Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

১৫ হাজার টাকা দামের মধ্যে ২ গিগাবাইট র‍্যামের স্মার্টফোনসমূহ



বাজারে থাকা নানা স্মার্টফোনের সমাহার থেকে ক্রেতারা যেনো কনফিগারেশন ও মূল্য বিবেচনায় অপেক্ষাকৃত ভালো স্মার্টফোনটিই বেছে নিতে পারেন সেই লক্ষ্যে নানা ফিচার ও বিভিন্ন প্রাইস রেঞ্জের স্মার্টফোন নিয়ে চলছে প্রিয় টেকের ধারাবাহিক আয়োজন। এরই ধারাবাহিকতায় আজ থাকছে ১৫,০০০ টাকা দামের মধ্যে থাকা ২ গিগাবাইট র‍্যামের বিভিন্ন স্মার্টফোনের ফিচার, মূল্য ও অন্যান্য তথ্য নিয়ে বিশ্লেষণধর্মী পোস্ট।
দেশীয় বাজারে নানা স্মার্টফোনের ভিড়ে ক্রেতারা যেনো স্বল্প বাজেটে অধিক ফিচারসংবলিত স্মার্টফোন কিনতে পারেন সেলক্ষ্যে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে স্বল্পমূল্যে অধিক ফিচারের স্মার্টফোন আনার প্রতিযোগিতা। কিছুদিন পূর্বেও ১৫ হাজার টাকার নিচে ২ গিগাবাইট র্যামের স্মার্টফোন পাওয়াটা শুধুমাত্র কল্পনাতে সীমাবদ্ধ ছিলো; তবে বর্তমানে এই বাজেটে দেশের বাজারে ১১টি ভিন্ন মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। স্মার্টফোনের স্মুথ পারফরম্যান্সের ক্ষেত্রে র‍্যামের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, আর তাইতো ক্রেতাদের কষ্ট লাঘব করতে প্রিয়টেকের আজকের এই পোস্টের অবতারণা।
বর্তমানে দেশের বাজারে ১৫,০০০ টাকা বাজেটের মধ্যে ২ গিগাবাইট র‍্যামের নিম্নোক্ত মডেলের স্মার্টফোনসমূহ পাওয়া যাচ্ছে, ফোনের মডেলের পাশে এর মূল্য উল্লেখিত (মূল্যের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো)-

Elite EVO VX5 - ১১,৯৯০ টাকা
Walton Primo RM2 - ১১,৯৯০ টাকা
Mycell Spider A2 - ১১,৯৯৯ টাকা
Symphony Xplorer ZV - ১২,৯৯০ টাকা
Lava Iris X8 - ১৩,৪৯০ টাকা
Asus Zenfone 5 - ১৩,৯৯০ টাকা
Walton Primo RX3 - ১৩,৯৯০ টাকা
Walton Primo S3 - ১৪,৪৯০ টাকা
Elite EVO Air – ১৪,৬৬৬ টাকা
Lava Iris X9 - ১৪,৯৯০ টাকা
Symphony Xplorer ZVI - ১৪,৯৯০ টাকা

Elite EVO VX5
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর
জিপিউ: মালি-৪০০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ৩২ গিগাবাইট গিগাবাইট
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,১০০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১১,৯৯০ টাকা


Walton Primo RM2
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর
জিপিউ: মালি-৪০০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ৮ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১১,৯৯০ টাকা


Mycell Spider A2
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট
ডিসপ্লে: ৫.৫ ইঞ্চি
সিপিউ: ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর
জিপিউ: মালি-৪০০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ১৬ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৩ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,৭৫০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১১,৯৯০ টাকা


Symphony Xplorer ZV
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৪ গিগাহার্টজ অক্টাকোর
জিপিউ: মালি-৪৫০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ৮ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ২ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,০০০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১২,৯৯০ টাকা


Lava Iris X8
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৪ গিগাহার্টজ অক্টাকোর
জিপিউ: মালি-৪৫০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ১৬ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৩ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,৫০০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১৩,৪৯০ টাকা


Asus Zenfone 5
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৮ গিগাহার্টজ ডুয়েলকোর
জিপিউ: PowerVR SGX544MP2
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ১৬ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ২ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,১১০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১৩,৯৯০ টাকা


Walton Primo RX3
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৭ গিগাহার্টজ অক্টাকোর
জিপিউ: মালি-৪৫০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ১৬ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,১০০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১৩,৯৯০ টাকা


Walton Primo S3
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৭ গিগাহার্টজ অক্টাকোর
জিপিউ: মালি-৪৫০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ১৬ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ২ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,০০০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১৪,৪৯০ টাকা


Elite EVO Air
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর
জিপিউ: মালি-৪০০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ১৬ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,১০০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১৪,৬৬৬ টাকা


Lava Iris X9
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ
ডিসপ্লে: ৫.৫ ইঞ্চি
সিপিউ: ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর
জিপিউ: মালি-৪০০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ১৬ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ২,৬৫০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১৪,৯৯০ টাকা


Symphony Xplorer ZVI
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৫ ইঞ্চি
সিপিউ: ১.৭ গিগাহার্টজ অক্টাকোর
জিপিউ: মালি-৪৫০
র‍্যাম: ২ গিগাবাইট
ইন্টারনাল মেমোরী: ১৬ গিগাবাইট
এক্সটারনাল মেমোরী: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ব্যাটারি; ২,০৫০ মিলিঅ্যাম্পিয়ার
মূল্য: ১৪,৯৯০ টাকা

দেশের বাজারে বর্তমানে ১৫,০০০ টাকা দামের মধ্যে থাকা ২ গিগাবাইট র‍্যাম সংবলিত স্মার্টফোনের মধ্য হতে যারা ফিচার, মূল্য, পারফরম্যান্স প্রভৃতি দিক বিবেচনায় সেরা স্মার্টফোনটি কিনতে চান, তাদের জন্য Lava Iris X9 হতে পারে শীর্ষ পছন্দের; কারণ আপগ্রেডেড অপারেটিং সিস্টেম, শক্তিশালী ব্যাটারি, উন্নত ডিসপ্লে, ডিজাইন, চমৎকার ক্যামেরা পারফরম্যান্স প্রভৃতি দিক বিবেচনায় এই স্মার্টফোনটি ১৫,০০০ টাকা বাজেটের মধ্যে থাকা অন্যান্য ২ গিগাবাইট র‍্যামের স্মার্টফোন থেকে বেশ এগিয়ে। এছাড়া সেলফি প্রেমীদের জন্য লাভার এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এর পাশাপাশি যারা বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন তারা ৫.৫ এইচডি আইপিএস ডিসপ্লের Lava Iris X9 ফোনটিকে নিঃসন্দেহে এগিয়ে রাখবেন। আর শুধুমাত্র আকর্ষনীয় ডিজাইন বিবেচনায় নিলে Symphony Xplorer ZVI এবং Elite EVO Air অন্যান্যদের থেকে বেশ এগিয়ে থাকবে।