Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

১৫ হাজার টাকা দামের মধ্যে থাকা স্মার্টফোনসমূহ

Technology Image

স্মার্টফোনের মূল্য প্রতিনিয়তই পরিবর্তনশীল।
১৫,০০০ টাকা বাজেটের মধ্যে হালের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডনির্ভর কিংবা আকর্ষণীয় ডিজাইন ও ইউজার ইন্টারফেসের লুমিয়া স্মার্টফোন কিনতে চাইলে নিচের স্মার্টফোনগুলোর যেকোন একটি বেছে নিতে পারেন, ফোনের মডেলের পাশে এর মূল্য উল্লেখিত (মূল্যের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো)-
Walton Primo RH – ১০,২৯০ টাকা
Walton Primo RM - ১০,২৯০ টাকা
Goldberg Zap FX1 - ১০,৫৯০ টাকা
Symphony Xplorer H150 - ১০,৫৯০ টাকা
Symphony Xplorer H200 – ১০,৯৯০ টাকা
Microsoft Lumia 535 – ১১,৫০০ টাকা
Walton Primo HM - ১১,৫৯০ টাকা
Walton Primo RM2 - ১১,৯৯০ টাকা
Sony Xperia E4 Dual - ১১,৯৯০ টাকা
Xiaomi Redmi 2 - ১২,৯৯০ টাকা
Symphony Xplorer ZV – ১২,৯৯০ টাকা
Samsung Galaxy Core Prime - ১২,৯৯০ টাকা
Lava Iris X8 – ১৩,৪৯০ টাকা
Asus Zenfone 5 – ১৩,৯৯০ টাকা
Walton Primo RX3 - ১৩,৯৯০ টাকা
Walton Primo S3 Mini – ১৩,৯৯০ টাকা
Microsoft Lumia 540 – ১৩,৯৯৯ টাকা
Walton Primo S3 – ১৪,৪৯০ টাকা
Lava Iris X9 – ১৪,৯৯০ টাকা
Symphony Xplorer ZVI - ১৪,৯৯০ টাকা
Walton Primo RH
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লেঃ ৫ ইঞ্চি
সিপিউঃ ১.৭ গিগাহার্জ অক্টাকোর
জিপিইউ: মালি-৪৫০
র‍্যাম: ১ গিগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৮ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ২ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,২০০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১০,২৯০ টাকা
Walton Primo RM
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লেঃ ৫ ইঞ্চি
সিপিউঃ ১.৩ গিগাহার্জ কোয়াডকোর
জিপিইউ: মালি-৪০০
র‍্যাম: ১ গিগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৮ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ২ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১০,২৯০ টাকা
Goldberg Zap FX1
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লেঃ ৫ ইঞ্চি
সিপিউঃ ১.৪ গিগাহার্জ...

Continue Reading...

ফেসবুকে যুক্ত হচ্ছে কেনাকাটার সুবিধা

Technology Image

সামাজিকতা রক্ষার পাশাপাশি আরও অনেক কাজের জন্যই মানুষের আস্থার জায়গায় পরিণত হচ্ছে ফেসবুক। আর শীঘ্রই এই তালিকায় যুক্ত হতে পারে কেনাকাটার ব্যাপারটিও। বাজফিড এক প্রতিবেদনে জানিয়েছে, ই-কমার্স সাইটগুলোর ফেসবুক পেজ থেকে কেনাকাটার সুবিধা শীঘ্রই যুক্ত হতে পারে।
নতুন এই ফিচার যুক্ত করা হলে ই-কমার্স ওয়েবসাইটের ফেসবুক পেজে যুক্ত হবে 'Buy' বাটন যার মাধ্যমে ওয়েবসাইটে আলাদাভাবে না গিয়ে সরাসরি ফেসবুক পেজ থেকেই কেনাকাটার কাজটি সেরে নেওয়া যাবে।
তবে এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এই ফিচারটি। আপাতত নির্দিষ্ট কিছু স্টোরকে নিয়ে এটি যাচাই বাছাই করে দেখছে ফেসবুক। কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু করা হবে, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

Continue Reading...

১৫ হাজার টাকা দামের মধ্যে ২ গিগাবাইট র‍্যামের স্মার্টফোনসমূহ

Technology Image

বাজারে থাকা নানা স্মার্টফোনের সমাহার থেকে ক্রেতারা যেনো কনফিগারেশন ও মূল্য বিবেচনায় অপেক্ষাকৃত ভালো স্মার্টফোনটিই বেছে নিতে পারেন সেই লক্ষ্যে নানা ফিচার ও বিভিন্ন প্রাইস রেঞ্জের স্মার্টফোন নিয়ে চলছে প্রিয় টেকের ধারাবাহিক আয়োজন। এরই ধারাবাহিকতায় আজ থাকছে ১৫,০০০ টাকা দামের মধ্যে থাকা ২ গিগাবাইট র‍্যামের বিভিন্ন স্মার্টফোনের ফিচার, মূল্য ও অন্যান্য তথ্য নিয়ে বিশ্লেষণধর্মী পোস্ট।
দেশীয় বাজারে নানা স্মার্টফোনের ভিড়ে ক্রেতারা যেনো স্বল্প বাজেটে অধিক ফিচারসংবলিত স্মার্টফোন কিনতে পারেন সেলক্ষ্যে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে স্বল্পমূল্যে অধিক ফিচারের স্মার্টফোন আনার প্রতিযোগিতা। কিছুদিন পূর্বেও ১৫ হাজার টাকার নিচে ২ গিগাবাইট র্যামের স্মার্টফোন পাওয়াটা শুধুমাত্র কল্পনাতে সীমাবদ্ধ ছিলো; তবে বর্তমানে এই বাজেটে দেশের বাজারে ১১টি ভিন্ন মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। স্মার্টফোনের স্মুথ পারফরম্যান্সের ক্ষেত্রে র‍্যামের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, আর তাইতো ক্রেতাদের কষ্ট লাঘব করতে প্রিয়টেকের আজকের এই পোস্টের অবতারণা।
বর্তমানে দেশের বাজারে ১৫,০০০ টাকা বাজেটের মধ্যে ২ গিগাবাইট র‍্যামের নিম্নোক্ত মডেলের স্মার্টফোনসমূহ পাওয়া যাচ্ছে, ফোনের মডেলের পাশে এর মূল্য উল্লেখিত (মূল্যের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো)-
Elite EVO VX5 - ১১,৯৯০ টাকা
Walton Primo RM2 - ১১,৯৯০ টাকা
Mycell Spider A2 - ১১,৯৯৯ টাকা
Symphony Xplorer ZV - ১২,৯৯০ টাকা
Lava Iris X8 - ১৩,৪৯০ টাকা
Asus Zenfone 5 - ১৩,৯৯০ টাকা
Walton Primo RX3 - ১৩,৯৯০ টাকা
Walton Primo S3 - ১৪,৪৯০ টাকা
Elite EVO Air – ১৪,৬৬৬ টাকা
Lava Iris X9 - ১৪,৯৯০ টাকা
Symphony Xplorer ZVI - ১৪,৯৯০ টাকা
Elite EVO VX5
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর
জিপিউ: মালি-৪০০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ৩২ গিগাবাইট গিগাবাইট
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,১০০...

Continue Reading...

আইপড টাচের নতুন সংস্করণ আনছে অ্যাপল

Technology Image

অ্যাপলের জনপ্রিয় ডিভাইস আইপড টাচের নতুন একটি সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই সংস্করণে যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন ফিচার।
আইপড টাচে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও নতুন এই সংস্করণে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে ক্যামেরার দিক থেকে আইপড টাচ এখন আইফোন ৬ ও আইফোন ৬ প্লাসের সমকক্ষ হল। এর পাশাপাশি ক্যামেরাতে বেশ কিছু নত্ন ফিচার যুক্ত করা হয়েছে।
নতুন এই সংস্করণে ব্যবহার করা হবে ৬৪ বিটের এ৮ চিপসেট। ফলে আরও উন্নতমানের গেমিং এবং গ্রাফিক্স পাওয়া সম্ভব হবে।
১৬ জিবি, ৩২ জিবি এবং ৬৪ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে নতুন আইপড টাচ যার মূল্য পড়বে যথাক্রমে ১৯৯ ডলার, ২৯৯ ডলার এবং ৩৯৯ ডলার।

Continue Reading...

নকিয়া ফোন বাজারে আনবে মেইজু

Technology Image

আবারও বাজারে ফিরছে নকিয়া, বেশ কিছুদিন ধরেই এমন কথা শোনা যাচ্ছে। গত সপ্তাহে নকিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে নকিয়া জানিয়েছে, নিজেরা কোন ফোন তৈরি করছে না এবার। এর পরিবর্তে অন্য কোন প্রতিষ্ঠানকে দেওয়া হবে ফোন তৈরির লাইসেন্স যারা নকিয়া ব্র্যান্ড নাম ব্যবহার করে বাজারে ফোন আনবে।
এই ঘোষণার পর থেকেই একটি বিষয় আলোচনায় চলে এসেছে। আর তা হল, নকিয়ার হয়ে ফোন তৈরির লাইসেন্স পাচ্ছে কে?
নকিয়ার বাজারে ফেরার ঘোষণা দেওয়ার পর গত মঙ্গলবার উইবোতে এক পোস্ট করে একে স্বাগত জানিয়েছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড মেইজু। এই পোস্টে ‘716’ সংখ্যাটি উল্লেখ করে মেইজু। এছাড়া একই দিনে নকিয়া ১১১০ নিয়ে একটি টুইটও করে মেইজু।
এ বছরের শুরুর দিকে একটি ফোনের টিজার প্রকাশ করে মেইজু যেখানে নকিয়ার পার্টনারশিপের ব্যাপারে কিছুটা জানানো হয়েছিল। মেইজুর MX4 Supreme নামের এই স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। তবে মেইজু আরেকটি টিজারে লুমিয়া ১০৩০ এর নাম উল্লেখ করায় অনেকেই ধারণা করছেন মেইজুর স্মার্টফোনটিই হতে যাচ্ছে লুমিয়া ১০৩০।
গত মঙ্গলবার উইবোতে দেওয়া পোস্টে ৭১৬ সংখ্যাটি নিয়ে অনেকের মধ্যেই আগ্রহ দেখা যাচ্ছে। সেসময় এই সংখ্যার মাধ্যমে এ মাসের ১৬ তারিখের কথা মনে করা হয়েছিল। তবে এখন ধারণা করা হচ্ছে এই সংখ্যাটি দিয়ে ২০১৬ সালের ৭ নম্বর মাস অর্থাৎ জুলাইকে বোঝানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের জুলাই মাসে দুই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অংশিদারিত্বের ঘোষণা দেওয়া হতে পারে। কারণ ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকের আগে নকিয়া কোন ফোন বাজারে আনতে পারবে না।

Continue Reading...

স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি ট্যাব এস২

Technology Image

নতুন একটি ট্যাবলেট পিসি উন্মুক্ত করলো স্যামসাং। গ্যালাক্সি ট্যাব এস২ নামের এই ট্যাব দুটি ডিসপ্লে ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এর একটি হবে ৯.৭ ইঞ্চি ডিসপ্লের এবং অন্যটি হবে ৮ ইঞ্চি ডিসপ্লের।
ট্যাবটির দুটি ভ্যারিয়েন্টেই থাকছে অক্টাকোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে আরও আছে ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি ফিচার।
এছাড়া আছে ৩ জিবি র‍্যাম এবং ৩২/৬৪ জিবি স্টোরেজ ক্যাপাসিটি। ট্যাব দুটির পুরুত্ব ৫.৬ মিলিমিটার এবং ওজন ৩৮৯ গ্রাম (৯.৭”) ও ২৬৫ গ্রাম (৮”)।
আগামী মাসে সারা বিশ্বে একযোগে ছাড়া হবে ট্যাব দুটি। তবে মূল্য কত হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

Continue Reading...

আইফোন আটে দুই ডিসপ্লে

Technology Image

আইফোন ৭ এখনও বাজারে আসেনি। তবে ডিজাইনাররা এখনই আইফোন ৮ নিয়ে ভাবতে শুরু করেছেন। আইফোন ৮ কেমন হবে, সে ব্যাপারে কনসেপ্ট দিতেও শুরু করেছেন তারা।
জেরমাইন স্মিট নামক একজন ডিজাইনারের কথাই ধরা যাক। তিনিও আইফোনের এই ভবিষ্যৎ সংস্করণ নিয়ে ভাবছেন। তবে তার ভাবনার জায়গাটা অন্যদের থেকে কিছুটা আলাদাই বটে। কারণ তার কল্পনায় আইফোন আটে রয়েছে দুদিকে দুটি ডিসপ্লে।
এই দুটি ডিসপ্লের একটিতে আছে ৪৮০ পিক্সেল ডিসপ্লে এবং অন্যটিতে আছে ২কে ডিসপ্লে। দেখতে অনেকটা আইফোন ৫ এর মত হলেও এতে নেই কোন হোম বাটন।
তবে অ্যাপল কখনও এই ডিজাইনে আইফোন তৈরি করবে, এমন সম্ভাবনা নেই বললেই চলে। শুধু একজন ডিজাইনারের ভাবনার মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকবে দুই ডিসপ্লের এই আইফোন।
দুই ডিসপ্লের স্মার্টফোন বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে। ইয়োটাফোন এবং ইয়োটাফোন ২ স্মার্টফোন দুটিতে আছে দুদিকে ডিসপ্লে।

Continue Reading...

গ্রাহকদের জন্য রিচার্জ প্লাসে ডাটা কেনার সুযোগ নিয়ে এলো রবি

Technology Image

ডিজিটাল রিচার্জ প্লাটফরম রিচার্জ প্লাসে সমপ্রতি ডাটা কেনার সুযোগ এনেছে মোবাইল অপারেটর রবি। এর আগে গ্রাহকরা এই প্লাটফরম ব্যবহার করে শুধু এয়ারটাইম রিচার্জের সুবিধা গ্রহণ করতে পারতেন। ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার ও গ্রাহকদের পরিবর্তিত জীবনধারার পরিপ্রেক্ষিতে ডিজিটাল রিচার্জ প্লাটফরমে ডাটা কেনার ফিচারটি যোগ করা হয়েছে। গতকাল রবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন ডাটা প্যাক কেনার জন্য রবি গ্রাহকদের আর বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই। রিচার্জ ডটরবি ডটকম ডটবিডি (recharge.robi.com.bd) সাইটটি ভিজিট করে তারা সহজেই এ প্রয়োজনটি মেটাতে পারেন। রিচার্জ প্লাসে বর্তমানে তিনটি ডাটা বান্ডল রয়েছে। রিচার্জ প্লাসের ডাটা প্যাকগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য নয়।
রিচার্জ প্লাসে গ্রাহকরা ১০৯ টাকায় ৭ দিন মেয়াদি ২৫০ মেগাবাইট ডাটা, ২৮৯ টাকায় ৩০ দিন মেয়াদি ৮৫০ মেগাবাইট ডাটা ও ৪০৩ টাকায় ৩০ দিন মেয়াদি এক হাজার ৪০০ মেগাবাইট ডাটা কিনতে পারবেন। বিকল্প রিচার্জ চ্যানেল রিচার্জ প্লাসের মাধ্যমে এয়ারটাইম বা ডাটা প্যাক কেনার জন্য গ্রাহককে রিচার্জ নাম্বার, ডাটা বা এয়ারটাইম রিচার্জের পরিমাণ ও তার ইমেইল এ্যাড্রেস প্রদান করতে হবে।
'রিচার্জ নাও' অপশনে ক্লিক করার পর গ্রাহককে তার পছন্দের পেমেন্ট মেথডটি (কার্ড/নেট ব্যাকিং/এমএফএস) বাছাই করতে হবে। পেমেন্ট মেথডটি বাছাই করার পর গ্রাহককে সে অনুসারে তার কাঙ্ক্ষিত পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। *৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করে গ্রাহক তার ডাটা ব্যালেন্স ও মেয়াদ জানতে পারবেন।

Continue Reading...

হুয়াওয়ের ২ জিবি র‍্যামের বাজেট স্মার্টফোন Honor 4A

Technology Image

২ গিগাবাইট র‍্যামের একটি বাজেট স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। Honor 4A মডেলের এই স্মার্টফোনটি শীঘ্রই বাজারে আসবে।
স্মার্টফোনটিতে থাকছে ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৮ জিবি স্টোরেজ। এছাড়াও থাকছে ডুয়েল সিম, ২,২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
বাজেট স্মার্টফোন হলেও এতে রয়েছে ১.১ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ চিপসেট। অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ এর উপর ভিত্তি করে ডেভেলপ করা ইমোশন ইউআই ৩.১ এ চলবে স্মার্টফোনটি।
স্মার্টফোনটির থ্রিজি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৬ ডলার এবং ৪জি ভ্যারিয়েন্টের মূল্য ১১২ ডলার।

Continue Reading...