Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আরেক পৃথিবীর সন্ধান পেল নাসা

Technology Image

পৃথিবীর মত আরেকটি গ্রহের অস্তিত্বের সন্ধান পেয়েছে নাসা। নাসার স্পেসক্র্যাফট কেপলার থেকে এই গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। গতকাল এই তথ্য জানায় মহাকাশ গবেষনা সংস্থাটি। এই গ্রহের নাম দেওয়া হয়েছে Keplar-452b। একটি তারকার চারিদিকে পরিভ্রমণরত অবস্থায় এর সন্ধান পেয়েছে কেপলার। নাসার বিজ্ঞানীরা এই গ্রহটিকে পৃথিবী ২.০ বলে অভিহিত করেছেন।
Keplar-452b পৃথিবীর তুলনায় ৬০ শতাংশ বড় এবং এটি Keplar-452 নামক তারকাকে কেন্দ্র করে ঘুরছে। এই পৃথিবীর বছর হয় ৩৮৫ দিনে, অর্থাৎ আমাদের পৃথিবী থেকে মাত্র ২০ দিন বেশি। যে তারকাকে কেন্দ্র করে পৃথিবী ২.০ ঘুরছে, তা অনেকটা পৃথিবীর নিকটবর্তী তারকারাজির মতোই। তাপমাত্রা এবং আয়তনও প্রায় একই, কেবলমাত্র ২০ ভাগ বেশি উজ্জ্বল। keplar-452 এর বয়স প্রায় ৬০০ কোটি বছর যা সূর্যের তুলনায় ১৫০ কোটি বছর বেশি।
নতুন এই পৃথিবীর সৌরজগৎ আমাদের সৌরজগৎ থেকে প্রায় ১,৪০০ আলোকবর্ষ দূরে। তবে এর ভর সম্পর্কে এখনও কিছু জানাতে পারেননি নাসার বিজ্ঞানীরা। তাদের মতে, পৃথিবী ২.০ এর ভূমণ্ডল পাথুরে এবং বায়ুমণ্ডল গ্যাসে পরিপূর্ণ।
অন্য পৃথিবীর খোঁজে ২০০৯ সালে যাত্রা শুরু করে কেপলার। আমাদের আকাশ গঙ্গায় আর কোন পৃথিবী আছে কিনা, তা দেখাই এর প্রধান কাজ।

Continue Reading...

৯৬ ডলারের স্মার্টওয়াচ বাজারে আনবে শাওমি

Technology Image

চীনের অ্যাপল বলে খ্যাত শাওমি এবার স্মার্টওয়াচ বাজারে আনার পরিকল্পনা করছে। চলতি বছরের নভেম্বরে এই স্মার্টওয়াচ বাজারে আসতে পারে এবং এর মূল্য হতে পারে ৯৬ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৭,৫০০ টাকা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটটির প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টওয়াচটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট, ৬৪ বিট কোয়াড কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম। এছাড়াও থাকতে পারে ৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি এবং হার্টরেট মনিটরও। তবে এতে ডিসপ্লে সাইজ কত হবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানানো হয়েছে। যদিও ধারণা করা হচ্ছে স্মার্টওয়াচটিতে থাকতে পারে ১.৩ ইঞ্চি ডিসপ্লে।
এর আগে অন্য একটি ওয়েবসাইট জানিয়েছিল, অ্যাপল ওয়াচের সাথে টেক্কা দিতে স্মার্টওয়াচ বাজারে প্রবেশের পরিকল্পনা করছে শাওমি। ওয়েবসাইটটি জানিয়েছিল, মটো ৩৬০ এর মত গোলাকার হতে পারে শাওমি স্মার্টওয়াচ।

Continue Reading...

কম্পিউটার ব্যবহারকারীদের কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা

Technology Image

কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে রয়েছে নানা রকম ভুল প্রচলিত ধারনা। ধারনাগুলো মাঝে মাঝে অনেক হাস্যকরও বটে। সেরকম ধারনাগুলো থেকেই কিছু ধারনা ধার করে আপনাদের সামনে উপস্থিত করতে চেষ্টা করছি, ধারনাগুলো পড়ে হাসবেন না। এরকম ব্যবহারকারীর সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। চলুন, শুরু করা যাক।
হ্যাকাররা আপনার কম্পিউটার হ্যাক করার জন্য বসে আছে
হ্যাঁ, এটা সত্যিই যে ইন্টারনেটে কানেক্টেড একটি কম্পিউটার বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক রকমের ম্যালওয়্যার এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্কিম যা একজন কম্পিউটার ব্যবহারকারীর সহজেই ক্ষতি করতে সক্ষম। কিন্তু, হলিউডের ছবিগুলোর মত একজন হ্যাকার বসে বসে আপনার কম্পিউটারটি হ্যাক করতে চেষ্টা করছে ব্যাপারটি বেশিরভাগ ক্ষেত্রেই সেরকমটি নয়।
আমাদের কম্পিউটারগুলোতে যে অ্যাটাকগুলো হতে পারে সেগুলো মূলত অটোমেটেড। আপনার কম্পিউটারটি স্বাভাবিক ভাবেই ইন্টারনেটে কানেক্টেড থাকা অবস্থায় এমন কোন ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে যা আপনার কী-স্ট্রোকগুলোর লগ এবং এভাবেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম। আবার, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনার ইমেইল বক্সে আপনি ফিশিং ইমেইল পেলেন যা মূলত চেষ্টা করে থাকে একজন ব্যবহারকারীর ক্রেডিট কার্ড নাম্বার, ব্যাংক ডিটেইলস অথবা সোশ্যাল সিকিউরিটি নাম্বার চুরি করতে।
কিন্তু, কোন একজন 'হ্যাকার' তার কম্পিউটারে বসে টার্মিনালে কমান্ড লিখে লিখে আপনার কম্পিউটারে প্রবেশ করার জন্য সিকিউরিটি হোল খুঁজছে - ব্যাপারটা কিছুটা হাস্যকর। যদি কোন কিছু আপনার কম্পিউটারে প্রবেশ করার জন্য সিকিউরিটি হোল খুঁজেই থাকে তবে তা সম্ভবত একটি বা একাধিক বটনেট যা আনপ্যাচড কম্পিউটারের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়।
তবে হ্যাঁ, আপনি যদি কোন বিশেষ মানুষ হয়ে থাকেন, যদি হয়ে থাকেন একজন হাই-ভ্যালু টার্গেট যেমন ধরুন - সরকারি এজেন্সির সদস্যা, বড় কোন বিজনেস ম্যান তবে হয়তো কোন হ্যাকার আপনার পিছে...

Continue Reading...

স্মার্ট ফ্লিপ ফোন আনছে এলজি

Technology Image

ফ্লিপ ফোনের কথা মনে আছে? একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা ফ্লিপ ফোন স্মার্টফোনের জনপ্রিয়তার কাছে হার মেনে বাজার থেকে উঠে গেছে। তবে এলজি'র হাত ধরে আবারও ফিরে আসছে সেই ফ্লিপ ফোন। তবে এবার কিন্তু স্মার্টফোন হিসেবেই।
এলজি জেন্টল নামের এই ফ্লিপ ফোনটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এতে থাকছে ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এছাড়া এতে আলাদা ফিজিক্যাল কীপ্যাডও থাকছে। ১.১ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের এই ফোনে থাকছে ১ গিগাবাইট র‍্যাম, ৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। ফোরজি সমর্থিত স্মার্ট ফ্লিপ ফোনটিতে রয়েছে ১,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
এতে আরও থাকছে ফ্ল্যাশসহ ৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও। স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এছাড়া এতে আরও আছে ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি কানেক্টিভিটি।
স্মার্টফোনটি আপাতত দক্ষিণ কোরিয়ায় পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৫ মার্কিন ডলার।

Continue Reading...

সাইবার আক্রমণের ঝুঁকিতে ৯৫ কোটি অ্যান্ড্রয়েড ফোন

Technology Image

আবারও বড় ধরনের সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়েছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। একটি সাইবার নিরাপত্তা সংস্থার এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সট মেসেজের মাধ্যমে মাত্র একটি ছবি রিসিভ করেই আক্রমণের শিকার হতে পারেন যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী।
এটিই এখন পর্যন্ত শনাক্ত করা স্মার্টফোনের সবচেয়ে বড় নিরাপত্তা রুটি। আর এই নিরাপত্তার ত্রুটির কারণে সাইবার আক্রমণের ঝুঁকিতে আছে বিশ্বের প্রায় ৯৫ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস যা বর্তমানে ব্যবহৃত অ্যান্ড্রয়েড ডিভাইসের ৯৫ শতাংশ।
এই ত্রুটিটি সবার সামনে তুলে ধরেছে জিম্পেরিয়াম নামক একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, এই সমস্যাটির উদ্ভব হয়েছে মূলত অ্যান্ড্রয়েড ফোনের ইনকামিং ম্যাসেজ বিশ্লেষণের ধরণ থেকেই। একটি ম্যাসেজ আসার পর সেটি খুলে দেখার আগেই স্বয়ংক্রিয়ভাবে তার সাথে থাকা মিডিয়া ফাইল (অডিও, ভিডিও, ছবি) প্রসেস করে ফেলে। এর অর্থ হল একটি ম্যালওয়্যার সমৃদ্ধ ফাইল আসা মাত্রই ফোন সয়ংক্রিয়ভাবে সেটিকে আক্রমণের সুযোগ করে দেয়।
এই ত্রুটির কথা স্বীকার করেছে গুগল। সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে গুগল জানায়, অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন অ্যাপ এবং ফোনের বিভিন্ন ফাংশন হ্যাকারদের আক্রমণ প্রতিরোধের ক্ষমতা রাখে।
গত পাঁচ বছরের মধ্যে তৈরি করা হয়েছে, অ্যান্ড্রয়েড চালিত এমন স্মার্টফোনগুলো রয়েছে আক্রমণের ঝুঁকিতে। অ্যান্ড্রয়েড ফ্রোয়ো, জিঞ্জারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচ, হানিকম্ব, জেলিবিন, কিটক্যাট এবং ললিপপ, এ সবগুলো সংস্করণই আক্রমণের ঝুঁকিতে আছে।
জিম্পেরিয়াম জানায়, এ বছরের ৯ই এপ্রিল গুগলকে এ ত্রুটির বিষয়ে জানাও হয়েছে। একইসাথে এই ত্রুটি দূর করার জন্য একটি সমাধানও দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। তার ঠিক পরের দিনই গুগল তাদের নিশ্চিত করে জানায়, দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি প্যাচ উন্মুক্ত করা হবে।
সাধারণত কোন নিরাপত্তা প্রতিষ্ঠান অন্য কোন প্রতিষ্ঠানের সফটওয়্যার কিংবা অন্য পণ্যে কোন ধরণের নিরাপত্তা ত্রুটি খুঁজে পেলে তাদের ৯০ দিনের সময়...

Continue Reading...

নতুন যুগের সূচনা করলো মাইক্রোসফট

Technology Image

উইন্ডোজ ১০ নিয়ে অপেক্ষার পালা শেষ হল। আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটি বাজারে আনার ঘোষণা দিল মাইক্রোসফট।
উইন্ডোজ ১০ নিয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বিবিসি'কে বলেন, উইন্ডোজ ১০ নতুন যুগের সূচনা করবে। তিনি আরও জানান, ডিজিটাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কর্টানা উইন্ডোজ ১০ কে অন্যদের থেকে আলাদা করবে। এসময় কর্টানা নিয়ে উচ্ছাস প্রকাশ করেন তিনি।
উইন্ডোজ ১০ আপগ্রেড বিনামূল্যে আজ থেকেই পাওয়া যাবে ১৯০টি দেশে। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮.১ এবং উইন্ডোজ মোবাইল ৮.১ ব্যবহারকারীরা পাবেন বিনামূল্যের এই আপগ্রেড।
উল্লেখ্য, মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেমটি বাজারে এসেছিল প্রায় তিন বছর আগে।

Continue Reading...

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়ছে

Technology Image

দেশে চতুর্থ দফায় ব্রডব্যান্ড ইন্টারনেটের সংজ্ঞা পরিবর্তন করে গতি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার টেলিযোগাযোগ সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, নূন্যতম ২ এমবিপিএস গতি না হলে সেটিকে ব্রডব্যান্ড হিসেবে ঘোষণা দেওয়া যাবে না।
দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বৃদ্ধির প্রথম উদ্যোগ নেওয়া হয় ২০০৮ সালে। সে বছর প্রথমবারের মতো ব্রডব্যান্ডের সংজ্ঞায় ১২৮ কেবিপিএস গতি ঠিক করে দেওয়া হয। পরে তা বাড়িয়ে ৫১২ কেবিপিএস করা হয়। ২০১৩ সালের ১ এপ্রিল গ্রাহকের স্বার্থে ব্রডব্যান্ডের সংজ্ঞা পরিবর্তন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তখন বলা হয়, ব্রডব্যান্ড বলা যাবে এমন সার্বক্ষণিক তথ্য বা ইন্টারনেট সেবাকে, যার ন্যূনতম ব্যান্ডউইডথ হবে ১ মেগা বিটস পার সেকেন্ড (এমবিপিএস)। ইন্টারনেটের প্রচলিত (ডায়াল-আপ) গতির চেয়ে বেশি গতিসম্পন্ন ডাটা আদান-প্রদানকে ব্রডব্যান্ড বলা হয়।
২০০৯ সালের জাতীয় ব্রডব্যান্ড নীতিমালার অনুচ্ছেদ ২-এ বলা রয়েছে, ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্রডব্যান্ড বলা যাবে, এমন সার্বক্ষণিক ডাটা বা ইন্টারনেট সেবাকে, যার ন্যূনতম ব্যান্ডউইডথ ১২৮ কিলো বিটস পার সেকেন্ড (কেবিপিএস)।’ ব্যান্ডউইডথ হলো তথ্য বা ডাটা চলাচলের গতি। বিটিআরসি বলেছে, আগে ১২৮ কেবিপিএসের চেয়ে কম ব্যান্ডউইডথকে ন্যারোব্যান্ড বলা হতো, আর এখন ন্যারোব্যান্ড বলা হবে ১ এমবিপিএসের চেয়ে কম ব্যান্ডউইডথকে। শিগগির সেটা ২ এমবিপিএসের চেয়ে কম ব্যান্ডউইডথকে ন্যারোব্যান্ড বলে ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত, বিশ্বে ইন্টারনেটের গতির দিক থেকে শীর্ষ তিনটি দেশের স্থানই দখল করে রেখেছে এশিয়ার তিনটি দেশ। সম্প্রতি (মার্চ ২০১৫) যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা আকামাইয়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেটের গতির দিক থেকে শীর্ষস্থানে রয়েছে বরাবরের মতোই দক্ষিণ কোরিয়া। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ২২.২ এমবিপিএস। দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের বর্তমান গড় গতি ১৬.৮...

Continue Reading...

উইন্ডোজ ১০ এর পেছনের কারিগর

Technology Image

উইন্ডোজ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে যা কিছু লেখা হয়, তার সবই তিনি মনোযোগ দিয়ে পড়েন। বর্তমান প্রযুক্তি বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এই সফটওয়্যার সম্পর্কিত বিভাগটিও বর্তমানে তিনিই দেখেন। তিনি হলেন টেরি মিয়ারসন।
উইন্ডোজ ১০ এর নেপথ্য নায়ক তিনি। দীর্ঘ প্রায় এক বছর সময় ধরে তার টিম যে অপারেটিং সিস্টেমটি তৈরি করেছে, সেই উইন্ডোজ ১০ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গত বুধবার। আর তাই তিনি এখন উইন্ডোজ ১০ এর ফীডব্যাক জানতে সবসময় উদগ্রীব হয়ে থাকেন।
মিয়ারসন ১৮ বছর ধরে কাজ করছেন মাইক্রোসফটে। মাইক্রোসফটে তিনি দেখাশোনা করেন উইন্ডোজ ডিভিশনটি। আর এখান থেকে তৈরি করা অপারেটিং সিস্টেম বর্তমানে বিশ্বে সবথেকে বেশি মানুষ ব্যবহার করছে।
২০১১ সালে তিনি উইন্ডোজ ফোন বিভাগের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৩ সালে তাকে সম্পূর্ণ উইন্ডোজ টিম বুঝিয়ে দেওয়া হয়। আর গতমাসে তার দায়িত্বে আরও যুক্ত হয় এক্সবক্স, সারফেস, মোবাইল ডিভিশন। ফলে মাইক্রোসফট পুরো কনজ্যুমার কিংডমের দায়িত্বে এখন তিনিই আছেন।
উইন্ডোজ ১০ নিয়েও বেশ আশাবাদী মিয়ারসন। তিনি আশা করেন, ২০১৮ সালের মধ্যে অন্তত ১০০ কোটি পিসি, ফোন এবং ট্যাবের অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ ১০।
উইন্ডোজের ইতিহাসে এবারই প্রথম একেবারে শুরু থেকে অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্টের সাথে গ্রাহকদের যুক্ত করা হয়। কিভাবে? উইন্ডোজ ১০ বাজারে আসার আগেই ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি প্রিভিউ বিল্ড উন্মুক্ত করা হয়েছে। আর এখান থেকে প্রাপ্ত বিভিন্ন ফিডব্যাক কাজে লাগানো হয়েছে মূল সংস্করণটি ডেভেলপ করার ক্ষেত্রে। আর এই পুরো ব্যাপারটিই কিন্তু মিয়ারসনের মাথা থেকে এসেছে।
মিয়ারসন নিজেও তার প্রতিদিনের কাজের জন্য বেটা ভার্সন ব্যবহার করেন। ফলে এতে বিভিন্ন ধরণের ত্রুটি থাকাটা কতটা বিরক্তিকর ব্যাপার। আর তাই তিনি মাঝে মাঝে ভয়ও পান এই ভেবে যে, উইন্ডোজের প্রিভিউ বিল্ড সবার মাঝে উন্মুক্ত করে দেওয়ার কারণে অনেকেই...

Continue Reading...

৩৬০ ডিগ্রি ক্যামেরা আনছে নকিয়া

Technology Image

মোবাইল ফোনের বাজারে না থাকলেও ম্যাপস এবং সম্প্রতি ট্যাবের বাজারে প্রবেশ করেছে নকিয়া। এবার ভার্চুয়াল রিয়েলিটির বাজার মাতানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আর এজন্য নকিয়া বাজারে আনছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ‘ওজো’।
এই ক্যামেরাটিতে রয়েছে ৮টি ইমেজ সেন্সর এবং মাইক্রোফোন। ফলে একটি ছবি বিভিন্ন দিকথেকে তুলে সেগুলোকে একত্রিত করে একটি থ্রিডি ইমেজ তৈরি করতে সক্ষম ওজো। সেইসাথে এই ক্যামেরার সাথে থাকা সফটওয়্যার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে থ্রিডি ছবিও দেখা সম্ভব।
তবে নকিয়ার এই বিশেষ ক্যামেরাটি শুধুমাত্র পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মূল্য প্রায় ৫ হাজার ডলার হতে পারে বলে জানিয়েছে দ্য ভার্জ।
চলতি বছরের চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে ওজো।

Continue Reading...