকালীন প্যাকেজে বিটিআরসির নিষেধাজ্ঞা

Technology Image

মোবাইল অপারেটরদের রাতভর কথা বলা ও ইন্টারনেট ব্রাউজিংয়ে চটকদার অফারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শনিবার সকালে জাতীয় সংসদে এ কে এম রহমতুল্লাহ’র টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে এ তথ্য জানান।
সদস্য রহমতুল্লাহ তার প্রশ্নে জানতে চান, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনযোগী ও খারাপ কাজে জড়িত হয়। এজন্য এই ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?
জবাবে মন্ত্রী বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী ও খারাপ কাজে জড়িত হয়- এই অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য তারা জানতে পারে। তবে এ সব শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে বিটিআরসি গত মার্চে মোবাইল অপারেটরদের শুধুমাত্র রাত্রিকালীন কোনো প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে।

Continue Reading...

ঈদে হুয়াইর ডিস্কাউন্ট অফার

Technology Image

বিশ্বের তৃতীয় শীর্ষ স্মার্ট ফোন উৎপাদনকারী হুয়াই ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের গ্রাহকদের জন্য স্মার্ট ফোনে নিয়ে এসেছে ডিস্কাউন্ট অফার। হুয়াই বাজারের সকল শ্রেণীর গ্রাহকের চাহিদা অনুযায়ী স্মার্ট ফোন উৎপাদন করে। গ্রাহকদের মাঝে এবারের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে হুয়াই সম্প্রতি বাজারে আসা তাদের ওয়াই ফাইভ সি মডেল এর উপর এক হাজার টাকার ডিস্কাউন্ট ঘোষণা দিয়েছে। একই মূল্যের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় হুয়াইর এই ফোনটিতে রয়েছে বেশ কিছু মজার ফিচার।
এই ফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর, এক জিবি র্যা ম , ৮ জিবি রম, পিছনে আছে এলইডি ফ্লাশসহ ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে আরও আছে ৪.৫ ইঞ্চির এফ ডব্লিউভিজিএ মাল্টিটাচ স্ক্রীন এবং ডুয়েল সিম। সর্বশেষ অ্যান্ড্রয়েড কিটক্যাট ওএস ভার্সন ৪.৪ দ্বারা পরিচালিত এই ফোনটিতে আছে জি সেন্সর ও ১৭৩০ এমএএইচ ব্যাটারি। সাদা এবং কালো এই দুই রঙেই মোবাইলটি বাজারে পাওয়া যাচ্ছে যার মূল্য মাত্র ৭৯৯৯ টাকা । ঈদ উপলক্ষে হুয়াইর এই ফোনটি এক হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে মাত্র ৬৯৯৯ টাকায় বাজারে পাওয়া যাবে। মূল্য ও ফিচার বিবেচনায় এই সেটটি বাজারের সেরা ফোনগুলোর একটি।
হুয়াই হার্ডকোর মোবাইল গেমারদের জন্য বাজারে নিয়ে এসেছে হুয়াই জি প্লে মিনি স্মার্ট ফোন, যা বাজারে ১৫,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে আছে ১.২ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর, ইমোশন ইন্টারফেস ৩.০ সহ অ্যান্ড্রয়েড ৪.৪ ওএস, ২ জিবি র্যােম, ৮ জিবি রম, এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরা। এটি সর্বোচ্চ ৩২ জিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে। এই ফোনটিতে আরও আছে ৫ ইঞ্চি অটোরোটেশন ডিসপ্লে এবং আল্টিমেট পাওয়ার সেভিং টেকনোলজি সহ ২৫৫০ এমএএইচ ব্যাটারি।

Continue Reading...

বাস্তবেও দেখা যাবে অদৃশ্য মানুষ, উড়বে গাড়ি

Technology Image


বিজ্ঞানের মাধ্যম বিশ্বকে এখন প্রায় হাতের মুঠোয় নিয়ে এসেছে মানবজাতি। বিজ্ঞানের কল্যাণে এক জীবন-যাপন হয়েছে অনেক সহজ। কিন্তু সায়েন্স ফিকশন চলচ্চিত্রগুলোতে এখনো এমন অনেক কিছুই দেখা যায় যা নিয়ে আমরা স্বপ্ন দেখি। উড়ন্ত গাড়ি থেকে শুরু করে অদৃশ্য হয়ে যাওয়ার প্রযুক্তি সবই আমরা হলিউডের চলচ্চিত্রেই দেখে অভ্যস্ত। কিন্তু কিছুদিনের মধ্যে বাস্তবেও দেখা যেতে পারে এমন প্রযুক্তি।
অদৃশ্যমানব
অদৃশ্য হওয়ার গল্প আমরা অনেকদিন ধরেই শুনে আসছি। এইচ জি ওয়েলস এর ‘হলোও ম্যান-অদৃশ্য মানব থেকে শুরু করে হ্যারি পটারের অদৃশ্য হয়ে যাওয়ার চাদর। সবখানেই ফুটে উঠেছে মানবজাতির অদৃশ্য হয়ে যাওয়ার আকাঙ্খা। তবে বিজ্ঞান বলছে এ প্রযুক্তি থেকেও খুব বেশি দূরে নয় মানবজাতি। বিজ্ঞানীরা এমন একটি কোট তৈরি করেছেন যেখানে আলোকরশ্মি বাধা পায় না। অর্থাৎ কোটটি আপনি পড়লে আপনার পেছনে কি হচ্ছে তা দেখা যাবে, অদৃশ্য হয়ে যাবেন আপনি।
উড়ন্ত গাড়ি
হলিউডের ব্যবসাসফল চলচ্চিত্র সিরিজ ‘ব্যাক টু দ্য ফিউচার’ এ দেখা যায় উড়ন্ত গাড়ির। এছাড়াও অনেক সাইন্স ফিকশন ছবিতেও দেখা যাচ্ছে এমন গাড়ির অস্তিত্ব। এমন গাড়ির জন্যও বোধহয় খুব বেশিদিন অপেক্ষা করতে হবেনা। ইতোমধ্যেই এমন গাড়ি তৈরির কাজ শুরু করেছে টেরাফুগিয়া কোম্পানির টিএফ-এক্স। ধারণা করা হচ্ছে উড়ন্ত এই গাড়ির গতিবেগ হবে ঘণ্টায় ২০০ মাইল।

Continue Reading...

এয়ারটেল বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর

Technology Image

সারা বিশ্বে ২০ টি দেশে ৩০৩ মিলিয়নের বেশি গ্রাহককে সাথে নিয়ে গ্লোবাল র‌্যাংকিং এর এক স্থান উপরে স্থান পেল এয়ারটেল। ব্যবসা পরিচালনার দুই দশকের মধ্যেই মাইলফলক অর্জন, বিজনেস মডেল এবং বৈশ্বিক আকারে এর শক্তিমত্তা নিহিত এয়ারটেল এখন বিশ্বের শীর্ষস্থানীয় উদীয়মান বাজারের ব্র্যান্ডের অন্যতম। টুজি, থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্কে সর্বোচ্চ কাভারেজ সহ গ্রাহক এবং রাজস্বের দিক দিয়ে ভারতের বৃহত্তম মোবাইল অপারেটর। সর্ববৃহৎ থ্রিজি, এম-কমার্স নেটওয়ার্ক এবং ভৌগোলিক উপস্থিতি সহ আফ্রিকার বৃহত্তম অপারেটর। এয়ারটেলের মোবাইল নেটওয়ার্ক ২০টি দেশে ১.৮৫ বিলিয়নের বেশি মানুষকে কাভারেজের আওতায় এনেছে। ২০১৫ অর্থবছরে এটি বহন করেছে। ১.২৩ ট্রিলিয়নের বেশি ভয়েস মিনিট। ৩৩৩ পেটাবাইটের বেশী ডাটা। ১০০ মিলিয়নের বেশি মোবাইল গ্রাহকসহ ভারতের বৃহত্তম গ্রামীণ মোবাইল কাস্টমার বেস। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।
এয়ারটেল ১৯৯৫ সালের নভেম্বরে নয়াদিল্লীতে (ভারত) এর কার্যক্রম শুরু করে এবং দুই দশকেরও কম সময়ে অতুলনীয় ব্যাপ্তি এবং কার্যক্রমের বৈচিত্রতার সাথে এটি উদীয়মান বাজারের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। কোম্পানিটি আউটসোর্সিং এর উপর ভিত্তিকৃত লো-কস্ট বিজনেস মডেলের পথিকৃৎ এবং এর মাধ্যমে কোম্পানিটি দ্রুতগতিতে এর সেবা সমূহ গ্রাহকদের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে এবং গ্রাহকদের সুলভে মোবাইল টেলিফোনী ব্যবহারের সুযোগ করে দিয়েছে।
এই মাইলফলক অর্জন উপলক্ষ্যে ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল বলেন, “এয়ারটেল এর যাত্রায় এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং এটি আমাদের বিজনেস মডেলের শক্তিমত্তা প্রদর্শন করে। ২০টি দেশের গ্রাহকরা আমাদের ব্র্যান্ডকে ভালোবাসে। আজকে আমরা বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক এলাকাসমূহে বিরামহীনভাবে আমাদের কার্যক্রমসমূহ পরিচালনা করি এবং প্রত্যেক গ্রাহককে একই বিশ্বমানের সেবা প্রদান করে থাকে, এটিই সম্ভবত আমাদের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। আমি আমাদের কর্মীদের এবং ব্যবসায় সহযোগীদের এই রোমাঞ্চকর যাত্রায় সাথে থাকার জন্য ধন্যবাদ জানাতে...

Continue Reading...

উইন্ডোজের প্রয়োজনীয় কিছু টিপস যা বাড়িয়ে দেবে কাজের গতি

Technology Image

অফিসে বা বাসায় যেখানেই কাজ করুন না কেন, নিঃসন্দেহে নিচের টিপসগুলো আপনার কাজের গতি বাড়াতে সাহায্য করবে। কয়েকটি টিপস আপনার কম্পিউটারের পারফরম্যান্স বাড়াতে সাহায্য করবে আর কিছু আপনার কাজের গতি বাড়াবে নিঃসন্দেহে।
১. উন্নত ক্যালকুলেটর: উইন্ডোজ ৭ বা ৮ দুটির সাথেই ক্যালকুলেটর অপশনটি আছে। আমরা অনেকেই হয়ত জানিনা এটিতে শুধু সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও আরও অনেক কিছুই করা যায়। ক্যালকুলেটরের মেইন উইন্ডোতে গিয়ে 'ভিউ'তে ক্লিক করুন। এখানে থাকা 'এনহ্যান্সড ভার্সন'-এ গেলে দেখতে পাবেন জরুরি অনেক কাজই এই ক্যালকুলেটর দিয়ে করার সুযোগ রয়েছে। ইউনিট কনভার্সন, ডাটা ক্যালকুলেশনসহ আপনার গাড়ির মাইলেজ হিসাব করার ওয়ার্কশিটও পাবেন এখানে।
২. আপনার পিসির নির্ভরযোগ্যতা যাচাই করুন: কোন কারনে যদি আপনার পিসি উদ্ভট কোন আচরণ করতে থাকে সেক্ষেত্রে আপনি পিসির রিলায়েবিলিটি মনিটরে তা দেখতে পারেন। এজন্য পিসির কন্ট্রোল প্যানেল এ গিয়ে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে অ্যাকশান সেন্টার ট্যাবটি ক্লিক করুন। এখানে আপনি আপনার কম্পিউটারের রিলায়েবিলিটি হিস্ট্রি দেখতে পাবেন। এটি প্রোগ্রামের সাথে গ্রাফের মাধ্যমে ত্রুটিগুলো তুলে ধরে।
৩. ধাপে ধাপে পিসির সমস্যা সংরক্ষণ করা: 'প্রবলেম স্টেপ রেকর্ডার' অপশনটির মাধ্যমে আপনি আপনার পিসির সমস্যাগুলো রেকর্ড করে রাখতে পারবেন। এতে করে আপনার যদি কখনো কাস্টমার কেয়ার বা কোন বন্ধুর সাথে আপনার পিসির সমস্যা নিয়ে আলাপ করতে হয়, সেক্ষেত্রে আপনি মুখে না বলে সমস্যার সংরক্ষণ করে রাখা স্ক্রিনশট বা ক্যাপশন গুলো দেখালেই চলবে। এতে করে তাদের পিসির প্রকৃত সমস্যা বোঝাটাও সহজ হয়ে যাবে।
৪. 'সেন্ড টু' মেন্যুর ব্যবহার: পিসিতে থাকা যেকোনো ডাটা অন্য ড্রাইভে বা পেন ড্রাইভ বা অন্য কোন এক্সটারনাল ড্রাইভে নিতে আমরা প্রায়ই রাইট ক্লিক করে পাওয়া এই সেন্ড টু অপশনটি ব্যবহার করি। তবে এখানে সেন্ড টু’র...

Continue Reading...

যে গাছের আলোয় আলোকিত হবে সড়ক

Technology Image

রাস্তার দুপাশে থাকা ল্যাম্প পোস্টগুলো রাতভর পথ চলার ক্ষেত্রে আমাদের দেয় আলোর দিশা। বিদ্যুতের সহায়তায় চলা ওই ল্যাম্পপোস্টগুলো যদি না থাকে তবে কেমন হবে? ল্যাম্প পোস্টের বদলে দুপাশ জুড়ে থাকবে শুধু গাছ আর গাছ। আর সে গাছই ছড়াবে আলো। ভাবছেন কীভাবে? গোটা বিশ্বের মানুষকে এমনই এক অন্যরকম মহাসড়ক দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন ডাচ নকশাবিদ ডান রুসাগারডা ও তার দল। আর তার জন্য বায়োলোমিনেসেন্ট জেলি এবং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছেন তারা। তা হঠাৎ বায়োলোমিনেসেন্ট কেন?
তার কারণ, জেলি ফিশ পানির তলায় থাকার পরও এই বায়োলোমিনেসেন্টের গুণেই আপনা আপনি আলো জ্বালায়। আর এই উপাদান দিয়েই ডাচ বৈজ্ঞানিক দলটি বায়োমিনেসেন্ট গাছের বিস্তৃতি ঘটাচ্ছেন। এই গাছ লাগানোর ফলে বিনা বিদ্যুতে আলোকিত থাকবে শহর। এই গাছের ধারণাটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথা থেকে আসে। তারা জোনাকি ও লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া ‘ভাইব্রিও ফিসচেরি’র জিন নিয়ে আলো উৎপাদনক্ষম এক ধরনের এনজাইম তৈরি করেন। তারপর এটিকে জিনোমসের ভিতরে প্রবেশ করান। তারা এটিকে বলছেন ‘বায়ো ব্রিকস’। আলো উৎপাদনকারী এই গাছের কথা প্রথম আলোচনায় আসে বছরখানেক আগে এক কিকস্টার্টার ক্যাম্পেইনের মাধ্যমে।
এ সম্পর্কে রুসগারডা বলেন: “জেলিফিশ পানির নিচে আলো জ্বালাতে পারে। এর কোন ব্যাটারী, সোলার প্যানেল নেই। তবুও কিন্তু আলো জ্বলছে। এ থেকে আমরা কি শিখতে পারি?”
আর এ বোধটিই তাকে নিউিইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেকজান্ডার ক্রিচেভস্কি’র কাছে নিয়ে যায়। আর ‍প্রযুক্তি কোম্পানি বিগলো এর মালিক ক্রিচেভস্কি এই অসাধারণ আবিষ্কার লুমিনেসেন্ট গাছের বাজারজাতকরণের ব্যাপারে সচেষ্ট হন।
রুসগারডা এই বায়োলুমিসেনথেসিস গাছকে বড় পরিসরে উন্মুক্ত করার জন্য ক্রিচেভেস্কির সাথে একযোগে কাজ করছেন।
আর রাস্তায় এটি বাস্তবায়ন হলে শহরগুলো অবশ্যই স্বপ্নরাজ্যে পরিণত হবে। তাই নয় কি?

Continue Reading...

ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক কমলেও কার্যকর হয়নি

Technology Image

মোবাইল ফোনের সিম দিয়ে ইন্টারনেট সেবার ওপর সরকার সম্পূরক শুল্ক কমিয়ে ৩ শতাংশ করলেও তা কার্যকর করেনি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। তাদের দাবি, এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড এখনো কোনো নির্দেশনা দেয়নি।
মোবাইল ফোনের সিম দিয়ে ইন্টারনেট সেবার ওপর সরকার সম্পূরক শুল্ক কমিয়ে ৩ শতাংশ করলেও তা কার্যকর করেনি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। তাদের দাবি, এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড এখনো কোনো নির্দেশনা দেয়নি। অথচ গত ৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবায় ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রস্তাব করার পর ওই দিন রাত থেকে মোবাইল ফোন কোম্পানিগুলো তা কার্যকর করে বলে গ্রাহকদের অভিযোগ রয়েছে।
সরকার মুঠোফোন সেবার ওপর আগে থেকেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আদায় করছে। নতুন করে মুঠোফোন সেবার ওপর ৫ শতাংশ কর আরোপ করে গত ৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনেক মোবাইল গ্রাহক অভিযোগ করেন, বাজেটে প্রস্তাব করার পর থেকে মুঠোফোন কোম্পানিগুলো তাঁদের কাছ থেকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক কাটা শুরু করেছে। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এই পরিপ্রেক্ষিতে গত ৭ জুন বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন ও এসএমএসের মাধ্যমে দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এর সত্যতা নিশ্চিত করে। বিজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা ও সরকারি আদেশনামা অনুসারে মোবাইল ফোন সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্প আরোপ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ৪ জুন, ২০১৫ থেকে সব মোবাইল সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং তার ওপর ১৫ শতাংশ ভ্যাট কলরেটসহ সব মোবাইল ফোন সেবার ওপর চার্জের সঙ্গে প্রযোজ্য হবে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা আওয়ামী লীগ সরকারের এই সিদ্ধান্তের কারণে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ও এর সঙ্গে...

Continue Reading...

এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড পেল এয়ারটেল

Technology Image

মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সিঙ্গাপুরের কনরাড সেন্টেনিয়ালে ফোর সীজনস হোটেলে অনুষ্ঠিত এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড (এসিএ) ২০১৫-এর গালা অনুষ্ঠানে এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সিঙ্গাপুরের কনরাড সেন্টেনিয়ালে ফোর সীজনস হোটেলে অনুষ্ঠিত এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড (এসিএ) ২০১৫-এর গালা অনুষ্ঠানে এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। এশিয়ার শীর্ষস্থানীয় ক্যারিয়ার, সেবাদাতা এবং সরবরাহকারী-যারা টেলিকমিউনিকেশন সেক্টরে সেবা প্রদান করে থাকেন, তাদের অসাধারণ পারফরমেন্স এবং উদ্ভাবন এর স্বীকৃতি স্বরূপ এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
এসিএ-তে মোট ১৬ টি ক্যাটেগরি রয়েছে এবং সিংটেল, এনটিটি কমিউনিকেশনস, স্টারহাব, হুয়াই, পেসনেট ইত্যাদি অনেক প্রসিদ্ধ টেলিকম কো¤পানী এতে অংশগ্রহণ করে। প্রায় ৫০০০ টেলিকম পেশাজীবি এতে অংশগ্রহণ করেন অথবা ক্যাটেগরি গুলোতে ভোটদান করেন। এয়ারটেল বাংলাদেশের এমডি এবং সিইও পিডি শর্মা পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে বলেন, “এটি আমাদের জন্য একটি বিরাট অর্জন, একটি মাইলফলক। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রমাণিত হয় যে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে একটি দৃষ্টান্তের সৃষ্টি করেছে।”
এয়ারটেল বাংলাদেশের চীফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা বলেন, “আমরা নতুন নতুন উদ্ভাবনী এবং উৎকৃষ্ট মানের গ্রাহকসেবা প্রদানে বদ্ধপরিকর। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে এটাই এধরনের প্রথম উদ্যোগ এয়ারটেল অনলাইন এক্সপেরিয়েন্স সেন্টার । এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক কেননা এর মাধ্যমে এয়ারটেলের গ্রাহকসেবার মান এবং শ্রেষ্ঠত্বের প্রমাণ আরো সুদৃঢ় হয়।”
অনলাইন এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার এয়ারটেলের গ্রাহকদের জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এটি উচ্চমানের তাৎক্ষণিক সেবাদান করে এবং ইন্ডাস্ট্রিতে এটিই প্রথম। অনলাইন এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার একটি ভার্চুয়াল থ্রিডি ইন্টার অ্যাক্টিভ গ্রাহকসেবা কেন্দ্র যেখানে গ্রাহকরা বাস্তবের একটি এক্সপেরিয়েন্স সেন্টারে যেরকম সেবা উপভোগ করতেন ঠিক সেইরকম সেবা পাবেন। অনলাইন এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার দেখা যাবে http://bd.airtelvirtualstore.com/registration.php এই...

Continue Reading...