Entertainment Image

শেষ ধারাবাহিকহুমায়ূন ফরিদী নেই। আছে তার কাজ। আর এই কাজের মধ্য দিয়েই হুমায়ূন ফরিদী আজ না থেকেও চিরঞ্জীব। সম্প্রতি মোহনা টিভিতে প্রচার শুরু হয়েছে হুমায়ূন ফরিদী অভিনীত 'মন সমুদ্র'। এটিই হুমায়ূন ফরিদী অভিনীত শেষ কোনো ধারাবাহিক নাটক।

মানুষের মনের কুবৃত্তি আর সুবৃত্তির রূপ নিয়েই আবর্তিত হয়েছে নাটকটির গল্প। ইমদাদুল হক মিলন এর রচনা ও ফরহাদ ফয়সল এর পরিচালনায় নাটকিট রবি থেকে সোমবার রাত ৯ টা ১৫ মিনিটে প্রচারিত হচ্ছে । এতে হুমায়ূন ফরিদী ছাড়াও আরও অভিনয় করেছেন জাহিদ হাছান, ফজলুর রহমান বাবু, অহনা, রুনা খান, আলভী, অবিদ রেহান, সাব্বির আহমেদ, লীনা ফেরদৌসীসহ অনেকেই।