Sports Image

বাংলাদেশের মতো ধৈর্য্য ধরতে হবেতিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। ১৬ বছর পর এমন ভরাডুবি তাই মানতেই চাইছে না পাকিস্তানের সমর্থকরা। এদিকে, পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক মনে করছেন আরো সময় দিতে হবে এই দলকে।

সিরিজ শেষে যখন মহা চটেছে পাকিস্তান সমর্থকরা, ঠিক তখনই অনুজদের আগলে রাখলেন মিসবাহ। তার মতে, এটা নতুন দল। এদেরকে আরো সময় দিতে হবে। বাংলাদেশও একদিনে এই অবস্থায় আসেনি। তাদেরকেও সময় দেওয়া হয়েছে।
মিসবাহ বলেন, ‘এটা সেই বাংলাদেশ যারা গত এশিয়া কাপে নিজেদের মাটিতে আফগানিস্তানের কাছে পরাজিত হয়েছিলো। কিন্ত তাদের সমর্থকরা দলের প্রতি বিশ্বাস রেখেছে যার ফলাফল, একঝাঁক অভিজ্ঞ দল।’
একেতো নতুন দল, তার উপর সাঈদ আজমল নিজের বোলিং একশন পরিবর্তন করে নতুনভাবে দলে ফিরেছেন। তাই এখনো আগের মতো হয়ে ‘বিধ্বংসী’ হয়ে উঠতে পারেননি তিনি। মোট কথা, আজহার আলির দল এবং আজমল দুইয়ে মিলিয়ে ‘ফ্লপ পাকিস্তান’ বললে খুব বেশী ভুল হবে না।
সে কারণেই কিনা, এমন পারফর্মেন্সে বেজায় ক্ষেপেছে পাকিস্তানবাসী।