Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

ইউরোপা লীগের চ্যাম্পিয়ন সেভিয়া



ইউক্রেনের ক্লাব দিনপ্রোকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপা লীগের শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। ম্যাচে সেভিয়ার হয়ে জোড়া গোল করেন কার্লোস বাক্কা, দলের হয়ে অন্য গোলটি করেন গারজোর্জ কারচোউইকা।

স্টেডিয়ন নারোদোয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই লিড নিয়েছিল প্রথমবারের মত ইউরোপা লীগের ফাইনালে ওঠা দিনপ্রো। ম্যাচের ৭ মিনিটে দিনপ্রোর হয়ে গোল করে দলকে লিড এনে দেন নিকোলা কালিনিচি। ম্যাচের ২৮ মিনিটে কারচোউইকের গোলে ১-১ সমতায় ফেরে সেভিয়া, তিন মিনিট পর নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল পুর্ণ করেন বাক্কা। তবে বিরতির আগে ম্যাচের ৪৫ মিনিটে অসাধারণ এক ফ্রিকিকে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান দিনপ্রোর দলপতি রুসলান রোতান।

বিরতির পর খেলতে নেমে আক্রমনাত্বক খেলতে থাকা সেভিয়া এগিয়ে যায় ম্যাচের ৭৩ মিনিটে । ভিতালের এসিস্টে গোল করে দলকে ৩-২ গোলে এগিয়ে নেন বাক্কা। খেলার বাকি সময়ে বেশ কয়েকটি আক্রমন করলে গোল করতে পারেনি কোন দলই। আর তাতেই টানা দ্বিতীয়বারের মত শিরোপা নিশ্চিত করে সেভিয়া।

২০১৪ সালে বেনফিকাকে ট্রাইব্রেকার হারিয়ে শিরোপা জেতা সেভিয়া সর্বশেষ টানা দু’বার শিরোপা জিতেছিল ২০০৬ ও ২০০৭ মৌসুমে।