সাবেক পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকেও পিছনে ফেললেন ইনল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। আকরামকে ছাড়িয়ে এখন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক এই ইংলিশ বোলার।
পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই দুইটি উইকেট তুলে নিয়ে ওয়াসিমকে ছাড়িয়ে গেছেন তিনি।
আবুধাবি টেস্টের আগে ১০৪ ম্যাচের ১৮১ ইনিংসে ৪১৪ উইকেট ঝুলিতে ছিল আকরামের। ১০৭ ম্যাচের ২০১ ইনিংসে ৪১৩ উইকেট শিকার ছিল এন্ডারসনের। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ২ উইকেট শিকার করে পেসারদের তালিকায় আকরামকে পেছনে ফেলেন এন্ডারসন। তার ঝুলিতে এখন রয়েছে ৪১৫ উইকেট।
তালিকায় এন্ডারসনের সামনে এখন রয়েছেন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রা ওয়েস্ট ইন্ডিজের কার্টনি ওয়ালশ ভারতের কপিল দেব নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার শন পোলক।
ম্যাকগ্রা ৫৬৩ উইকেট নিয়ে তালিকায় সবার উপরে রয়েছেন। ওয়ালশ ৫১৯ কপিল ৪৩৪ হ্যাডলি ৪৩১ ও পোলক ৪২১ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় থেকে পঞ্চমস্থান পর্যন্ত রয়েছেন।